দক্ষিণ আফ্রিকা সফরের মধ্যেই ভারত অধিনায়কের চিন্তায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবং মহেন্দ্র সিংহ ধোনি জানিয়ে দিচ্ছেন, পঞ্চাশ ওভারের বিশ্বকাপ আর চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পরে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে টিম ইন্ডিয়া অনন্য নজির গড়তে তৈরি। “অধিনায়ক হিসেবে ব্যাপারটা আমার কাছে ভীষণ উত্তেজক। এই ট্রফিটা যদি ভারত জিততে পারে, তা হলে সত্যিই সেটা অনন্য নজির হবে। কারণ আমরা ওয়ান ডে বিশ্বকাপ আর চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছি,” বলছেন ধোনি। ২০১৪-এ বাংলাদেশে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি আর একশো দিন। যার কাউন্টডাউন শুরু হয়ে গেল বৃহস্পতিবার রাতেই। একশো দিনের বিশেষ ‘কাউন্টডাউন ক্লক’ দিন গুনতে শুরু করে দিল সেই তিন শহরে, যেখানে আসন্ন বিশ্বকাপের ম্যাচ হওয়ার কথা। এই তিন শহর হল ঢাকা, চট্টগ্রাম এবং শ্রীহট্ট।
|
আসন্ন বিশ্বকাপ নিয়ে আত্মবিশ্বাসী ভারত অধিনায়ক আরও বলেছেন, “বাংলাদেশের পরিবেশের সঙ্গে আমরা খুব ভাল ভাবে পরিচিত। আমি নিশ্চিত ওখানকার পিচে খেলতে আমাদের সুবিধা হবে।” ২১ মার্চ ঢাকায় পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলবে ভারত। যা নিয়ে ধোনি বলছেন, “বিশ্বকাপের আর মাত্র একশো দিন বাকি। আমরা সবাই খেলতে নামার জন্য মুখিয়ে আছি। বিশ্বের সেরা টিমের বিরুদ্ধে আমার নিজেদের সেরাটা দিতে চাই।”
টুর্নামেন্ট শুরু হচ্ছে ১৬ মার্চ, বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ দিয়ে। ৩ এবং ৪ এপ্রিল দুটো সেমিফাইনাল। ফাইনাল ৬ এপ্রিল। ভারতের গ্রুপে পাকিস্তান ছাড়া রয়েছে গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া এবং গ্রুপ ‘এ’-র শীর্ষে শেষ করা টিম। |