গোপন তদন্ত জানাজানি হল কী করে, প্রশ্ন কেয়ার্নসের
সংবাদ সংস্থা • ওয়েলিংটন |
গড়াপেটা কেলেঙ্কারিতে নাম জড়িয়ে যাওয়ায় তাঁর মানসিক আর পারিবারিক জীবন বিপর্যস্ত। এমনটাই বলছেন অন্যতম অভিযুক্ত ক্রিস কেয়ার্নস। “আমি পুরো ব্যাপারটা নিয়ে ১০০ ভাগ অন্ধকারে। আমার মা, বাবা, আমার পরিবারের উপর ঘটনাটার প্রচণ্ড প্রভাব পড়েছে,” বলে প্রাক্তন নিউজিল্যান্ড ক্রিকেটার পাল্টা প্রশ্ন তুলেছেন, “যদি এটা আইসিসির গোপন অভিযান হয়, তা হলে আমার সঙ্গে যোগাযোগ করার আগেই ব্যাপারটা জানাজানি হল কী করে?” আইনি লড়াইয়ের জন্যও তৈরি প্রাক্তন কিউয়ি অলরাউন্ডার। ২০ মাস আগে লন্ডন হাইকোর্টে মামলায় ললিত মোদী একই রকম অভিযোগ তোলার পর তাঁকে ৯০ হাজার পাউন্ড ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়েছিলেন প্রাক্তন আইপিএল কমিশনার। তিন অভিযুক্ত কেয়ার্নস, ড্যারেল টাফি আর লু ভিনসেন্টের শেষ একসঙ্গে খেলা টুর্নামেন্ট ২০০৮ আইসিএল তদন্তকারীদের সন্দেহের তালিকায় থাকতে পারে। তবে আইসিএল যেহেতু ‘স্বীকৃত’ টুর্নামেন্ট ছিল না তাই আইসিসি-র এক্তিয়ারে পড়ে না। তাই সেই সময়ের স্বীকৃত এক বা একাধিক ম্যাচও সন্দেহে থাকতে পারে। শুধু কেয়ার্নস বা তাঁর পরিবারই নয়, এই ঘটনার প্রভাব পড়েছে নিউজিল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টেও। ব্ল্যাক ক্যাপ অধিনায়ক টিম সাউদি বলেন, “ব্যাপারটা নিয়ে চার দিকে কথা হচ্ছে। আমাদের তাতে কিছুই করার নেই। কিন্তু মাঠে নামলে ম্যাচটার উপর ফোকাস করতে হবে। তাই এ সব শুনে হতাশ হওয়াটাই স্বাভাবিক।”
পুরনো খবর: নাম জড়াল কেয়ার্নস, ভিনসেন্টের
|
চমক বিজ্ঞেশের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কলকাতায় আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার ওপেন দাবা টুর্নামেন্টে প্রথম রাউন্ডেই অঘটন। তৃতীয় বাছাই জর্জিয়ার লেভান পান্টসুলাইয়াকে হারায় ১৫ বছর বয়সি এনআর বিজ্ঞেশ। সাদা ঘুঁটি নিয়ে ৫৬ চালে লেভানকে হার মানতে বিজ্ঞেশ বাধ্য করে। অঘটনের দিন টুর্নামেন্টের শীর্ষ বাছাই সূর্যশেখর গঙ্গোপাধ্যায়কেও ড্র করে হাফ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হল অবাছাই আর এ প্রদীপ কুমারের বিরুদ্ধে। এ ছাড়া, দ্বিতীয় বাছাই রাশিয়ার ইভান পপভ হারান তামিলনাড়ুর এনআর বিশাখকে। গ্র্যান্ডমাস্টার প্রবীণ থিপসে হারেন অন্ধ্রপ্রদেশের ১৬ বছর বয়সি জি লাসিয়ার কাছে। প্রাক্তন রাজ্যসেরা কুণাল চট্টোপাধ্যায় ড্র করেন আজারবাইজানের আজের মিরজোয়েভের বিরুদ্ধে।
পুরনো খবর: আজ শুরু ইন্টারন্যাশনাল গ্র্যান্ডমাস্টার্স ওপেন
|
