ভারতীয় ব্যাটসম্যানদের অবস্থা দেখে নিজেরই বিধ্বস্ত লাগছে। কিংসমিডে মনে হচ্ছিল, শুরু থেকেই ওরা ঠিক করে নেমেছে, দক্ষিণ আফ্রিকা পেসারদের পাল্টা দিতে হবে। কপাল খারাপ, সেই মনোভাবটাও কাজ করল না। একটু দেখেশুনে তার পর ওই রাস্তায় যাওয়াটা কি ভাল হত না?
সোজাসুজি বলছি, ভারতীয়রা চাইছিল কিংসমিডে দক্ষিণ আফ্রিকা পেসারদের শেষ করতে। কিন্তু যে পদ্ধতিটা এত দিন মেনেছ, রাতারাতি সেটা ছুড়ে ফেলার দরকার ছিল না। বরং আমরা যা, সেটা থাকাই ভাল। অন্যের মতো হওয়ার চেষ্টা না করে।
আমার এই ব্যাপারটা নিয়ে সমস্যা আছে। প্রতিপক্ষ, পরিবেশকে আরও বেশি মর্যাদা দেওয়া উচিত ছিল। কিংসমিড কানপুর নয়। আর আন্তর্জাতিক ক্রিকেটে ডেল স্টেইন, মর্নি মর্কেলদের কোনও তুলনা হয় না। স্টেইনের আছে মারাত্মক পেস। মর্কেলের ভয়াবহ বাউন্স। সোতসোবে আর ফিলান্ডার সিম এবং সুইং দু’টোই করায়। এগুলো সামলাতে হলে বেশ কিছু অস্ত্র থাকা প্রয়োজন। মনে রাখতে হবে, ছুরি আর হাতুড়ির প্রয়োগটা সব সময় আলাদা হয়। আপনি যেমন হাতুড়ি দিয়ে আপেল কাটতে পারবেন না, তেমনই ছুরি দিয়ে দেওয়ালে পেরেক গাঁথাও অসম্ভব। যে ভাল কারিগর হবে, তার কাছে সব সময় নানা রকম যন্ত্রপাতি থাকবে।
দক্ষিণ আফ্রিকাকে দেখলাম, ভারতীয়দের এই ক্রুদ্ধ মনোভাবের ফায়দাটা খুব ভাল ভাবে তুলল। গত দু’টো ম্যাচেই দেখলাম, স্টেইন অফ স্টাম্পের ঠিক বাইরে বল করে যাচ্ছে। ও জানে, এ ভাবে বল পিচ করে অফস্টাম্পের ঠিক পাশ দিয়ে বেরিয়ে যাওয়ার ব্যাপারটা ভারতীয়দের পছন্দ নয়। মর্কেল আবার নাগাড়ে উত্যক্ত করে চলেছে পরের পর শর্ট করে। ধবন যে বলটায় ওর উইকেট দিয়ে এল, সেটা অন্য দিন বাউন্ডারিতে যাবে। ও এমন এক জন প্লেয়ার যে দক্ষিণ আফ্রিকা বোলিংকে ধ্বংস করে ছাড়তে পারে। কোহলি আবার থার্ডম্যানে ঠেলতে গিয়ে আউট হল। রোহিতের কপাল খারাপ, পুল করতে গিয়ে আমলার হাতে তুলে দিল। ভারত চাইছিল, প্রত্যেক বলে একটা করে রান নিয়ে রাখতে। এটা ঠিক যে, এই ম্যাচটা ভারতের জেতা উচিত ছিল। কিন্তু কখনও কখনও দুর্দান্ত ব্যাটিংয়েও খারাপ বোলিংটা সামাল দেওয়া যায় না।
তবে বোলারদের কিছুটা বাহবা দিতে চাই, দক্ষিণ আফ্রিকার তাণ্ডব আটকে দেওয়ায়। কিন্তু এগুলো সবই সামান্য স্বস্তির। ঘটনা হচ্ছে, বোলিং বিভাগে ভারত যে পরিবর্তনটা করেছিল, সেটা কাজ করেনি। মনে হয় জো’বার্গের পেস-সহায়ক উইকেটে ওরা সিমকে বেছেছিল। আবার কিংসমিডের সিম-সহায়ক উইকেটে পেসকে। যা দেখছি, তাতে ভারতকে জিততে হলে প্রথমে ব্যাট করতে হবে। তাতেই জেতার সেরা সুযোগটা তৈরি হবে। |