|
|
|
|
ফ্ল্যাটে মহিলা খুন, সন্দেহ করা হচ্ছে পরিচিতদের |
নিজস্ব সংবাদদাতা |
মুর অ্যাভিনিউয়ে মহিলা খুনের ঘটনায় পরিচিত কারওর হাত রয়েছে বলে সন্দেহ করছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় সেখানকার এক বহুতলে দোতলার ফ্ল্যাটে খুন হন লোপামুদ্রা মিশ্র নামে ওই মহিলা। মাস তিনেক আগে বিধবা হওয়ার পরে লোপাদেবী ওই ফ্ল্যাটটি কেনেন এবং একাই থাকতেন বলে পড়শিরা পুলিশকে জানিয়েছেন।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ওই বহুতলের এক পরিচারিকা লোপাদেবীর ফ্ল্যাটের বাইরে রক্ত দেখে অন্য আবাসিক ও কেয়ারটেকারকে জানান। তাঁরা এসে দেখেন, ফ্ল্যাটের ভিতরে লোপাদেবীর রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানায়, লোপাদেবী সাধারণত সন্ধ্যার পরে ফ্ল্যাটের বাইরে যেতেন না। ঘটনার দিন ‘আই-হোল’ দিয়ে পরিচিত লোক দেখেই তিনি দরজা খুলে দেন বলে পুলিশের অনুমান। মনে করা হচ্ছে, তাঁকে খুন করা হয়েছে সন্ধ্যা সাড়ে ছ’টা থেকে সাতটার মধ্যে। রক্তের দাগ দেখে তদন্তকারী অফিসারেরা অনুমান করছেন, বসার ঘরে খুনের পরে দেহটি টেনে নিয়ে যাওয়া হয় শোয়ার ঘরে। লোপাদেবীর দেহে বেশ কিছু ক্ষতচিহ্নও মিলেছে, যা থেকে সন্দেহ, আততায়ীর সঙ্গে ওই মহিলার ধস্তাধ্বস্তি হয়। তবে, ফ্ল্যাট থেকে কোনও অস্ত্র মেলেনি। তদন্তকারীরা জানান, লোপাদেবীর গলার নলি কাটা ছিল। ময়নাতদন্তের রিপোর্ট বলছে, অতিরিক্ত রক্তক্ষরণেই মৃত্যু হয় তাঁর।
পুলিশ জানিয়েছে, ফ্ল্যাট থেকে কোনও কিছু চুরি হয়েছে কি না জানা যায়নি। লোপাদেবীর ছেলে দিগন্ত মিশ্র দিন পনেরো আগে আমস্টারডাম গিয়েছেন। তিনি ফিরলে চুরির বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। কোনও আত্মীয় বা পরিচিত কারও সঙ্গে লোপাদেবীর শত্রুতা ছিল কি না, পুলিশ তদন্ত করে দেখছে। দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল) মুরলীধর বলেন, “নিহতের ছেলেকে ডেকে পাঠানো হয়েছে। উনি এলে জিজ্ঞাসাবাদ করা হবে।” |
|
|
|
|
|