|
|
|
|
বাগানের জরিমানা, শাস্তি ইস্টবেঙ্গলেরও
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ডার্বির দিন যুবভারতীতে দু’দলের সমর্থকরা বাজি ফাটানোয় সংগঠক মোহনবাগানকে জরিমানা করল ফেডারেশন। শাস্তি হচ্ছে আর্মান্দো কোলাসোর ইস্টবেঙ্গলেরও। তবে সেটা অন্য কারণে। এক ডার্বি শেষের রেশ ফুরানোর আগেই অবশ্য কলকাতা লিগ-ডার্বির দিন ঘোষণা করে দিল আই এফ এ। সামনের বছর ১১ জানুয়ারি ফের মুখোমুখি হবেন আর্মান্দো এবং করিম বেঞ্চারিফা।
ম্যাচ কমিশনার জে রবিশঙ্কর আই লিগের প্রথম ডার্বির যে রিপোর্ট সোমবার পাঠিয়েছেন দিল্লিতে, তাতে মাঠে বাজি পোড়ানো এবং মাঠের ভিতর নির্দিষ্ট জায়গা পর্যন্ত নিয়ম মেনে লাইন আপ না করার অভিযোগ এনেছেন দু’দলের বিরুদ্ধে। রিপোর্ট আসার সঙ্গে সঙ্গেই জরিমানা ধার্য করেছে ফেডারেশন। মোহনবাগানের মোট জরিমানা হচ্ছে ৫০ হাজার। ইস্টবেঙ্গলের দশ হাজার। দিল্লি থেকে ফোনে আই লিগের সি ই ও সুনন্দ ধর বললেন, “এ এফ সি-র যা নিয়ম সেটা মেনেই আই লিগ চলছে। সব দলই সেটা মেনে খেলতে নেমেছে। মোহনবাগানের এর আগে এক বার মাঠে বাজি পোড়ানোর জন্য জরিমানা হয়েছিল। এ বার তার দ্বিগুণ ৪০ হাজার হয়েছে।”
কিন্তু ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের অন্য যে কারণে দশ হাজার টাকা করে জরিমানা হচ্ছে সেটা বেশ চমকপ্রদ। নিয়মানুযায়ী ম্যাচ কমিশনারের পিছন পিছন মাঠের ভিতর ঢুকে যাওয়ার কথা রেফারি ও দু’দলের ফুটবলারের। কিন্তু চিডি, ওডাফারা তার আগেই প্রতিবার সাইড লাইনে দাঁড়িয়ে যান ঈশ্বর-প্রার্থনার জন্য। যা ফিফা আইনের বিরোধী। ফেডারেশনের সিদ্ধান্তে ক্ষুব্ধ মোহনবাগান। অর্থসচিব দেবাশিস দত্ত বললেন, “জরিমানার বিষয়টা ভাল ম্যাচ সংগঠনের পুরস্কার হিসাবে দেখছি।” কিন্তু ক্লাবগুলিই তো এই নিয়মে সম্মতি দিয়ে সই করেছিল? দেবাশিস বলে দেন, “জোর করে ক্লাবের উপর চাপ দিয়ে সই করানো হয়েছিল।” |
|
|
|
|
|