দিল্লিতে নির্বাচনের জন্য প্র্যাকটিসেই যেতে পারলেন না বাংলার রঞ্জি দলের ক্রিকেটাররা। বিধানসভা নির্বাচনের জন্য এ দিন দিল্লির সব কিছুই বন্ধ। প্র্যাকটিস করতে মাঠে যাওয়ার জন্য টিম বাসের কোনও ব্যবস্থাই ছিল না। তাই প্র্যাকটিস বন্ধই রাখতে হল অনুষ্টুপদের।
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এক দিন প্র্যাকটিস ছাড়াই কাটাতে হল দলকে। এই নিয়ে বাংলার ক্যাপ্টেন লক্ষ্মীরতন শুক্ল বলছেন, “এটা তো আর আমাদের হাতে নেই। তাই ব্যাপারটা মেনে নিতেই হল। প্র্যাকটিস করতে পারলে তো ভালই হত।” ম্যানেজার অতনু ঘোষ অবশ্য জানালেন সংগঠকরা আগেই জানিয়েছিলেন এ দিন প্র্যাকটিস করা যাবে না। বৃহস্পতিবার প্র্যাকটিসে গিয়ে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের মাঠে উইকেটের অবস্থা দেখে তার পর চূড়ান্ত দল ঠিক করবেন বলে জানালেন লক্ষ্মী। ঋদ্ধিমান সাহার জায়গায় গীতিময় ঘোষকে খেলানো ছাড়া কোনও উপায় নেই। জাহির, পূজারা, মুরলী বিজয়, প্রজ্ঞান ওঝার সঙ্গে এ দিনই দক্ষিণ আফ্রিকায় রওনা হয়ে গেলেন ঋদ্ধি। এখনই কোয়ার্টার ফাইনালে ওঠার কথা মাথায় নিয়ে অযথা চাপ বাড়াতে রাজি নন লক্ষ্মী। বললেন, “এখন আমরা ভাল ক্রিকেট খেলার ব্যাপারে বেশি আগ্রহী। ভাল খেলতে পারলে এমনিতেই কোয়ার্টার ফাইনালে উঠব। তাই ও সব নিয়ে ভেবে অযথা চাপ বাড়াতে চাই না। কী করে ভাল ক্রিকেট খেলব, এখন সেই চিন্তাই করছি।” এ দিকে বুধবার ইডেনের বর্ষীয়ান মালি সনাতন সাউকে বিদায় সংবর্ধনা দিল সিএবি। ১৯৭৮ সাল থেকে কাজ করা ‘সোনা মালি’ নামে পরিচিত ওড়িশা থেকে আসা এই মাঠকর্মীকে শাল ও হাতঘড়ি উপহার দিয়ে বিদায় জানান সিএবি কর্তারা। |