বর্ধমান বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ অ্যাথলেটিক্সে ছেলে ও মেয়েদের বিভাগে খেতাব জিতল হুগলির চাঁপাডাঙা রবীন্দ্র মহাবিদ্যালয়। ২০০৮ সাল থেকে এ নিয়ে পর পর ছ’বার দু’টি বিভাগেই ওই মহাবিদ্যালয় খেতাব জিতল। ব্যক্তিগত ইভেন্টেও ওই কলেজের ছেলেমেয়েরাই বেশির ভাগ পদক জিতেছেন।
ছেলেদের দলগত বিভাগে ৪২ পয়েন্ট পেয়ে ও মেয়েদের বিভাগে ৩২ পয়েন্ট পেয়ে বুধবার চ্যাম্পিয়ন হয় রবীন্দ্র মহাবিদ্যালয়। ছেলেদের ব্যক্তিগত বিভাগে যুগ্ম চ্যাম্পিয়ন হন উজ্জ্বল পাল ও তারকেশ্বর ডিগ্রি কলেজের পূর্ণ মুর্মু। দু’জনেই ১০ পয়েন্ট করে পেয়েছেন। উজ্জ্বল ট্রিপল জাম্প ও লং জাম্পে প্রথম এবং ১৫০০ ও ৫০০০ মিটার দৌড়ে প্রথম হয়েছেন পূর্ণ। ৫০টি কলেজের ৫১২ জন অ্যাথলিট দু’দিনের এই প্রতিযোগিতায় যোগ দেন। ছিল ২৯টি ইভেন্ট। |
মোহনবাগান মাঠে উদিত সিংহের তোলা ছবি। |
রবীন্দ্র মহাবিদ্যালয়ের প্রশিক্ষক আশিস বটব্যাল জানিয়েছেন, সারা বছর ধরে কলেজের মাঠে ছেলেমেয়েদের প্রশিক্ষণ দেওয়া হয়। অ্যাথলেটিক্সে সম্ভবনাময় ছেলেমেয়েদের বেছে বেছে কলেজে ভর্তি করানোও হয়ে থাকে। তাঁর দাবি, এর ফলেই টানা ছ’বছর ধরে চ্যাম্পিয়ন হচ্ছেন তাঁরা। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস অফিসার সুরজিৎ নন্দী বলেন, “আমাদের অধীনে থাকা কলেজগুলির মধ্যে মাত্র হাতে গোনা কয়েকটিতে অ্যাথলেটিক্স বা অন্যান্য ক্রীড়ার প্রশিক্ষণের পরিকাঠামো রয়েছে। তবে রবীন্দ্র মহাবিদ্যালয়ের অন্যান্য খেলাধূলারও চর্চা হয়। শরীরশিক্ষার স্থায়ী শিক্ষক থাকার সুফলও পাচ্ছে ওই কলেজ।” তাঁর অভিযোগ, “অন্য কলেজগুলি অস্থায়ী ও স্বল্প সময়ের শিক্ষকদের দিয়ে কাজ চালায়। তাই বেশিরভাগ কলেজই ক্রীড়া, বিশেষত অ্যাথলেটিক্সে পিছিয়ে পড়ছে।” |