|
|
|
|
ফাঁস করলেন ওয়ার্ন |
বেইলিকে আগে ঘুষি মারার হুমকি দেন অ্যান্ডারসন |
নিজস্ব প্রতিবেদন |
মাইকেল ক্লার্ক নয়, পালের গোদা আসলে জেমস অ্যান্ডারসন, দাবি শেন ওয়ার্নের। ওয়ার্নের বক্তব্য, অ্যান্ডারসন মাঠে দাঁড়িয়ে জর্জ বেইলিকে মুখে ঘুষি মারার হুমকি দেন বলেই তার প্রতিবাদ করতে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। সে জন্যই তাঁকে ম্যাচ ফি-র কুড়ি শতাংশ জরিমানা করা হয়।
দুর্ভাগ্যবশত অ্যান্ডারসনের সেই হুমকি টিভিতে শোনা যায়নি। কিন্তু ক্লার্কের মন্তব্য শোনা যায় বলেই তাঁকে শাস্তি পেতে হল।
ব্রিসবেন টেস্টের শেষ দিনে দুই দলের ক্রিকেটারদের মধ্যে এই ঝামেলার রেশেই এখন অ্যাসেজের হাওয়া গরম। যাতে নতুন করে উত্তাপ জোগালেন ওয়ার্ন।
টিভির স্টাম্প মাইক্রোফোনের সুবাদে স্পষ্ট শোনা যায়, ক্লার্ক অ্যান্ডারসনকে বলছেন, তাঁর হাত ভেঙে দেবেন। কিন্তু চ্যানেল নাইনের ধারাভাষ্যকার হিসেবে থাকা ওয়ার্নের বক্তব্য, সে দিন যা শোনা যায়নি, তা হল ইংরেজ পেসারের সেই হুমকি, যার পরই মাথা গরম হয়ে গিয়েছিল ক্লার্কের।
টিভি ধারাভাষ্যকার হিসেবে সব ক’টি মাইক্রোফোনের রেকর্ডিংই শুনতে পারেন ওয়ার্ন। সে সব শুনেই ওয়ার্ন সত্যিটা জানতে পেরেছেন বলে প্রাক্তন স্পিনারের দাবি। নিজের টুইটার অ্যাকাউন্টে ওয়ার্ন এই ঘটনা নিয়ে লিখেছেন, “আমার মনে হয়, ক্লার্ককে জরিমানা করা ঠিক হয়নি। অ্যান্ডারসন যদি প্রথম টেস্ট খেলতে নামা বেইলিকে মুখে ঘুসি মারার হুমকি দেয়, তা হলে তো ক্যাপ্টেন হিসেবে ক্লার্ককে তার জবাব দিতেই হত। দুর্ভাগ্যবশত ক্লার্কের প্রতিক্রিয়াই সে দিন টিভিতে লাইভ শোনা গিয়েছিল।”
যদিও ক্লার্কের মন্তব্যও টিভিতে শোনা যাওয়ার কথা নয়। কারণ, ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে টিভি সংস্থার চুক্তি অনুযায়ী, দুই বলের মাঝে স্টাম্প মাইক্রোফোন চালু থাকার কথা নয়। সেই মুহূর্তে ভুল করে তা চালু ছিল বলে ক্লার্কের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে চ্যানেল নাইন।
|
পুরনো খবর: ‘অসুস্থ’ ট্রট ফিরলেন দেশে, জরিমানা ক্লার্কের |
|
|
|
|
|