|
|
|
|
চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে হয়তো নেই রোনাল্ডো
নিজস্ব প্রতিবেদন |
মেসির মতো তাঁর চিরপ্রতিদ্বন্দ্বীও চোটের খপ্পরে পড়লেন। শনিবার রাতে আলমেরিয়ার সঙ্গে লা লিগা ম্যাচে উরুতে চোট পেয়ে মাঝপথেই মাঠ ছাড়তে হয় রোনাল্ডোকে। চোট সামান্য বলে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আন্সেলোত্তি উড়িয়ে দিলেও, রোনাল্ডোর মেডিক্যাল রিপোর্ট নতুন করে প্রশ্নচিহ্ন তুলে দিল বুধবার রাতে গালাতাসারের বিরুদ্ধে সিআর সেভেনের মাঠে থাকা নিয়ে। |
|
সোমবার রিয়াল মাদ্রিদের ওয়েবসাইটে সরকারি ভাবে জানানো হয়, “মেডিক্যাল পরীক্ষার পরে দেখা গিয়েছে, রোনাল্ডোর বাঁ উরুতে চোট আছে।” রিয়াল সমর্থকদের কিছুটা স্বস্তি দিয়ে স্বয়ং রোনাল্ডো হাসপাতাল ছাড়ার আগে বলেন, “আমি ঠিকই আছি।” কিন্তু স্প্যানিশ প্রচারমাধ্যমের দাবি, ক্লাবের মেডিক্যাল ইউনিট আন্সেলোত্তিকে সতর্ক করেছে, রোনাল্ডোকে নিয়ে তাড়াহুড়ো করতে না। চোটের জন্য বুধবার রাতে হয়তো মাঠে নামবেন না রোনাল্ডো। কিন্তু তাতেও সমস্যা হওয়ার কথা নয় রিয়ালের। চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপে ভাল অবস্থায় আছে আন্সেলোত্তির দল। রোনাল্ডোর চোট নিয়ে হার মানতে নারাজ আন্সেলোত্তি আগেই বলেছিলেন, “রোনাল্ডোর চোট নিয়ে ভাবছি না। ও-র উরুতে কোনও ব্যথা নেই। খুব শীঘ্রই দলের সঙ্গে যোগ দেবে।”
পাশাপাশি দলের মহাতারকার সঙ্গে কোনও তাঁর কোনও প্রতিদ্বন্দ্বিতা নেই, সেই কথা জানিয়ে গ্যারেথ বেল বলেন, “রোনাল্ডো আমার শত্রু না। ও আমার সতীথর্। এই দলে রোনাল্ডোই বিশ্বমানের প্রতিভা। রিয়ালে সই করার পরে সব সময় আমাকে সাহায্য করেছে রোনাল্ডো।”
|
বিশ্বকাপে নতুন রূপে, জার্সিতে ছ’তারা চান স্কোলারি
নিজস্ব প্রতিবেদন |
|
ভি-নেক কলার। চেনা হলুদ-সবুজ কোলাজ। আধুনিক মানের প্রযুক্তির ছোঁওয়া তো আছেই। যার উন্মোচনে ফটোশ্যুট করলেন নেইমার-রা (ছবি টুইটারের)। প্রযুক্তির সর্বোত্তম সাহায্য নিতে তৈরি হয়েছে এই জার্সি। কিন্তু তাতেও যেন খুশি হতে পারছেন না কোচ লুই ফিলিপ স্কোলারি। তাঁর মতে, নতুন জার্সি একটু অসম্পূর্ণ ঠেকছে। কারণটা কী? ব্রাজিলের জার্সিতে লোগোর উপরে রয়েছে পাঁচটা তারা। অর্থাৎ পাঁচ বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার প্রতীক। কিন্তু স্কোলারি চাইছেন শীঘ্রই আরও একটা তারা যোগ করে জার্সিকে পূর্ণতা দিতে। ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ বলেন, “নতুন জার্সিটা সুন্দর। কিন্তু একটা তারা কম লাগছে। আশা করছি সেই ছ’নম্বর তারাটা পরের বছর বিশ্বকাপ জিতে লাগাতে পারব।” |
|
|
|
|
|