|
|
|
|
দিল মহম্মদ কলকাতায় |
ছোট আঙারিয়ায় এ বার ঘাঁটি গেড়ে তদন্ত করবে সিবিআই |
নিজস্ব সংবাদদাতা ² কেশপুর |
ছোট আঙারিয়ায় ঘাঁটি গাড়ছে সিবিআই। এ বার সেই ঘাঁটি থেকেই নতুন করে শুরু হবে ছোট আঙারিয়া মামলার তদন্তের কাজ।
সিবিআই সূত্রে খবর, শনিবার রাতেই সিবিআইয়ের এসপি অপূর্ব বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি দল ছোট আঙারিয়ায় ঢোকার কথা। আপাতত সেখানেই বেশ কিছু দিন ঘাঁটি গেড়ে তাঁরা তদন্ত পরিচালনা করবেন। ইতিমধ্যেই এই মামলার বেশ কিছু সাক্ষীর সঙ্গে কথাও হয়েছে সিবিআইয়ের এই নতুন তদন্তকারী দলের। রাজ্যের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সেই সাক্ষীরা এখন পূর্ণ মাত্রায় সিবিআইকে সাহায্য করার আশ্বাস দিয়েছেন। এর আগে এক বার তদন্ত শেষ করে চার্জশিট দিয়েছে সিবিআই। সেই মামলায় অভিযুক্ত আট জন বেকসুর খালাস হয়ে গিয়েছেন। নতুন করে সাক্ষ্য নিলে বেকসুর খালাস হয়ে যাওয়া আট জনকে আবার এই মামলায় আদালতে টেনে আনা যাবে বলে আশা করছেন সিবিআই অফিসারেরা। জানা গিয়েছে, ছোট আঙারিয়ায় বসেই জিজ্ঞাসাবাদ করা হবে এই মামলার সাক্ষীদের। যাঁরা এর আগে ‘চাপ’-এর মুখে আদালতে দাঁড়িয়ে উল্টো সাক্ষ্য দিয়েছিলেন বলে সিবিআইয়ের অভিযোগ। এঁরা সকলেই ছোট আঙারিয়া এবং তাঁর আশপাশের গ্রামে থাকেন।
শনিবার মেদিনীপুর আদালতে দাঁড়িয়ে সিবিআইয়ের আইনজীবী পার্থ তপস্বী বলেন, “পরিবর্তিত পরিস্থিতিতে এই মামলার সাক্ষীদের নতুন করে জিজ্ঞাসাবাদ করা হবে।” শুধু তাই শেষ নয়। ২০০১ সালের ৪ জানুয়ারি ছোট আঙারিয়ায় বক্তার মণ্ডলের বাড়িতে যে হামলা হয়েছিল, সেই হামলাকারী দলে প্রায় ৫০-৬০ জন ছিল বলে মনে করছে সিবিআই। সে বার তদন্তে নেমে মাত্র ১৪ জনের নাম জানতে পেরেছিল সিবিআই। তাঁদের মধ্যে এক জন, গোলাপ মল্লিক খুন হয়ে যান। বাকি ১৩ জনের নামে চার্জশিট দেয় সিবিআই। সিবিআই অফিসারদের আশা, এ বার অনেক খোলামেলা ভাবে কথা বলতে পারবেন সাক্ষীরা। ফলে, যাঁদের নাম এত দিন জানা যায়নি, তাঁদের অনেকের নামও উঠে আসবে। তাঁদের মধ্যে বড় নেতাদের নাম থাকাও অসম্ভব নয়। ১৫ মে গড়বেতার চাঁদাবিলা থেকে দীর্ঘ দিনের পলাতক দিল মহম্মদ ধরা পড়ার পরেই ছোট আঙারিয়া মামলা নিয়ে নতুন করে নড়ে বসেছে সিবিআই। দিল মহম্মদকে সিবিআই হেফাজতে রাখার আর্জি শনিবার মেদিনীপুর আদালতে মঞ্জুর হয়েছে। এ দিন সন্ধ্যায় কড়া পুলিশি পাহারায় দিলকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। সল্টলেকের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের অফিসে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআইয়ের একটি দল। আগামী ১০ জুন ফের তাকে মেদিনীপুর আদালতে হাজির করা হবে।
দিলকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য শুক্রবারেই আর্জি জানিয়েছিল সিবিআই। শনিবার সিজেএম নরেন্দ্রনাথ দাশগুপ্তের এজলাসে সেই আর্জির শুনানি হয়। দিল মহম্মদের আইনজীবী বিশ্বনাথ ঘোষের বক্তব্য ছিল, মামলাটি ১০ বছরের পুরনো। অভিযুক্ত আট জনই বেকসুর খালাস হয়ে গিয়েছেন। ফলে, এখন দিল মহম্মদকে নিজেদের হেফাজতে চাইতে পারে না সিবিআই। সিবিআই আইনজীবী পার্থ তপস্বী বলেন, “ঘটনার পর থেকেই দিল মহম্মদ পলাতক। তাঁকে জেরা করার কোনও সুযোগই সিবিআই পায়নি। হামলার সময়ে আরও অনেকে যারা ছিল, তাঁদের নাম দিল বলতে পারে। নতুন কোনও তথ্যও উঠে আসতে পারে।” অভিযুক্তকে সিবিআই হেফাজতে রাখার নির্দেশ আসার পরে বিশ্বনাথবাবু জানান, তাঁরা উচ্চ আদালতের দ্বারস্থ হবেন। |
|
|
|
|
|