|
|
|
|
সার্ভিসেসের বিরুদ্ধে বাড়তি স্পিনারে যেতে পারে বাংলা |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
তিন পেসার? না এক জনকে বসিয়ে বাড়তি স্পিনার?
ক্রিকেট কেরিয়ারের শততম রঞ্জি ম্যাচ খেলার প্রাক্কালে স্ট্র্যাটেজির ভাবনাতেই আপাতত বন্দি বাংলার থিঙ্কট্যাঙ্ক।
বৃহস্পতিবার থেকে নয়াদিল্লির পালাম মাঠে সার্ভিসেসের মুখোমুখি হচ্ছে বাংলা। যা বাংলা অধিনায়ক লক্ষ্মীরতন শুক্ল-র শততম রঞ্জি ম্যাচ। এবং টিম সূত্র থেকে যা খবর পাওয়া যাচ্ছে, তাতে সার্ভিসেসের বিরুদ্ধে বাংলা পেসার সৌরভ সরকারকে বসিয়ে দেওয়া হতে পারে। বদলে খেলানো হতে পারে একজন বাড়তি স্পিনারকে। সেটা অর্ণব নন্দী কিংবা বাঁ হাতি স্পিনার ইরেশ সাক্সেনার মধ্যে যে কাউকে নামিয়ে দেওয়া হতে পারে।
এ দিন দুপুর-দুপুর নয়াদিল্লি পৌঁছেছে বাংলা। পালামের পিচ দেখতে যাওয়ার কোনও ব্যাপার এ দিন ছিল না। সেটা হবে আজ, বুধবার। বাংলার প্র্যাক্টিসে। তবে টিম ম্যানেজমেন্টের কাছে যা খবর, তাতে পালামে পাটা উইকেটই হওয়ার সম্ভাবনা বেশি। সে কারণেই ভাবা হচ্ছে একজন বাড়তি স্পিনার খেলানোর। নয়াদিল্লি থেকে ফোনে বাংলা অধিনায়ক বলছিলেন, “আমরা মধ্যপ্রদেশ, সৌরাষ্ট্র, দু’টো ম্যাচ থেকেই পুরো পয়েন্ট পেতে পারতাম। এখনও খুব খারাপ অবস্থায় নেই। দেখা যাক শেষ পর্যন্ত কত দূর যাওয়া যায়।” তবে সার্ভিসেসের বিরুদ্ধে না হলেও পরবর্তী রেলওয়েজ ম্যাচ থেকে আরও একটা সমস্যার মুখে পড়তে হবে বাংলাকে। দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে ডাক পাওয়ায় সার্ভিসেস ম্যাচ খেলেই সম্ভবত চলে যাবেন বাংলা উইকেটকিপার ঋদ্ধিমান সাহা। শোনা গেল, তাঁর জায়গায় ডাক পেতে পারেন গীতিময় বসু। |
|
|
|
|
|