এ এন ঘোষ ট্রফির প্রথম দিন সেঞ্চুরি পেলেন কালীঘাটের সায়নশেখর মণ্ডল (১৩৯) এবং ভবানীপুরের ঋত্বিক চট্টোপাধ্যায় (১০১)। দু’দিনের ম্যাচে কালীঘাট প্রথম দিন টাউনের বিরুদ্ধে ৩৬৭ অল আউট। স্পোর্টিং ইউনিয়নের বিরুদ্ধে ভবানীপুর তুলল ৩১৫-৮। পুলিস এসি-র বিরুদ্ধে ইস্টবেঙ্গল ২৯৭-৭ করেছে। মোহনবাগানের বিরুদ্ধে রাজস্থান ২৮৪ রানে অল আউট। এ দিকে, এ দিন শহরের ২৭টি স্কুলের প্রতিনিধিদের ডেকে সিএবি জানিয়ে দিল এ বার থেকে স্কুল ক্রিকেটে কেউ বয়স ভাঁড়ালে তার পূর্ণ দায় সেই স্কুলেরই। কড়া শাস্তিও পেতে হবে তাদের।
|
যুব বিশ্বকাপ হকিতে ভারতের হার |
ঘরের মাঠে হার দিয়ে জুনিয়র বিশ্বকাপ হকি শুরু করল ভারত। তবে শক্তিশালী নেদারল্যান্ডসের বিরুদ্ধে লড়ে হারল ভারতের যুব দল। ২-১ গোলে। শেষ মুহূর্তেও ডাচ গোলের সামনে ফ্রি-হিট থেকে সমতায় ফেরার সূবর্ণ সুযোগ পেয়েছিল ভারত। অন্য একটি ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন জার্মানিকে ৩-১ গোলে হারিয়ে অঘটন ঘটায় বেলজিয়াম। ভারতের গ্রুপে কানাডাকে ৭-৪ গোলে হারিয়েছে কোরিয়া। ভারতের পরের ম্যাচ দুর্বল কানাডার সঙ্গে।
পুরনো খবর: নেদারল্যান্ডসের বিরুদ্ধে আক্রমণই অস্ত্র ভারতের
|
ওয়াংখেড়েতে সৌরভ তিওয়ারি করলেন প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর সর্বোচ্চ রান। মুম্বইয়ের বিরুদ্ধে রঞ্জি ম্যাচের প্রথম দিন ঝাড়খণ্ড আট উইকেটে ২৬২। তার মধ্যে সৌরভ একাই ১৭৫ নট আউট। মেরেছেন ১৫টা বাউন্ডারি আর আটটা ওভার বাউন্ডারি। বাঁ-হাতি সৌরভের পরে ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর ২৮।
|
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ডারেন ব্র্যাভোর ডাবল সেঞ্চুরির সুবাদে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে ৪৪৩-৬। চতুর্থ দিনের শেষে তারা হাতে চার উইকেট নিয়ে মাত্র ৪৭ রানে এগোলেও ক্রিজে এখনও রয়েছেন ব্র্যাভো (২১০ ব্যাটিং)। নিউজিল্যান্ডের ৬০৯-৯ ডিক্লেয়ারের জবাবে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ২১৩ রানে অল আউট হয়ে ডানেডিনে ফলো অন করছে।
|
ভারত অধিনায়ক সুনীল ছেত্রীর জোড়া গোল আর শন রুনির এক গোলে বেঙ্গালুরু এফসি আই লিগে ৩-১ হারাল সুভাষ ভৌমিকের চার্চিল ব্রাদার্সকে। ফলে বেঙ্গালুরু লিগ টেবলে শীর্ষে থাকল। গতবারের চ্যাম্পিয়ন চার্চিল সবার শেষে। শিলং লাজংও জিতল। হারাল সালগাওকরকে।
|
কমনওয়েলথ কুস্তিতে দুর্দান্ত সাফল্য ভারতীয় দলের। সাতটি ক্যাটেগরির সব ক’টিতেই পদক এসেছে। জোহানেসবার্গে এখনও পর্যন্ত ১৪টি পদক জিতেছে ভারতীয় পালোয়ানরা। এর মধ্যে সাতটি সোনা, চারটি রুপো তিনটি ব্রোঞ্জ। দলগত খেতাবও ভারতের। |