|
|
|
|
নিখোঁজ সিপিএম কর্মীর দেহ উদ্ধার |
নিজস্ব সংবাদদাতা ² ঝাড়গ্রাম |
মাঝে কিছু দিন বিরতি ছিল। ফের জঙ্গলমহলে খুন-অপহরণের ঘটনা ঘটল। লালগড়ের বৈতার নিখোঁজ সিপিএম কর্মী রবি সাউয়ের মৃতদেহ উদ্ধার হয় শনিবার সকালে। স্থানীয় বড়-পলাশি এলাকায় কংসাবতী নদীর বালির চরে দেহটি পোঁতা ছিল।
বৃহস্পতিবার দুপুর থেকেই নিখোঁজ ছিলেন ওই সিপিএম কর্মী। সিপিএম নেতৃত্বের অভিযোগ ছিল, তৃণমূল এবং জনগণের কমিটির লোকজন মিলিত ভাবে রবিকে অপহরণ করেছে। বৃহস্পতিবার দুপুরে বছর পঁচিশের রবির বাড়িতে চড়াও হয় বেশ কয়েকজন। তারা রবিকে বাড়ি থেকে বের করে মারতে শুরু করে। রবির মাথা ফাটে। জখম অবস্থাতেই দু’হাত বেঁধে তাঁকে বাঁদরবনির দিকে নিয়ে যাওয়া হয়। তারপর থেকে রবির আর কোনও খোঁজ পাওয়া যায়নি। সিপিএমের তরফে লালগড় থানায় অপহরণের অভিযোগ দায়ের করা হয়েছিল। ঘটনার প্রতিবাদে শুক্রবার বৈতাচকে কিছু ক্ষণ পথ অবরোধও করেন সিপিএমের লোকজন।
এ দিন সকালে কংসাবতীর বালির চরে একটি জায়গা থেকে কটূ গন্ধ পান স্থানীয় বাসিন্দারা। তাঁরাই পুলিশে খবর দেন। যৌথ বাহিনী এসে তল্লাশি চালিয়ে বালির চরে পোঁতা রবির দেহটি উদ্ধার করে। তৃণমূল অবশ্য এই ঘটনায় তাদের কারও জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। |
|
|
|
|
|