অ্যাসেজে দ্বিতীয় টেস্ট যত এগিয়ে আসছে তত উত্তাপ বাড়ছে দুই শিবিরে। গাব্বা টেস্টে উত্তেজনার পারদ যে ভাবে চড়েছিল তার রেশ এখনও চলছে। অস্ট্রেলিয়ার মিডিয়ার টানা আক্রমণে তিতিবিরক্ত ইংল্যান্ড ক্রিকেটারদের মুখ না খোলার পরামর্শ দেওয়া হয়েছে।
যেখানেই কুকরা যাচ্ছেন তাঁদের ‘চাপ জনিত অসুস্থতার’ জন্য দেশে ফিরে যাওয়া জোনাথন ট্রটকে নিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। অজিদের স্লেজিংয়েই কি শেষ পর্যন্ত ইংরেজ টপ অর্ডার ব্যাটসম্যানকে দেশে ফেরার বিমানে বসতে বাধ্য করল? ব্যাপারটা এতটাই সংবেদনশীল যে এ নিয়ে মন্তব্য করে নতুন বিতর্কে যাতে না জড়াতে হয় তাই প্রকাশ্যে মুখ না খোলাটাই শ্রেয় মনে করছে ইংল্যান্ড শিবির। গাব্বার মতো অ্যাডিলেডেও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের স্লেজিং ঝড়ের মুখে পড়া নিশ্চিত। সেরকমই ইঙ্গিত অজি শিবিরের। তাই শুক্রবার অ্যালিস স্প্রিংয়ে শুরু হওয়া দু’দিনের প্রস্তুতি ম্যাচে দলের মনোবল ফেরানোর তোড়জোড় চলছে জোরকদমে। ট্রটের জায়গায় ব্যাট করতে নামতে পারেন জো রুট। |
ইংরেজ কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের শান্তিচুক্তি নাকচ হওয়া, অস্ট্রেলিয়ার পেসার মিচেল জনসনের স্লেজিং আর বাউন্সার দুটোই চালিয়ে যাওয়ার ঘোষণা উত্তাপটা আরও বাড়িয়ে দিয়েছে। এর মধ্যে গাব্বা টেস্ট নিয়ে মুখ খুললেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান জর্জ বেইলি। যাঁকে টেস্ট অভিষেকেই মুখে ঘুষি মারার হুমকি দেন ইংরেজ পেসার জেমস অ্যান্ডারসন। যার পাল্টা স্লেজিং করায় অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ককে তিন হাজার মার্কিন ডলার জরিমানাও দিতে হয়। ক্লার্কের স্লেজিং স্টাম্প মাইক্রোফোনে ধরা পড়েছিল। কিন্তু হঠাৎ কেন ক্লার্ক আক্রমণ করে বসলেন অ্যান্ডারসনকে সেটা ব্রিসবেন টেস্টের ধারাভাষ্যকার আর মাইকেল ক্লার্কের ঘনিষ্ট বন্ধু শেন ওয়ার্ন ফাঁস করছেন। ওয়ার্ন দাবি করেন যে প্রথমে বেইলির মুখে ঘুষি মারার হুমকি দেন অ্যান্ডারসনই।
বেইলি অবশ্য গোটা ব্যাপারটা নিয়ে বলছেন, “ব্যাটসম্যানের মনসংযোগ নষ্ট করার চেষ্টা তো চলেই। সেটা চলতেই থাকবে। তবে অ্যান্ডারসন যখন প্রথম টেস্টে আমায় কথাটা বলেছিল তখন আমরাই এগিয়েছিলাম। তাই আমার ঘাবড়ানোর কোনও প্রশ্নই ছিল না।” আর অ্যান্ডারসন-ক্লার্ক বিতর্ক নিয়েও বেইলির মত, “দু’জনেই ভাল ক্রিকেটার। এর আগেও একে অন্যকে নিয়ে মন্তব্য করেছে। দলের জন্য দুই ক্রিকেটারই গুরুত্বপূর্ণ। নিজের নিজের যুদ্ধটা জিততেই চেষ্টা থাকে ওদের। তাই এটাকে একটা আলাদা ঘটনা হিসেবে দেখা ঠিক হবে না।” |