এশিয়ার এলিট টুর্নামেন্ট এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে খেলার সুযোগ পেয়ে গেল পুণে এফ সি। ১৩টি আই লিগ ক্লাবের জন্য নির্ধারিত নিয়মগুলি পুরণ করার পুরষ্কার জুটল পুণের ক্লাবের। কবে খেলা হবে বা কাদের সঙ্গে পুণেকে খেলতে হবে তা জানা যায়নি। তবে ওই ম্যাচটি পুণে জিতলে আর্মান্দো কোলাসোর ইস্টবেঙ্গলের এ এফ সি কাপে খেলার সুযোগ মিলতে পারে। আই লিগ চ্যাম্পিয়ন হওয়ায় চার্চিল ব্রাদার্স এমনিতেই এ এফ সি খেলবে। খেলার কথা রানার্স পুণেরও। কিন্তু পুণে যদি প্লে অফে জিতে যায় তা হলে তিন নম্বর হিসাবে ইস্টবেঙ্গল সুযোগ পেয়ে যাবে। দু’বছর আগে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পেয়েছিল ডেম্পো। সে বার তাদের খেলতে হয়েছিল কাতারের সেরা দল আল সাদাদের সঙ্গে। সেবার আর্মান্দো কোলাসোর ডেম্পো জিততে পারেনি এলিট লিগে।
|
জুনিয়র বিশ্বকাপ হকি খেলতে ভারত আসছে পাকিস্তান হকি দল। গত বছর হকি ইন্ডিয়া লিগে খেলতে পাকিস্তানের সিনিয়র টিম দিল্লিতে এলেও দু’দেশের সীমান্তে সমস্যার জন্য শেষ পর্যন্ত না খেলেই তাদের দেশে ফিরে যেতে হয়েছিল। ৬-১৫ ডিসেম্বর দিল্লির ধ্যানচাঁদ স্টেডিয়ামে হবে জুনিয়র বিশ্বকাপ। টুর্নামেন্টে অবশ্য ভারত আর পাকিস্তান আলাদা গ্রুপে রয়েছে। গ্রুপ ‘এ’-তে জার্মানি, মিশর ও বেলজিয়ামের সঙ্গে রয়েছে পাকিস্তান। ভারতের সঙ্গে গ্রুপ ‘সি’-তে রয়েছে কোরিয়া, কানাডা ও নেদারল্যান্ডস।
|
বাস দুর্ঘটনায় গুরুতর আহত ফুটবল রেফারি অঙ্কুশ চক্রবর্তী। তাঁর অবস্থা সঙ্কটজনক। এ দিন বিকেলে ইউনিভার্সিটি মাঠে ‘ফিউচার ইন্ডিয়া’ প্রজেক্টের প্রশিক্ষণ সেরে ফেরার সময়ই একটি বাস ধাক্কা মারে তাঁকে। প্রথমে অঙ্কুশকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়। এখন তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। অনুমান করা হচ্ছে, কোমর ভেঙে গিয়ে থাকতে পারে ২২ বছরের এই রেফারির। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, ৪৮ ঘণ্টা না কাটলে কিছু বলা যাচ্ছে না।
|
তার ৫৪৬ রানের রেকর্ড নিয়ে দেশজুড়ে চর্চা থামার আগেই ফের বড় রান পেল পৃথ্বী শ। স্কুল ক্রিকেটে মুম্বইয়ের সাড়া ফেলা তারকার এ বারের সংগ্রহ ১৮৮। এ দিন আজাদ ময়দানে হ্যারিস শিল্ডের ম্যাচে হংসরাজ মোরারজি স্কুলের বিরুদ্ধে খেলা ইনিংসটার থেকেও অবশ্য পৃথ্বীকে বেশি তৃপ্তি দিচ্ছে একটা চিঠির প্রাপ্তি। যাতে লেখা, “৫৪৬ রানের অসাধারণ কীর্তির জন্য অভিনন্দন। ভাল ব্যাট করেছ! রানের খিদেটা এমনই ধরে রাখো। আর মনে রেখো, সেঞ্চুরি হল স্রেফ মেনুর প্রথম পদ। শুভেচ্ছা রইল!” লেখকের নাম সুনীল গাওস্কর। প্রসঙ্গত, ১৯৮৭-র অগস্টে সেরা জুনিয়র ক্রিকেটারের পুরস্কার না পাওয়া সচিন তেন্ডুলকরকেও একটা চিঠি লিখেছিলেন গাওস্কর-- “মন খারাপ কোরো না। সেরা জুনিয়রের পুরস্কার যারা পায়নি, তাদের তালিকায় তুমি এমন একটা নাম পাবে যে কিন্তু পরে টেস্ট ক্রিকেটটা মন্দ খেলেনি।” সে দিন নিজের কথাই লিখে সচিনের আত্মবিশ্বাস বাড়িয়েছিলেন গাওস্কর। আর এ দিন তাঁর চিঠি পেয়ে অপ্লুত পৃথ্বী বলেছে, “ইন্টারনেটে ওঁর খেলা দেখি। আমি ওঁর বিশাল ভক্ত। চিঠিটা সারা জীবনের সম্পদ হয়ে থাকবে!”
|
নিজের বাড়িতে ভয়াবহ ডাকাতির শিকার হলেন পাকিস্তানের ক্রিকেটার আব্দুর রজ্জাক। লাহৌরে আজ ভোরে রজ্জাকের বাড়িতে চড়াও হয় এক দল ডাকাত। রজ্জাকের মাথায় বন্দুক ঠেকিয়ে পরিবারের সবাইকে বেঁধে রেখে নির্বিবাদে ডাকাতি চলে। রজ্জাকের পাসপোর্ট, ৮ হাজার ডলার, আড়াই হাজার পাউন্ড আর সোনার গয়না নিয়ে যায় ডাকাত দল। রজ্জাক পরে বলেছেন, “ব্যাপারটা পুলিশকে জানিয়েছি। কিন্তু ধাক্কাটা কাটিয়ে উঠতে পারিনি।”
|
আই লিগে গোয়ার তিলক স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসির কাছে ১-২ হারল সালগাওকর। প্রথমার্ধের শুরুতে জন মেনইয়ঙ্গারের গোলে এগিয়ে যায় বেঙ্গালুরু। কিছুক্ষণ পরেই গোল করে সমতা ফেরান গিলবার্তো অলিভিয়েরা। দ্বিতীয়ার্ধে আবার তরুণ তারকা বেইনগাইছোর গোলের সাহায্যে ২-১ এগোয় বেঙ্গালুরু। অনেক সুযোগ তৈরি করলেও, দ্বিতীয়বার সমতা ফেরাতে ব্যর্থ সালগাওকর। |