টুকরো খবর
আন্দোলন চলবে বাসমালিকদের
ভাড়া না বাড়ানো হলে ব্যস্ত সময় ছাড়া রাস্তায় আর বাস নামবে না, পরিবহণমন্ত্রী মদন মিত্রের সঙ্গে দেখা করে এ কথা জানিয়ে দিয়েছে বেসরকারি বাসমালিকদের দু’টি সংগঠন। ‘বেঙ্গল বাস সিন্ডিকেট’-এর নেতা দীপক সরকার এবং ‘জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট্স’-এর নেতা সাধন দাস ও তপন বন্দ্যোপাধ্যায় এ দিন পরিবহণমন্ত্রীর সঙ্গে দেখা করে ভাড়াবৃদ্ধির দাবি জানান। মন্ত্রী অবশ্য জানিয়ে দিয়েছেন, তাঁদের দাবি পরিবহণ সংক্রান্ত মন্ত্রিগোষ্ঠীর সামনে রাখবেন তিনি। এখনই সরকারের ভাড়া বাড়ানোর কোনও চিন্তা নেই। মন্ত্রীর সঙ্গে আলোচনার পরে বাসমালিকেরা জানান, তাঁরা মন্ত্রিগোষ্ঠীর সঙ্গে আলোচনার জন্য অপেক্ষা করবেন। এখনই আন্দোলনের পথ থেকে সরছেন না। আগামী ১৮ ডিসেম্বর বাসমালিকেরা ভাড়া বৃদ্ধির দাবিতে মেট্রো চ্যানেলে অবস্থান বিক্ষোভের কর্মসূচি নিয়েছেন। বাসমালিক সংগঠনগুলি সূত্রের খবর, পুলিশি অনুমতি না মেলায় ওই কর্মসূচি ২৩ ডিসেম্বর করা হতে পারে।

পুরনো খবর:
পিছোল হাওড়া পুরবোর্ডের শপথ গ্রহণ অনুষ্ঠান
ছবি: দীপঙ্কর মজুমদার।
নেলসন ম্যাণ্ডেলার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক চলায় পিছিয়ে দেওয়া হল হাওড়ার নতুন পুরবোর্ডের শপথ গ্রহণ অনুষ্ঠান। আজ, মঙ্গলবার শরৎ সদনে ওই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। সোমবার জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, তা হবে কাল, বুধবার। সেই উপলক্ষে সোমবার সেজে উঠছে নতুন মেয়রের ঘর। অন্য দিকে, এ দিনই গার্ডেনরিচে দক্ষিণ-পূর্ব রেলের সদর দফতরে রেলকর্তাদের সঙ্গে এক বৈঠকে রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী জানান, রেল স্টেশন ও রেল ভবন তৈরির ক্ষেত্রে স্থানীয় ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে গুরুত্ব দিতে হবে।

সিদ্দিকুল্লা চান
কেন্দ্রের সাম্প্রদায়িক সংঘর্ষ প্রতিরোধ বিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সমর্থন চাইলেন জমিয়তে উলামায়ে হিন্দ নেতা সিদ্দিকুল্লা চৌধুরী। মমতা ওই বিলের বিরোধিতা করেছেন। সোমবার সিদ্দিকুল্লা বলেন, “কংগ্রেসের সঙ্গে জেদাজেদি করার জন্য তৃণমূল নেত্রী ওই রকম একটা জরুরি বিলের বিরোধিতা করে বসলেন। এতে তো বিজেপি-র সঙ্গে তাঁর সুর মিলে গেল!”

কলেজে নিয়োগ
রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলিতে ১৩ হাজার ১৯৬ শিক্ষক-পদের মধ্যে ২৮৯৩টি ফাঁকা। সোমবার বিধানসভায় এ কথা জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এসইউসি বিধায়ক তরুণকান্তি নস্করের প্রশ্নের উত্তরে তিনি জানান, কলেজ সার্ভিস কমিশন মারফত সাহায্যপ্রাপ্ত কলেজের জন্য শিক্ষক বাছাইয়ের কাজ চলছে। শীঘ্রই চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে।

হলফনামা তলব
শব্দদূষণের বিরুদ্ধে প্রতিবাদ করায় রাজ্যে যে সব খুনের ঘটনা ঘটেছে, সেই সব খুনের মামলার নিষ্পত্তি এখনও হয়নি কেন, তা নিয়ে রাজ্য সরকারকে চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে বলল কলকাতা হাইকোর্ট। ‘পরিবেশ অ্যাকাডেমি’ ও ‘সবুজ মঞ্চ’ এই নিয়ে একটি জনস্বার্থ মামলা করেছিল।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.