|
|
|
|
‘অসুস্থ’ ট্রট ফিরলেন দেশে, জরিমানা ক্লার্কের
সংবাদসংস্থা • ব্রিসবেন |
অ্যাসেজে প্রথম টেস্টে মুখ থুবড়ে পড়ার পরেও দুর্দশার শেষ নেই ইংল্যান্ডের। ‘মানসিক চাপ জনিত রোগ’-এর কবলে পড়ে দেশে ফিরে গেলেন টপ অর্ডার ইংরেজ ব্যাটসম্যান জোনাথন ট্রট। গোটা সিরিজের বাইরে তিনি।
ট্রটের ‘অনির্দিষ্ট কাল’ ছুটি মঞ্জুর করা দেখে প্রশ্ন উঠেছে, অস্ট্রেলিয়ার মাঠে স্লেজিং আর মাঠের বাইরে মিডিয়ার বাক্যবাণের কি ‘বলি’ হলেন তিনি? না হলে প্রস্তুতি ম্যাচে একটা সেঞ্চুরি আর হাফসেঞ্চুরি করার পর গাব্বা টেস্টে দু’ইনিংসে ট্রটের ব্যাটে মাত্র ১৯ রান উঠবে কেন! অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার প্রথম ইনিংসে ট্রটের আউটে বলেছিলেন, ট্রট ‘দুর্বল’ আর ‘ভয় পেয়ে গিয়েছে’।
চাপ সামলাতে না পেরেই ট্রট দেশে ফিরে গিয়েছেন, মানতে নারাজ ইংল্যান্ড শিবির। কোচ অ্যান্ডি ফ্লাওয়ার বলেছেন, “এটা বলা ঠিক হবে না। বেশ কিছু দিন ধরে এই সমস্যাটার সঙ্গে লড়ছে জোনাথন।” ব্যাটিং অর্ডারে তিন নম্বরে ৪৯ টেস্টে ৪৬.৪৫ গড় থাকা ট্রটের না থাকাটা ইংল্যান্ডের কাছে বড় ধাক্কা। নিজের সমস্যা নিয়ে ট্রট বলেছেন, “একশো শতাংশ দিতে পারব না জেনেও এই সফরে খেলা চালিয়ে যাওয়াটা ঠিক হবে না। তাই বিশ্রাম চাই যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠার উপর ফোকাস করতে পারি।” |
|
এর আগে মানসিক চাপে ভোগার জন্য ২০০৬ অ্যাসেজ সফরে প্রস্তুতি ম্যাচ খেলার পরই দেশে ফিরেছিলেন প্রাক্তন ইংল্যান্ড ওপেনার মার্কাস ট্রেসকোথিক। যে রোগে তাঁকে জাতীয় দল থেকে সরে দাঁড়াতে হয়।
গাব্বা টেস্টে স্লেজিংয়ের দায়ে ক্যাপ্টেন মাইকেল ক্লার্কের ম্যাচ ফি-র কুড়ি শতাংশ জরিমানা হওয়ার পরেও ট্রটের সিরিজ থেকে ছিটকে যাওয়ায় অস্ট্রেলীয় শিবিরে যে খুশির হাওয়া তাতে সন্দেহ নেই। রবিবার খেলার শেষ দিকে ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসনকে উদ্দেশ্য করে ‘অপমানজনক’ মন্তব্য করেছিলেন ক্লার্ক। স্টাম্প মাইক্রোফোনে যা ধরা পড়ে। তার জেরেই ম্যাচ রেফারি জেফ ক্রো এই শাস্তি দেন। অস্ট্রেলীয় অধিনায়ক নিজের দোষ স্বীকার করে নিয়েছেন। ট্রটের না থাকার ধাক্কা ইংল্যান্ড কী ভাবে সামলায় এ বার সেটাই দেখার। |
পুরনো খবর: ইংল্যান্ডকে উড়িয়ে
স্লেজিং বিতর্কে ক্লার্ক |
|
|
|
|
|