পৈলানের কাছে হার বর্ধমানের
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান
|
প্রদর্শনী ফুটবল ম্যাচে পৈলান অ্যারোজ ৪-০ গোলে হারিয়ে দিল বর্ধমান একাদশকে। ম্যাচে হ্যাটট্রিক করেন পৈলানের হরিচরণ নার্জারি। ম্যাচের ২৫ মিনিটে পৈলানের গুরতেশ সিংহ গোল করে দলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে পরপর তিনটি গোল করেন হরিচরণ। এ দিন বর্ধমান দলে অনূর্ধ্ব ১৯ খেলোয়াড়ের সংখ্যাই ছিল বেশি। এ দিন বর্ধমানের স্পন্দন মাঠে আয়োজিত এই ম্যাচে উপস্থিত ছিলেন শ্যাম থাপা, মিহির বসু, ভাস্কর গঙ্গোপাধ্যায়, উলাগানাথন-সহ বেশ কিছু প্রাক্তন ফুটবলার। ছিলেন বাংলা দলের ক্রিকেটার অশোক দিন্দাও। খেলা শুরুর আগে প্রয়াত ফুটবলার শৈলেন মান্নার স্মৃতির উদ্দেশে এক মিনিটের নীরবতা পালন করা হয়। পৈলান অ্যারোজের দুই কোচ তনুময় বসু ও শ্যাম থাপা বলেন, “আমাদের দলের অনেকে জুনিয়র ভারতীয় দলে সুযোগ পেয়েছে। স্থানীয় খেলোয়াড়দের উদ্বুদ্ধ করার দিকেও লক্ষ রয়েছে আমাদের। বর্ধমান-সহ বিভিন্ন জেলার প্রতিশ্রুতিমান ফুটবলারদের উপরে আমাদের নজর থাকছে।”
|
ক্রিকেটে জিতল বাঁশড়া এসি
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
বল্লভপুর স্পোর্টস অ্যাসোসিয়েশন আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল বাঁশড়া এসি। সোমবার বল্লভপুর পেপার মিল মাঠে ফাইনালে তারা বল্লভপুর রায়পাড়া সরস্বতী ক্লাবকে ৯৪ রানে হারায়। প্রথমে ব্যাট করে বাঁশড়া এসি ৮ উইকেট হারিয়ে ১৪৬ রান তোলে। জবাবে বল্লভপুর রায়পাড়া ৫২ রানে শেষ হয়ে যায়। ম্যাচের সেরা বিজয়ী দলের রঞ্জিত নাথ। প্রতিযোগিতার সেরা বিজিত দলের বাপি বন্দ্যোপাধ্যায়। ফাইনালে সর্বোচ্চ ৩৩ রান করেন বিজয়ী দলের মোহন সাউ। ম্যাচটি পরিচালনা করেন মুন্না দুশাদ, অমিত দাস। আয়োজকদের পক্ষে তারক দে জানান, তৃতীয় বর্ষের এই প্রতিযোগিতায় ১৬টি দল যোগ দিয়েছিল।
|
জয়ী খাঁদরা
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
কেন্দা স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় সোমবারের খেলায় বিজয়ী হল খাঁদরা সিসি। তারা কেন্দা ফুটবল মাঠের খেলায় বহুলা সিসি-কে ১৭ রানে হারায়। প্রথমে ব্যাট করে খাঁদরা সিসি সব উইকেট হারিয়ে ১২৪ রান তোলে। জবাবে বহুলা সিসি ৯ উইকেট হারিয়ে নির্ধারিত ওভারে ১০৭ রানের বেশি তুলতে পারেনি।
|
হারল চয়নপুর
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
পানুড়িয়া বিবেকানন্দ ক্লাব আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় সোমবারের খেলায় সারদা রিয়েল একাদশ ৪ উইকেটে হারায় চয়নপুর বিবেকানন্দ ক্লাবকে। প্রথমে ব্যাট করে চয়নপুর সব উইকেট হারিয়ে ৮৭ রান তোলে। জবাবে সারদা রিয়েল ৬ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয়। ম্যাচের সেরা হন বিজয়ী দলের বিজয় সিংহ।
|
হারল এফসিআই
নিজস্ব সংবাদদাতা • চিত্তরঞ্জন |
সবুজ মেলা আয়োজিত ফুটবল প্রতিযোগিতার সোমবার শ্রীলতা মাঠের খেলায় বিজয়ী হল রিষড়া অরোরা এসসি। তারা এফসিআই-কে ১-০ গোলে হারায়। গোল করেন বাপন মাজি। ম্যাচের সেরা হন বিজয়ী দলের সুজিত মণ্ডল।
|
প্রতিবন্ধী ক্রীড়া
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
জামুড়িয়ার চক্র ২ সর্বশিক্ষা অভিযান আয়োজিত প্রতিবন্ধী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল পরাশিয়া মাঠে। ৫টি ইভেন্টে ২৮ জন প্রতিযোগী যোগ দেন। |