রাজনৈতিক, অরাজনৈতিক বিভিন্ন মহল থেকে তাঁর পদত্যাগের দাবি ইতিমধ্যেই উঠেছে। এ বার যৌন হেনস্থায় অভিযুক্ত সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়কে রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের পদ থেকে অপসারণের দাবিতে সোমবার কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা রুজু করা হল। রমাপ্রসাদ সরকার নামে এক আইনজীবী এই জনস্বার্থ মামলাটি করেছেন। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এক মহিলা ইনটার্নকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। এই ব্যাপারে তদন্ত করে সুপ্রিম কোর্ট গত বৃহস্পতিবার জানায়, ওই ইনটার্নের সঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় অবাঞ্ছিত ব্যবহার করেন।
রমাপ্রসাদবাবুর বক্তব্য, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তাতে এর পরেও তিনি মানবাধিকার কমিশনের চেয়ারম্যান থাকলে ওই কমিশনের উপর মানুষের আস্থা কমে যাবে। ওই আইনজীবী জানান, কমিশনের নতুন চেয়ারম্যান নিয়োগ করার জন্য যথাযথ ব্যবস্থা নিতে রাজ্যকে নির্দেশ দিক আদালত।
মামলার আবেদনে বলা হয়েছে, ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ যৌন হেনস্থার অভিযোগে আংশিক সত্যতা পেয়েছে। মানবাধিকার আইন অনুযায়ী এমন ব্যক্তিকে কমিশনের চেয়ারম্যান পদে রাখা যায় না, বিশেষত তাঁর হাতেই যখন মানবাধিকার রক্ষার দায়িত্ব আছে। বৃহস্পতিবার শুনানি হতে পারে। এই মামলা নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় মন্তব্য করতে চাননি। তাঁর অপসারণ চেয়ে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে আগেই চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই পরিস্থিতিতে ছুটি শেষে কাজে যোগ দেওয়া কথা থাকলেও সোমবার বিচারপতি গঙ্গোপাধ্যায় ভবানী ভবনে কমিশনের কার্যালয়ে যাননি।
আজ, মঙ্গলবার মানবাধিকার দিবসে কমিশনের উদ্যোগে হাইকোর্টের সার্ধশতবার্ষিকী ভবনের অনুষ্ঠানেও বিচারপতি গঙ্গোপাধ্যায়ের যোগ দেওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
|