টুকরো খবর

উচ্চ মাধ্যমিকের ফল জানার পরে মিষ্টি কিনতে গিয়ে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক কিশোরের। পুলিশ জানায়, সুরেশ নস্কর (১৯) নামে ওই ছাত্রের বাড়ি রাজারহাটের কদমপুকুরে। শনিবার সন্ধ্যা ৭টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে নিউ টাউন থানা এলাকার বন্দেরমোড় পুলিশ ক্যাম্পের কাছে। দুর্ঘটনার পরে নিউ টাউন রোড অবরোধ করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। আগুনও ধরিয়ে দেওয়া হয় ট্রাকটিতে। পরিস্থিতি সামলাতে র্যাফ নামানো হয়। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, রাজারহাট শিক্ষানিকেতন স্কুল থেকে এ বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল সুরেশ। সন্ধ্যায় মিষ্টি কিনতে যাওয়ার সময় এয়ারপোর্টগামী একটি মালবোঝাই ট্রাক তাকে পিষে দেয়। ঘটনাস্থলেই মারা যায় সুরেশ। ১ ঘণ্টার অবরোধে আটকে পড়ে এয়ারপোর্টগামী বহু গাড়ি। রাতে সুরেশের বাড়িতে গিয়ে দেখা যায়, কান্নায় ভেঙে পড়েছেন মা সুনীতা। ভিড় করে রয়েছেন প্রতিবেশিরা। ছাত্রের দাদা সুখেন নস্কর জানান, ৩০২ নম্বর পেয়ে পাশ করেছিল ভাই। বাসিন্দাদের অভিযোগ, এই অঞ্চলে বেপরোয়া ভাবেই গাড়ি চলাচল করে। পুলিশকে জানিয়েও কোনও লাভ হয় না।

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ৯ লক্ষ টাকা হাতানোর অভিযোগে আলিপুর থানার পুলিশ শুক্রবার রাতে দুই যুবককে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, শুক্রবার সকালে ওই ব্যাঙ্কের আলিপুর শাখা থেকে টাকা ট্রাঙ্কে ভরার পরে চাবি দিয়ে ট্রাঙ্কের তালা খুলে ওই টাকা সরানো হয়েছিল। যাদের ধরা হয়েছে তারা দু’জনেই ওই ঘটনায় জড়িত। পুলিশ জানায়, ধৃতদের নাম সুরেশ সর্দার এবং বাপি দেব। সুরেশের বাড়ি খড়দহে, বাপি কাঁকিনাড়ার বাসিন্দা। ব্যাঙ্ক কর্তৃপক্ষ যে সংস্থাকে তাঁদের বিভিন্ন এটিএম কাউন্টারে টাকা ভরার দায়িত্ব দিয়েছেন, ধৃতেরা সেই সংস্থার কর্মী। পুলিশ জানায়, ব্যাঙ্ক কর্তৃপক্ষ অভিযোগ করেন, শুক্রবার সন্ধ্যা ৬টা নাগাদ লেক থানা এলাকার একটি এটিএম কাউন্টারে টাকা ভরার সময়ে জানা যায়, ৯ লক্ষ টাকা কম হচ্ছে। আলিপুর থানায় অভিযোগ করেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ। তদন্তে নেমে পুলিশ আলিপুর শাখায় যায়। সেখানকার ক্লোজড সার্কিট টিভির (সিসিটিভি) ‘ফুটেজ’-এ দেখা যায় ট্রাঙ্কে টাকা ভরার সময় বাপি সেখানে দাঁড়িয়ে ছিল। টাকা ভরার পরে অন্য এক যুবক বাপিকে পাশ কাটিয়ে জামার পকেট থেকে চাবি বার করে ট্রাঙ্ক খুলে টাকা সরিয়ে নিচ্ছে। পুলিশের দাবি বাপি জেরায় স্বীকার করে, ট্রাঙ্কের চাবি রাখত সুরেশ। সে অন্য এক যুবককে টাকা বার করার জন্য পাঠিয়েছিল। সেই যুবক বাপিকে বলেছিল, সে (বাপি) চুপ করে থাকলে টাকার ভাগ পাবে। বাপির কাছ থেকেই সুরেশের বাড়ির ঠিকানা মেলে। তাকেও ওই রাতেই গ্রেফতার করে পুলিশ। তবে যে যুবক ট্রাঙ্ক থেকে টাকা বার করেছে, সে ফেরার।

ফ্রান্সে যাওয়ার ভিসা পেতে জাল নথি দাখিল করার অভিযোগে নদিয়ার এক যুবককে গ্রেফতার করেছে আলিপুর থানার পুলিশ। তাঁর নাম বিশ্বজিৎ ঘোষাল। পুলিশ জানায়, মোটা টাকা নিয়ে ওই যুবককে জাল নথি তৈরি করে দিয়েছিলেন অরুন্ধতী হক নামে এক মহিলা। তাঁরও খোঁজ চলছে। পুলিশ জানায়, শুক্রবার রাজা সন্তোষ রোডে ফরাসি দূতাবাসে ভিসা-র জন্য ইন্টারভিউ দিতে গিয়েছিলেন বিশ্বজিৎ। তাঁর পেশ করা নথিগুলি নিয়ে দূতাবাস কর্তৃপক্ষের সন্দেহ হয়। খবর পেয়ে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট বিভাগের অফিসারেরা ওই দূতাবাসে যান। তাঁরা নথি পরীক্ষা করে জানান, সেগুলি তো জাল বটেই, এমনকী যে সংস্থার কর্মী হিসাবে বিশ্বজিৎ ফ্রান্সে যেতে চাইছেন, সেই সংস্থাতেও ওই যুবক কাজ করেন না। পুলিশের দাবি, জেরায় ধৃত যুবক জানান, অরুন্ধতীর অফিস হেয়ার স্ট্রিটে। তিনি দু’লক্ষ টাকার বিনিময়ে ভিসা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবেন বলে জানান বিশ্বজিৎকে। আগাম ২০ হাজার টাকাও ওই মহিলাকে তিনি এ জন্য দিয়েছেন।
Previous Story Calcutta First Page


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.