চ্যাম্পিয়ন্স লিগের জমজমাট আসরে দুটো আলাদা লক্ষ্য নিয়ে মাঠে নামছে ম্যাঞ্চেস্টারের দুই ক্লাব।
রবিবার রাতে কার্ডিফ সিটির সঙ্গে ড্র করে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর টিকিট কাটতে মরিয়া ডেভিড মোয়েসের ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। যাদের লড়াই বিপক্ষের মাঠে গিয়ে বেয়ার লেভারকুসেনের বিরুদ্ধে।
পাশাপাশি পরের রাউন্ডের টিকিট কাটলেও, গ্রুপ শীর্ষে থেকে এই পর্ব শেষ করতে চায় ম্যানুয়েল পেলেগ্রিনির ম্যাঞ্চেস্টার সিটি। টিমের দুই প্রধান স্ট্রাইকার ওয়েন রুনি আর রবিন ফান পার্সি নিয়মিত গোল করলেও, মোয়েসের নেতৃত্বে ইংলিশ প্রিমিয়ার লিগে ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। দুর্বল কার্ডিফ সিটির সঙ্গে ড্র করার পরে আবার প্রশ্নের সামনে ম্যান ইউর স্কটিশ ম্যানেজার। ব্রিটিশ প্রচারমাধ্যম অনুযায়ী দলের রক্ষণের দিকেই আঙুল তুলেছেন মোয়েস। সঙ্গে নাকি ম্যান ইউ কোচ দলের ডিফেন্ডারদের সতর্ক করে দিয়েছেন যে, এ রকম খেলতে থাকলে ফুটবলার ছাঁটতে দ্বিতীয় বার ভাববেন না তিনি। দলের কিংবদন্তি ডিফেন্ডার রিও ফার্দিনান্দ যদিও আশ্বস্ত করছেন যে, লেভারকুসেন ম্যাচে আরও আঁটোসাঁটো থাকবে তাঁদের রক্ষণ। বলছেন, “চ্যাম্পিয়ন্স লিগে অ্যাওয়ে ম্যাচ খেললে অবশ্যই রক্ষণ ভাল করতে হবে।”
অন্য দিকে, রবিবার টটেনহ্যামকে ৬-০ উড়িয়ে সিটির আগেরোদের আত্মবিশ্বাস তুঙ্গে। তবুও প্রতিপক্ষ ভিক্টোরিয়া পিলজেনকে হালকা ভাবে নিচ্ছেন না ম্যান সিটির কোচ পেলেগ্রিনি। বলেন, “শীর্ষে থেকে শেষ করা জরুরি। আমাদের উচিত বুধবার রাতেও ভাল খেলা। এক নম্বরে থেকে শেষ করতে পারলে পরের রাউন্ডে সুবিধে হবে।”
|