|
|
|
|
আজ থেকে জুনিয়র হকির বিশ্বকাপ |
নেদারল্যান্ডসের বিরুদ্ধে আক্রমণই অস্ত্র ভারতের
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি
৫ ডিসেম্বর |
শক্তিশালী নেদারল্যান্ডসের বিরুদ্ধে শুক্রবার ভারত তাদের গ্রুপের প্রথম ম্যাচে খেলতে নামছে জুনিয়র বিশ্বকাপ হকিতে।
ভারতীয় দলের অধিনায়ক মনপ্রীত সিংহ এবং দলের কোচ বলজিৎ সিংহ সাইনি, দু’জনেই চান প্রথম ম্যাচ জিতে বিশ্বকাপের শুরুটা ভাল ভাবে করতে। মনপ্রীত বলেন “নেদারল্যান্ডস আক্রমণাত্মক হকি খেলে। সুতরাং আমরাও পাল্লা দিয়ে আক্রমণাত্মক খেলতে চাই ওদের বিরুদ্ধে।” |
|
কাপ হাতে ভারত-জার্মানির দুই অধিনায়ক। ছবি: পিটিআই। |
ভারতে এই প্রথম বসছে জুনিয়র বিশ্বকাপের আসর। সেই সুযোগটা পুরোপুরি কাজে লাগাতে চান মনপ্রীত থেকে দলের বাকি সব প্লেয়ার। অনেক দিন পরে ভারতে আবার কিছুটা হলেও হকির পরিবেশ ফিরে এসেছে। তা সে হকি ইন্ডিয়া লিগের দৌলতেই হোক বা জুনিয়র হকি দলের সাফল্যের জন্যই হোক। আগে যেমন সিনিয়র দলের ৩০-৪০ জনের বাইরে প্লেয়ার খুঁজে পাওয়া যেত না, এখন শুধু সিনিয়র দলেই নয়, অনূর্ধ্ব-১৪, ১৬,১৯ ও ২১ সব রকম স্তরেই কমসে কম ৩০-৪০ জনের দল রয়েছে হকি ইন্ডিয়ার কাছে। শুরু হয়েছে জাতীয় হকির টুর্নামেন্টগুলোও। আগে জুনিয়র দলের কোচই পাওয়া যেত না। এখন শুধু বিদেশি ও স্বদেশি কোচই নয়, জুনিয়র দলেরই সাপোর্টস্টাফ রয়েছে পুরো নয় জন। সিনিয়র দলে তো আরও বেশি। জুনিয়র হকি দলের স্বদেশি কোচ বলজিৎ যেমন বলছিলেন, “আমরা যে সঠিক পথেই এগোচ্ছি তার বড় প্রমাণ পাওয়া গিয়েছে জুনিয়র দল বাছার সময়ই। আমাদের হাতে দক্ষ প্লেয়ারের কোনও অভাব ছিল না। জাতীয় শিবিরে মোট ৩৫ জনের মধ্যে থেকে বিশ্বকাপের জন্য ১৮ জনের দল গড়তে আমরা হিমশিম খেয়ে গিয়েছি। এদের মধ্যে ন’ জন তো আবার আমাদের সিনিয়র দলেও খেলে। সব মিলিয়ে আমরা যে ঠিক দিকেই এগোচ্ছি, তাতে কোনও সন্দেহ নেই।”
আর শুক্রবারের প্রথম লিগ ম্যাচ নিয়ে মনপ্রীত সিংহ বলেন “আমি আমার গুরু সর্দারা সিংহের কাছ থেকে দুটো জিনিস শিখেছি। এক, রিভার্স-ফ্লিক। দুই স্ল্যাপ-সট। আধুনিক হকিতে এই দুটো শট যে কোনও প্লেয়ারের তূণে বড় অস্ত্র। আশা করছি এই টুর্নামেন্টে বিপক্ষকে বধ করতে এই অস্ত্রগুলো খুব কাজে আসবে।” ভারত অধিনায়ক আরও বলছিলেন, “আমরা গ্রুপের তিনটে ম্যাচ জিতে শীর্ষে শেষ করতে চাই। তাই শুক্রবারের ম্যাচটা জেতা আমাদের কাছে বেশি জরুরি। কোয়ার্টার ফাইনাল থেকে আমাদের ধরে ধরে এগোতে হবে। তবে আমাদের লক্ষ্য থাকবে প্রথমে সেমিফাইনালে ওঠা। তারপর যা হবার হবে।” এই টুর্নামেন্টে ফেভারিট হিসাবে নামছে গত বারের চ্যাম্পিয়ন জার্মানি। যারা এই টুর্নামেন্ট জিতেছে পাঁচ বার। তা ছাড়াও থাকছে অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, স্পেনের মতো হেভিওয়েট টিম। সব মিলিয়ে ভারতের কাজটা কিন্তু সহজ হবে না। |
|
|
|
|
|