|
|
|
|
টুকরো খবর
|
ডিজি পেল সিআইডি |
নিজস্ব সংবাদদাতা ²কলকাতা |
অন্য রাজ্যে অনেক আগে থেকেই রাজ্য গোয়েন্দা দফতর বা সিআইডি-র মাথায় ডিজি পদমর্যাদার অফিসার আছেন। বাম সরকারের আমলে সেই প্রস্তাব থাকলেও লাল ফিতের ফাঁসে তা আটকে ছিল দীর্ঘ দিন। মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার ১৫ দিনের মাথায় পুলিশ প্রশাসনে গতি আনার লক্ষ্যে সেই কাজ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই রাজ্যেও সিআইডি-র মাথায় বসানো হল ডিজি পদমর্যাদার এক আইপিএসকে।
দিন কয়েক আগেই মমতা বলেছিলেন সিআইডিকে ঢেলে সাজা হবে। এ দিন ডিজি (সিআইডি) হিসাবে নিয়োগ করা হল ভি ভি থাম্বিকে। তিনি স্টেট ক্রাইম রেকর্ড ব্যুরো (এসসিআরবি)-র ডিজি ছিলেন। সিভি মুরলীধর হয়েছেন সিআইডির এডিজি। তিনি বিএসএফে ছিলেন। রাজ কানোজিয়াকে সিআইডির এডিজি পদ থেকে সরিয়ে এডিজি এসসিআরবি করা হয়েছে। সিআইডিতে আইজি-২ করা হয়েছে অধীর শর্মাকে। তিনি আইজি (ট্রাফিক) ছিলেন।
|
সংবাদমাধ্যম স্বাধীন, বললেন মুখ্যমন্ত্রী |
নিজস্ব সংবাদদাতা ²কলকাতা |
সংবাদমাধ্যমের কাজকর্মে সরকার নাক গলাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার মহাকরণে তিনি বলেন, “মিডিয়ার (সংবাদমাধ্যমের) কাজ মিডিয়া করবে। সরকারের কাজ সরকার করবে। কোন মিডিয়া কোথা থেকে কোন খবর জোগাড় করল, এটা দেখা কি সরকারের কাজ?” মমতার কথায় স্পষ্ট কোন সংবাদমাধ্যম কী ভাবে কাজ করবে, তা নিয়ে তিনি চিন্তিত নন। বস্তুত, ঘনিষ্ঠ মহলে মুখ্যমন্ত্রী বলেওছেন, গণতন্ত্রে সংবাদমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেটা যে মনে করে, যার যেমন নীতি, তা অনুসরণ করার অধিকার প্রত্যেকেরই রয়েছে। সরকারের তাদেরকে সে বিষয়ে ‘প্রভাবিত’ করার কোনও চেষ্টাই করা উচিত নয়। রাজ্যের নতুন সরকারও সেই নীতিই মেনে চলবে। |
|
|
|
|
|