|
|
|
|
বন্দি মুক্তি খতিয়ে দেখতে কমিটি |
নিজস্ব সংবাদদাতা ²কলকাতা |
মুখ্যমন্ত্রী হওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, রাজনৈতিক বন্দিদের মুক্তির বিষয়টি খতিয়ে দেখতে কমিটি গড়া হবে। শনিবার তিনি সেই কমিটির কথা ঘোষণা করেন। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মলয় সেনগুপ্তের নেতৃত্বে ১৪ জনের এই কমিটি গঠন করেন মুখ্যমন্ত্রী। তিন মাসের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে।
মুখ্যমন্ত্রী জানান, কমিটি যে বিষয়গুলির খতিয়ে দেখবে, সেগুলি হল:
l রাজনৈতিক উদ্দেশ্যে করা এফআইআরগুলি চিহ্নিত করা।
l রাজনৈতিক আন্দোলন করতে গিয়ে ধরা পড়ার পরে যাঁরা অপরাধমূলক কাজের জন্য বিচারাধীন রয়েছেন, তাঁদের চিহ্নিত করা।
l রাজনৈতিক আন্দোলন করতে গিয়ে ধরা পড়ার পরে যাঁরা বিচারে দণ্ডপ্রাপ্ত, তাঁদের চিহ্নিত করা।
l বিচারাধীন বন্দিদের আচরণ পর্যালোচনা করা।
l অপরাধ করার জন্য কাউকে প্ররোচিত করেছেন কি না, সে সম্পর্কে খোঁজ নেওয়া।
কমিটি গঠন নিয়ে মুখ্যসচিবের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দীর্ঘ দিন ধরে রাজ্যে বেশ কিছু বিচারাধীন বন্দি রয়েছেন। অনেকের বিচার শুরুই হয়নি এখনও। রাজনৈতিক আন্দোলনে জড়িত থাকার কারণে যাঁদের সাজা হয়ে গিয়েছে, তাঁদের মামলাগুলিও খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। |
|
|
|
|
|