অ্যাসেজে দু’পক্ষের গোলাগুলি থামার কোনও লক্ষণ নেই। বিস্ফোরক গাব্বা টেস্টের শেষে ইংল্যান্ডের কোচ অ্যান্ডি ফ্লাওয়ার শান্তিচুক্তির প্রস্তাব দিয়েছিলেন অস্ট্রেলিয়ার কোচ ডারেন লেম্যানকে। সেই প্রস্তাব উড়িয়ে দিয়েছেন অজি কোচ।
প্রথম টেস্টে জোনাথন ট্রটকে সমালোচনায় বিঁধেছিলেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। গাব্বা টেস্ট শেষ হওয়ার পর ‘মানসিক চাপ জনিত অসুস্থতায়’ অনিদির্ষ্টকাল ছুটিতেও চলে যান ট্রট। ওয়ার্নারের মন্তব্যের কারণেই ট্রট দেশে ফেরার বিমান ধরেন মানতে না চাইলেও অস্ট্রেলীয় ওপেনারের মন্তব্যকে ‘অসম্মানের’ বলেন ইংরেজ কোচ। এর পরই শান্তিচুক্তির জন্য লেম্যানকে বৈঠকে ডাকায় পরিষ্কার হয়ে যায় ইংরেজ শিবির কতটা চাপে। লেম্যান যদিও অ্যাডিলেড রেডিওতে বলে দেন, “অ্যান্ডি ওর টিমের ব্যাপারটা দেখছে। আমি আমার টিমের। এটাই ক্রিকেটে হয়। অ্যান্ডির সঙ্গেও আমি ক্রিকেট খেলেছি। ওর সঙ্গে সব সময়ই কথা হচ্ছে। তবে দিনের শেষে ইংল্যান্ড টিম ওর নিয়ন্ত্রণেই। আর আমাদের অ্যাসেজ জিততে হবে।” সঙ্গে লেম্যান যোগ করেন, “ট্রট দেশে ফিরে গিয়েছে। আশা করছি ও দ্রুত সুস্থ হয়ে উঠবে। ওর ব্যাপারে আমরাও চিন্তায় আছি ঠিকই। তবে আমাদের হার্ড ক্রিকেট খেলতে হবে সেটাও মাথায় রাখতে হচ্ছে।” |
উত্তপ্ত অ্যাসেজ। হয়তো বাকি সিরিজেও এমন দৃশ্য ফিরবে আসবে। ছবি: এএফপি। |
ইংল্যান্ডে অ্যাসেজ চলাকালীন অস্ট্রেলিয়াকেও কত কঠিন পরিস্থিতি সামলাতে হয়েছে সেটা মনে করিয়ে দেন লেম্যান, “আমাদেরও ইংল্যান্ডে কঠিন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়েছিল। দেশের বাইরে ক্রিকেট খেলতে গেলে এটা হয়ই। ইংল্যান্ড এখানে আসার পর এই ব্যাপারটায় কোনও পার্থক্য দেখছি না। দু’দলই হার্ড ক্রিকেট খেলছে। আর যতক্ষণ এটা মাঠের মধ্যে থাকবে আমি খুশি।”
গাব্বায় ইংল্যান্ডের প্রথম ইনিংসের পর ওয়ার্নারের ‘কঠিন’ মন্তব্য নিয়ে ইংরেজ মিডিয়ায় কড়া সমালোচনা হলেও আইসিসি বা ক্রিকেট অস্ট্রেলিয়া অজি ওপেনারকে শাস্তি দিচ্ছে না। লেম্যান যদিও বলেন ওই মন্তব্যের পর ওয়ার্নারকে বোঝানো হয়েছে। “মাঠের বাইরের ব্যাপারে আমাদের আরও উন্নতি করতে হবে। ওয়ার্নারের সঙ্গে আমার কথা হয়েছে। আমার সঙ্গে টিমের সিনিয়র প্লেয়াররাও ছিল।” ইংল্যান্ড শিবিরও অ্যাডিলেড টেস্ট থেকেই অজি স্লেজিংয়ের পাল্টা জবাব দিতে তৈরি হচ্ছে, সেটা ম্যাট প্রায়রের কলামে স্পষ্ট। ইংল্যান্ড উইকেটকিপার লিখেছেন, ‘অ্যাসেজে যুদ্ধটা বেশ কঠিন। মাঠে কথার লড়াই চলেই। কিন্তু সেটা যাতে মাঠের মধ্যেই সীমাবদ্ধ থাকে সেটা দেখতে হবে। যেটা ওয়ার্নার বলেছে, সেটা হতাশাজনক। টিমে কাউকে আক্রমণ করা হলে বাকি ব্যাপারটা আমরা, টিমের অন্যরা বুঝে নিই।” |