বাংলার রেফারিদের প্রশিক্ষণ দিতে এলেন কিথ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
চেলসি ব্ল্যাকবার্ন ম্যাচে চতুর্থ রেফারি হয়েও দিদিয়ের দ্রোগবাকে লালকার্ড দেখিয়ে বিতর্কে জড়িয়েছিলেন। এফ এ কাপের ফাইনালে ম্যাচ শুরুর কুড়ি সেকেন্ডের মধ্যে লাল কার্ড দেখিয়েছিলেন এক ফুটবলারকে। ২০১০-এর লন্ডন প্যারা অলিম্পিকের ফাইনালে বাঁশি মুখে নেমেছিলেন। বিখ্যাত সেই রেফারি কিথ স্টারউড এখন কলকাতায়। বাংলার রেফারিদের প্রশিক্ষণ দিতে। আগরপাড়া এবং বেলঘরিয়ায় ১৭ থেকে ৩০ বছর বয়সি তিরিশ জন রেফারিকে নিয়ে তিন দিনের আবাসিক শিবিরের আয়োজন করেছে সি আর এ। যা শুরু হবে আজ বৃহস্পতিবার থেকে। এদের মধ্যে ছয় জন মেয়ে রেফারি। কিথ বললেন, “রেফারিদের কাছে সব চেয়ে চিন্তার জায়গা আঠারো গজের বক্স। সেই রেফারিই সফল হন যার ব্যক্তিত্ব আছে। এবং ফিট।” জানালেন তাঁর আইডল রেফারিইতালির পিরলুইজি কলিনা।
|
রাঙ্গদাজিদ ম্যাচেও মোগা নেই ইস্টবেঙ্গলে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
এ যেন গোদের ওপর বিষফোঁড়া! একে চোট-আঘাত। তার ওপর রাঙ্গদাজিদ ম্যাচে জেমস মোগাকে পাচ্ছে না ইস্টবেঙ্গল। বদলে বৃহস্পতিবার শিলং যাচ্ছেন বলজিৎ। যদিও মোগার ব্যাপারে কর্তারা এখনও পর্যন্ত কোনও মন্তব্য করতে নারাজ। তাঁরা তাকিয়ে কোচের রিপোর্টের ওপর। মঙ্গলবার রাতে পুণে থেকে ফিরেই এ দিন সকালে অনুশীলন ডেকেছিলেন সহকারী কোচ রঞ্জন চৌধুরী। প্রতিপক্ষ সন্তোষ কাশ্যপের দল আইএমজি-আর ফেরত ছয় ফুটবলার সই করিয়ে শক্তি বাড়িয়েছে দলের। কলকাতায় এসে মোহনবাগানকে হারিয়েও গিয়েছে তাঁরা। তাদের মুখোমুখি হওয়ার আগে লাল-হলুদ শিবির প্রায় ‘মিনি হাসপাতাল’-এ পরিণত। চোটের তালিকায় রয়েছেন ওপারা, খাবরা, সুয়োকা-সহ ছয় ফুটবলার। চোটের জন্য নেই মেহতাবও। এর সঙ্গে যোগ হবে পাহাড়ের ঠাণ্ডা এবং রাঙ্গদাজিদের জন্য স্থানীয় সমর্থকদের হল্লা। অনুশীলনে আসলেও এ দিন জিমে গা ঘামিয়েই সুযোকা তাঁবু ছাড়েন। মাঠে নামেননি ওপারা-খাবরাও। তাঁবু থেকেই এমআর আই করাতে যান দু’জনে। তবে শিলংগামী দলে রাখা হয়েছে রক্ষণ এবং মাঝমাঠের দুই গুরুত্বপূর্ণ ফুটবলারকেই। ওপারার বলেন, “প্রাক মরসুম অনুশীলন ভাল না হওয়ায় পেশি শক্ত হয়ে গিয়েছে।”
|
আজ শুরু ইন্টারন্যাশনাল গ্র্যান্ডমাস্টার্স ওপেন
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বৃহস্পতিবার থেকে শহরে শুরু হচ্ছে দাবার আন্তর্জাতিক প্রতিযোগিতা ইন্টারন্যাশনাল গ্র্যান্ডমাস্টার্স ওপেন চেস টুর্নামেন্ট। আয়োজক দিব্যেন্দু বড়ুয়া দাবা অ্যাকাডেমি এবং অলস্পোর্ট ফাউন্ডেশন। আজ সন্ধেয় যার সূচনা হবে ক্রীড়ামন্ত্রী মদন মিত্র এবং ফুটবলার হোসে রামিরেজ ব্যারেটোর হাত ধরে। টাউন হলে দশ রাউন্ডের এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন চোদ্দোটি দেশের চব্বিশ জন গ্র্যান্ডমাস্টার-সহ একশো জন। জাতীয় চ্যাম্পিয়ন মেরি অ্যান গোমস-সহ দুই মহিলা গ্র্যান্ড মাস্টারকেও খেলতে দেখা যাবে। টুর্নামেন্টের শীর্ষ বাছাই সূর্যশেখর গঙ্গোপাধ্যায় বলেন, “দীর্ঘদিন পর নিজের শহরে খেলছি। জানুয়ারিতে জিব্রাল্টার ওপেনে নামার আগে এই টুর্নামেন্ট প্রস্তুতিতে কাজে লাগবে।” টুর্নামেন্টের ফাইনাল ১৪ জানুয়ারি। উপস্থিত থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
|
জিতল মহমেডান
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কলকাতা প্রিমিয়ার লিগে রেলওয়ে এফসিকে বৃহস্পতিবার ২-০ হারাল মহমেডান। গোল করলেন খানতাং পাইতে এবং ব্রাজিলীয় জোসিমার। এ দিন বারাসত স্টেডিয়ামে প্রথমার্ধে বাইশ মিনিটের মধ্যেই দু’গোলে এগিয়ে যায় মহমেডান। ম্যাচ সেরা অ্যান্টনি সোরেন। এ দিন পেন, টোলগে, ইসফাক, নবিদের বিশ্রাম দিয়েছিলেন মেহমেডান কোচ আবদুল আজিজ। জয়ের পর তিনি বলেন, “ঘরোয়া লিগে সবাইকে খেলিয়ে দেখে নিচ্ছি। এতে আই লিগের ম্যাচে দল নির্বাচনে সুবিধা হবে।” এই জয়ে লিগে পেনরা রয়েছে তৃতীয় স্থানে।
|
স্বপ্নার সোনা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বেঙ্গালুরুতে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে হাইজাম্পে জাতীয় রেকর্ড গড়লেন জলপাইগুড়ির মেয়ে স্বপ্না বর্মন। তিনি লাফালেন ১.৭১ মিটার। এর আগে রেকর্ড ছিল ২০০৪-এ। |