আশপাশের হাসপাতালে পরিকাঠামো উন্নয়নের সিদ্ধান্ত |
|
নিজস্ব সংবাদদাতা, কলকাতা ও মালদহ: মালদহ জেলা হাসপাতালে শিশু-রোগীদের চাপ কমাতে আশপাশের কয়েকটি হাসপাতালের শিশুবিভাগের পরিকাঠামো উন্নত করার সিদ্ধান্ত নিল স্বাস্থ্য দফতর।
শনিবার স্বাস্থ্য দফতরে স্বাস্থ্য সচিব সঞ্জয় মিত্র, স্বাস্থ্য অধিকর্তা বিশ্বরঞ্জন শতপতী, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কমিশনার দিলীপ ঘোষ, স্বাস্থ্য দফতরের বিশেষ টাস্ক ফোর্সের চেয়ারম্যান ত্রিদিব বন্দ্যোপাধ্যায়-সহ বেশ কিছু স্বাস্থ্য-কর্তা মালদহ হাসপাতালের ‘পরিস্থিতি’ নিয়ে বৈঠকে বসেন। |
|
পারিজাত বন্দ্যোপাধ্যায়, কলকাতা: একেই বলে উভয় সঙ্কট! মেডিক্যাল কলেজে শিক্ষক নিতে গেলে টান পড়ছে জেলা হাসপাতালে, জেলা হাসপাতালে পরিষেবা চালু রাখতে গেলে আটকে যাচ্ছে মেডিক্যাল কলেজের পঠনপাঠন।
রাজ্যে নতুন তিনটি মেডিক্যাল কলেজ চালু হয়েছে গত বছর থেকে। তার জন্য অভিজ্ঞ শিক্ষকের প্রয়োজন। সম্প্রতি বিভিন্ন জেলা হাসপাতাল থেকে ৬০ জন বিশেষজ্ঞ চিকিৎসক ওই তিনটি মেডিক্যাল কলেজে শিক্ষকের পদে যোগও দিয়েছেন। কিন্তু তার ফলে মুখ থুবড়ে পড়েছে জেলা হাসপাতালগুলির পরিষেবা। |
জেলা হাসপাতাল না
মেডিক্যাল কলেজ,
জাঁতাকলে চিকিৎসকরা |
|
ট্রেনে প্রসব, ১০২
ডায়াল করতে
বলল হাসপাতাল |
|
|
দু’টি শিশুর মৃত্যু, বদলির
নির্দেশ দুই হাসপাতালে |
স্বাস্থ্যখাতে ব্যাপক নয়ছয়,
বিপাকে মায়াবতী সরকার |
|
আমরির ডিরেক্টররা কি দাগি, রিপোর্ট তলব বিচারকের |
|
|