|
|
|
|
টুকরো খবর
|
স্কুলে কর্মী নিয়োগ নিয়ে তুলকালাম কাঁথিতে |
নিজস্ব সংবাদদাতা ² কাঁথি |
সদ্য চালু হওয়া কাঁথির দেশপ্রাণ মহাবিদ্যালয়ে অশিক্ষক কর্মী নিয়োগের মৌখিক পরীক্ষা ঘিরে তুলকালাম বাধল শনিবার। লিখিত পরীক্ষার ফল প্রকাশ না করেই পছন্দসই লোকজনকে চাকরি পাইয়ে দেওয়ার জন্য গোপনে মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছে এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল। ছিলেন চাকুরি প্রার্থীরাও। বিক্ষোভের জেরে কলেজ কর্তৃপক্ষ মৌখিক পরীক্ষা স্থগিত রাখতে বাধ্য হন। কলেজের ৭টি অশিক্ষক কর্মী পদে নিয়োগের জন্য গত ২৬ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষা নেওয়া হয়। এ দিন কয়েকজনকে ইন্টারভিউয়ে ডাকেন কর্তৃপক্ষ। কলেজ অর্গানাইজিং কমিটির সম্পাদক দীপক তামিলি বলেন, “লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নামের তালিকা প্রকাশ না করেই ৪২ জনকে ইন্টারভিউয়ে ডেকেছিলাম। ৩টি পদের জন্য ইন্টারভিউ হয়ে গিয়েছে। যে ৪টি পদের জন্য হয়নি, পরে সেগুলি নেওয়া হবে।” তবে তৃণমূল নেতা মামুদ হোসেনের দাবি, “নতুন কমিটি গড়ে ফের ওই ৭টি পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা নিতে হবে।”
|
দিঘায় মৃত যুবক |
নিজস্ব সংবাদদাতা ² কাঁথি |
ভরা জোয়ারের মধ্যে দিঘায় সমুদ্রস্নানে নেমে মৃত্যু হল এক যুবকের। জখম হয়েছেন দুই মহিলা। শনিবার দুপুরে স্নানে নেমেছিলেন প্রতীক সিংহ (১৯)। জলের তোড়ে প্রতীক ও দুই মহিলা ভেসে যান। পরে নুলিয়ারা তিন জনকে উদ্ধার করে আনে। হাসপাতালে মৃত্যু হয় প্রতীকের। তাঁর বাড়ি হুগলির রিষড়ায়। জখম দুই মহিলার এক জন কলকাতার রমেশচন্দ্র দত্ত স্ট্রিটের বাসিন্দা মনোরমা ঘোষ। অন্য মহিলার পরিচয় জানা যায়নি। |
|
|
|
|
|