|
|
|
|
বিচার বিভাগীয় তদন্ত মোস্তাফার রহস্য-মৃত্যু নিয়ে |
নিজস্ব সংবাদদাতা |
মোস্তাফা বিন কাশেমের মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত করবে রাজ্য সরকার। শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মোস্তাফা বিন কাশেম বিধানসভার সদস্য ছিলেন। কিন্তু তিনি এই বিধানসভায় যোগ দিতে পারেননি। তাঁর মৃত্যুর সঙ্গে বিধানসভার সম্মান জড়িত। সরকার সিদ্ধান্ত নিয়েছে, তাঁর মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত হবে।”
একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, ওই বিধায়কের পরিবার যে হেতু তাঁর মৃত্যুর তদন্ত চেয়েছেন, তাই স্বচ্ছতা বজায় রাখতেই তদন্ত কমিশন গঠন করা হচ্ছে। সাধারণত এই ধরণের কমিশনের প্রধানের দায়িত্বে থাকেন কোনও অবসরপ্রাপ্ত বা বর্তমান বিচারপতি। তবে এই দায়িত্বে কাকে আনা হবে, মুখ্যসচিব সমর ঘোষ তা ঠিক করবেন।
অন্য দিকে, বসিরহাট (উত্তর) কেন্দ্রের ওই বিধায়কের ছেলে এবং ভাই এ দিন দুপুরে পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করতে যান। সেখান থেকে বেরিয়ে বিকেল চারটে নাগাদ তাঁরা লালবাজারে যান কলকাতার পুলিশ কমিশনার রঞ্জিৎকুমার পচনন্দার সঙ্গে দেখা করতে। বিধায়কপুত্র মাসুম জানান, তাঁরা পুলিশ কমিশনারকে জানিয়েছেন, বাবার রহস্যজনক মৃত্যুর উপযুক্ত তদন্ত হোক। মাসুম আরও জানান, পার্ক স্ট্রিট থানায় তাঁর মা নুর-এ-জাহাঁ মোস্তাফার লিখিত অভিযোগ তাঁরা এ দিন জমাও দিয়েছেন।
পুলিশ কমিশনার বলেন, “অভিযোগ থানায় জমা পড়েছে। তদন্তও শুরু হয়েছে।” তবে ভারতীয় দণ্ডবিধির কোন ধারায় পুলিশ ওই বিধায়কের রহস্য-মৃত্যুর তদন্ত শুরু করেছে, কমিশনার তা জানাননি। |
|
|
|
|
|