|
|
|
|
গড়াপেটা নাটক |
নাম জড়াল কেয়ার্নস, ভিনসেন্টের
নিজস্ব প্রতিবেদন
৫ ডিসেম্বর |
গড়াপেটায় এ বার নিউজিল্যান্ডের তিন প্রাক্তন ক্রিকেটারের নাম জড়িয়ে পড়ল। এঁদের তিনজনের গড়াপেটায় জড়িত থাকা নিয়ে গত চার মাস ধরে তদন্ত করছে আইসিসি-র দুর্নীতি দমন বিভাগ। নিউজিল্যান্ডের ‘হেরাল্ড’ সংবাদপত্রে ক্রিস কেয়ার্নস, লু ভিনসেন্ট এবং ডারেল টাফির নাম প্রকাশিত হলেও আইসিসি বা ক্রিকেট নিউজিল্যান্ড সরকারি ভাবে তা স্বীকার করতে রাজি নয়।
লু ভিনসেন্ট অবশ্য নিজেই জানিয়ে দেন, তাঁকে জিজ্ঞাসাবাদ করেছেন আইসিসি-র তদন্তকারী কর্তারা। তবে ক্রিস কেয়ার্নস আবার বলেছেন, তাঁর সঙ্গে আইসিসি-র কোনও কর্তা যোগাযোগ করেননি। তবে তাঁর নাম ম্যাচ গড়াপেটায় জড়িয়ে পড়ায় স্কাই স্পোর্টসের কমেন্ট্রি টিম থেকে কেয়ার্নসকে বাদ পড়তে হয়েছে। নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে চলতি টেস্ট সিরিজে ধারাভাষ্য দিচ্ছিলেন কেয়ার্নস। কিন্তু টেস্টের মাঝপথেই তাঁকে সরিয়ে দেওয়া হল। প্রেস বিজ্ঞপ্তি দিয়ে কেয়ার্নস মন্তব্য করেন, “এই ব্যাপারে আমার সঙ্গে কেউ কোনও রকম যোগাযোগ করেনি। আমার কাছে এই ব্যাপারে কোনও খবরও নেই। সংবাদমাধ্যমে আমার নামে যা লেখা হয়েছে, তাতে আমি স্তম্ভিত। ২০ মাস আগে ইংল্যান্ডের আদালত রায় দিয়ে দিয়েছে, আমি কোনও অপরাধ করিনি। আমিও আপনাদের মতো জবাব খুঁজছি।”
২০১০-এর জানুয়ারিতে ললিত মোদী টুইট করেছিলেন, ম্যাচ গড়াপেটায় জড়িত থাকার সন্দেহে ক্রিস কেয়ার্নসকে আইপিএল নিলামে অংশ নিতে দেওয়া হয়নি। মোদীর এই অভিযোগের বিরুদ্ধে মামলা করেন প্রাক্তন নিউজিল্যান্ড তারকা। সেই মামলায় কেয়ার্নসের পক্ষেই রায় দেয় আদালত। কয়েকজন কিউয়ি ক্রিকেটার যে সন্দেহের তালিকায় রয়েছেন এবং তাঁদের নিয়ে যে তদন্ত হচ্ছে, তা অবশ্য স্বীকার করে নিয়েছে আইসিসি। তবে কোন ম্যাচগুলিতে তাঁরা গড়াপেটায় জড়িত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে, তা জানানো হয়নি। আইসিসি-র প্রেস বিজ্ঞপ্তিতে শুধু বলা হয়েছে, “কয়েকটি ঐতিহাসিক ম্যাচে কয়েক জন ক্রিকেটার গড়াপেটায় জড়িত থাকতে পারে। তবে যে হেতু কেউ দোষী সাব্যস্ত হয়নি, তাই এই বিষয়ে কারও নাম প্রকাশ সম্ভব নয়।” হেরাল্ড সংবাদপত্র অবশ্য লিখেছে, “অভিযুক্তরা বিভিন্ন দেশে গড়াপেটায় যুক্ত ছিলেন বলে মনে করা হচ্ছে। সত্যিই যদি তা হয়, তা হলে নিউজিল্যান্ডের ক্রিকেটে এটাই হবে সবচেয়ে বড় কেলেঙ্কারি।” ক্রিকেট নিউজিল্যান্ডের বক্তব্য, তাদের দেশে হওয়া কোনও ম্যাচ সন্দেহের তালিকায় নেই। |
|
|
|
|
|