র্যান্টিকে অচল করতেই ঘুঁটি সাজাচ্ছেন মর্গ্যান |
|
রতন চক্রবর্তী, কলকাতা: আধুনিকতম, ঝকঝকে সাজানো ড্রেসিংরুম থেকে সাত সকালে ভেসে আসছে হিন্দি গান, হইচই, আড্ডার শব্দ। মনোবিদরা বলছেন, এটা ট্রেভর জেমস মর্গ্যানের ড্রেসিংরুম স্ট্র্যাটেজি। চাপ-মুক্ত থাকার কৌশল।
ঠিক আধ ঘণ্টা পর সল্টলেকের সেন্ট্রাল পার্কে শুরু হল শ্যাডো বক্সিং। র্যান্টি মার্টিন্সের সঙ্গে বেলো রাজ্জাক, লালকমল ভৌমিকের বিরুদ্ধে শঙ্কর ওঁরাও! প্রয়াগ ইউনাইটেড তো কাল ফুটবল খেলতে নামছে, তা হলে ঘুষি পাকিয়ে একে অন্যকে তেড়ে যাওয়া কেন? |
|
হুমকি ফোনের অভিযোগ ইস্টবেঙ্গলের |
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: ডার্বি কেলেঙ্কারিকে ঘিরে চির প্রতিদ্বন্দ্বী দুই ক্লাবের মধ্যে তিক্ততা আরও বাড়ল।
আজ, রবিবার যুবভারতীতে ইস্টবেঙ্গল-প্রয়াগ ম্যাচে বাইরের লোক ঢুকিয়ে গণ্ডগোল পাকানো হবে বলে আশঙ্কা প্রকাশ করলেন লাল-হলুদ কর্তারা। সরাসরি না হলেও অভিযোগের তিরটা মোহনবাগানের দিকেই। আবার মোহন সচিব অভিযোগ উড়িয়ে একহাত নিলেন ইস্টবেঙ্গল কর্তাদের। |
|
|
ধোনিরা আলোয়, ভারত সেই আঁধারে |
|
রাজীব ঘোষ, নাগপুর: ‘ধোনি...ধোনি...ধোনি’ হাজার পনেরো মানুষের চিৎকারে তখন জামথা স্টেডিয়াম গমগম করছে। কারণ, স্কোরবোর্ডে ধোনির পাশে ৯৯। উল্টো দিকে অ্যান্ডারসন। দৌড় শুরু করলেন ইংরেজ পেসার। অফ স্টাম্পের দিকে গোলার মতো ধেয়ে আসা বলটাকে মিড অফের দিকে ঠেলেই প্রাণপণ দৌড় শুরু করলেন। মিড অফে যে ক্যাপ্টেন কুক, তা দেখেও! ভারতীয় দলনেতা ভুল করলেও ইংরেজ অধিনায়কের কোনও ভুল হল না। সরাসরি ছুড়লেন ধোনির সামনে, স্টাম্পে। |
|
নেটে দেড় ঘণ্টা
ব্যাটিং, টিপস
দিলেন বয়কট |
|
|
টেস্টে ধোনির সেরা ইনিংসটা দেখলাম |
|
|
অর্ডারি পিচে
আক্রান্ত বাংলা
অধিনায়কও |
|
ফুটবলবিশ্বের প্রশ্নে
মেসির রেকর্ড
বাতিল ফিফার |
|
|
টুকরো খবর |
|
|
ভারত সফরের প্রস্তুতি। আফ্রিদির সঙ্গে পাকিস্তানের
ব্যাটিং পরামর্শদাতা ইনজামাম। গদ্দাফি স্টেডিয়ামে। |
|
ভ্রম সংশোধন
শনিবার আনন্দবাজার পত্রিকার ‘ল্যাম্পার্ড নিয়ে নীরবতা’ শীর্ষক প্রতিবেদনে
চেলসির কোচের নাম রবার্তো দি মাত্তিও লেখা হয়েছে। আসলে হবে
রাফা বেনিতেজ। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা দুঃখিত। |
|
|
|