আবাসন মামলায় জামিন গৌতমের
রাজ্য আবাসন পর্ষদের ২১ কোটিরও বেশি টাকা তছরুপের মামলায় অন্য অভিযুক্তেরা আগেই জামিন পেয়েছেন। সোমবার জামিন পেয়ে গেলেন অন্যতম মূল অভিযুক্ত, প্রাক্তন আবাসনমন্ত্রী তথা সিপিএম নেতা গৌতম দেবও।
ব্যাঙ্কশাল কোর্টের চতুর্থ বিশেষ আদালতের সমন পেয়ে প্রাক্তন আবাসনমন্ত্রী এ দিন সেখানে হাজির হন। গৌতমবাবুর আইনজীবী অমিয় চক্রবর্তী ও ইয়াসিন রহমান তাঁদের মক্কেলের জামিনের আবেদন জানান বিচারক চকোরলাল সিংহের কাছে। বিচারক দু’হাজার টাকার বন্ডে গৌতমবাবুর জামিন মঞ্জুর করেন। মামলা চলাকালীন গৌতমবাবুকে যাতে নিয়মিত আদালতে হাজিরা দিতে না-হয়, এ দিন আদালতে তারও আবেদন জানান তাঁর আইনজীবীরা। বিচারক এই মামলার পরবর্তী শুনানির দিন স্থির করেছেন ২৮ জানুয়ারি। সরকারি আইনজীবী তমালকান্তি মুখোপাধ্যায় জানান, এই মামলায় গৌতমবাবু-সহ ১৭ জন অভিযুক্ত।
জামিন পেয়ে ব্যাঙ্কশাল কোর্ট থেকে বেরিয়ে আসছেন গৌতম দেব। সঙ্গী সুজন। ছবি: সুমন বল্লভ।
পুলিশ জানায়, তালতলা থানায় রাজ্য আবাসন পর্ষদের পক্ষ থেকে আর্থিক তছরুপের মামলা দায়ের করা হয়। পরে সিআইডি এই কেলেঙ্কারির তদন্ত করে। সিআইডি-র অভিযোগ, ১৯৯৭ সালে দক্ষিণ শহরতলির মহেশতলা পারুইপাড়া ও শিবরামপুর মৌজায় প্রায় ৪৫ একর জমি বেআইনি ভাবে হস্তান্তর করা হয়। তাতে রাজ্য সরকারের ২১ কোটিরও বেশি ক্ষতি হয়। গত ২৪ সেপ্টেম্বর আদালতে চার্জশিট পেশ করেছে সিআইডি।
এ দিন বেলা ১১টা নাগাদ আদালতে হাজির হন গৌতমবাবু। তাঁর সঙ্গে ছিলেন সিপিএমের দক্ষিণ ২৪ পরগনার জেলা সম্পাদক তথা রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সুজন চক্রবর্তী। জামিন মঞ্জুর হওয়ার পরে এজলাসের বাইরে গৌতমবাবু বলেন, “যা বলার, আমার আইনজীবীরাই বলবেন। আমার অনেক কিছু বলার আছে। সময় হলে সব বলব।” তার পরেই প্রাক্তন মন্ত্রীর মন্তব্য, “আমি কোনও দিন ব্যাঙ্কশাল আদালতে আসিনি। এই প্রথম দেখলাম।” গৌতমবাবুকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে এ দিন অভিযোগ করেন সুজনবাবু।

পুরনো খবর:



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.