দুই ম্যাঞ্চেস্টারের দুই ভাগ্য
নিজস্ব প্রতিবেদন |
ম্যাঞ্চেস্টার সিটি ম্যাচ শুরুর ১৩ সেকেন্ডেই গোল করে বড় ব্যাবধানে জিতল। আর ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ম্যাচের অন্তিম মুহূর্তে ইনজুরি টাইমে গোল খেয়ে নিশ্চিত জয় হাতছাড়া করল। ইংলিশ প্রিমিয়ার লিগে রবিবার দুই ম্যাঞ্চেস্টারের ভাগ্য সম্পূর্ণ ভিন্ন।
পেলিগ্রিনির সিটি গত রাতে টটেনহ্যামের বিরুদ্ধে হাফ ডজন গোলে জেতার ম্যাচে প্রথম গোলটি ১৩ সেকেন্ডেই পেয়ে যায় বিপক্ষ গোলকিপারের ভুলে। টটেনহ্যামের ফরাসি কিপার লরিসের দুর্বল ক্লিয়ারিং ধরে আগেরো প্রচণ্ড ভলি নিলে সেটা আংশিক প্রতিহত করেন গোলকিপার। ফিরতি বল পেয়ে অরক্ষিত নাভাসের লরিসের মাথার উপর দিয়ে লব করে গোল করতে অসুবিধা হয়নি। |
যে গোল এ বারের ইপিএলে দ্বিতীয় দ্রুততম। এর পর নাভাস আরও একটি আর আগেরো দু’টো গোল করেন। ম্যাঞ্চেস্টার সিটি-র বাকি গোলটি হতভাগ্য টটেনহ্যাম মিডফিল্ডার স্যান্ড্রোর আত্মঘাতী।
অন্য দিকে মোয়েসের ম্যাঞ্চেস্টার ইউনাইটেড গতকাল রুনির কর্নার থেকে এভ্রার হেডে করা গোলে কার্ডিফের বিরুদ্ধে ম্যাচের অন্তিম মিনিট পর্যন্ত এগিয়ে ছিল। কিন্তু ইনজুরি টাইমে (৯১ মিনিট) ওয়াশিংটনের ফ্রিকিক থেকে কার্ডিফের দক্ষিণ কোরিয়ান মিডফিল্ডার কিম-বো নাটকীয় হেডে ২-২ করে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের নিশ্চিত জয় ছিনিয়ে নেন। |
|