|
|
|
|
কংগ্রেসের পাঁচ মন্ত্রীর দায়িত্ব ভাগ |
নিজস্ব সংবাদদাতা ²কলকাতা |
কংগ্রেসের পাঁচ প্রতিমন্ত্রীর দফতর বণ্টনের সিদ্ধান্ত নিয়ে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাঁচ প্রতিমন্ত্রীকেই যে সব দফতর দেওয়া হচ্ছে, সেগুলির পূর্ণমন্ত্রীর দায়িত্বে আছেন তৃণমূলের টিকিটে জেতা বিধায়কেরা। আবার কংগ্রেসের দুই পূর্ণমন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রী রাখা হচ্ছে তৃণমূলের। এ ভাবেই জোট সরকারের মধ্যে ‘ভারসাম্য’ রক্ষার চেষ্টা করছেন তৃণমূল নেত্রী। কংগ্রেসের যে পাঁচ বিধায়ক শুক্রবার প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন, তাঁদের মধ্যে মালদহের আবু নাসের (লেবু) খান চৌধুরীকে বিজ্ঞান ও প্রযুক্তি এবং সাবিনা ইয়াসমিনকে শ্রম দফতরে পাঠানো হচ্ছে। ওই দুই দফতরের পূর্ণমন্ত্রী যথাক্রমে তৃণমূলের রবিরঞ্জন চট্টোপাধ্যায় ও পূর্ণেন্দু বসু। উত্তর দিনাজপুরের প্রমথনাথ রায় পরিকল্পনা ও উন্নয়ন এবং মুর্শিদাবাদের মনোজ চক্রবর্তী পরিষদীয় দফতরের প্রতিমন্ত্রী হচ্ছেন। অর্থাৎ তাঁরা তৃণমূলের মণীশ গুপ্ত এবং পার্থ চট্টোপাধ্যায়ের সহকারী হচ্ছেন। দার্জিলিঙের সুনীল তিরকে পাচ্ছেন ক্রেতা সুরক্ষা দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্ব। ওই দফতরের পূর্ণমন্ত্রী তৃণমূলের সাধন পাণ্ডে। এর পাশাপাশি, মদন মিত্রকে মৎস্য দফতরের প্রতিমন্ত্রীর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হচ্ছে। ওই দফতরের পূর্ণমন্ত্রী কংগ্রেসের আবু হেনা। তৃণমূলের মদন ক্রীড়া দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর সঙ্গে মৎস্য দফতরের সহকারীর দায়িত্বও সামলাবেন। |
|
|
|
|
|