মাঠে না থাকলেও আজ গ্যালারিতে
দেখা যাবে ৪৫ হাজার রোনাল্ডোকে |
নিজস্ব প্রতিবেদন |
ইডেনে ছিল সচিন-মুখোশ। বের্নাবাওয়ে এ বার দেখা যাবে রোনাল্ডো-মুখোশ। ইডেনে সচিন ছিলেন, বেনার্বাওয়ে অবশ্য রোনাল্ডো থাকছেন না। তা সত্ত্বেও রোনাল্ডোর দুটি ফ্যান ক্লাবের তরফে ৪৫ হাজার মুখোশ বিলি করা হবে দর্শকদের মধ্যে। এ ছাড়াও স্টেডিয়াম জুড়ে থাকবে বিশাল ব্যানার। যেখানে লেখা থাকবে‘ব্যালন ডি’অরের জন্য আমাদের পুরো সমর্থন পাচ্ছে কমানদান্তে ক্রিশ্চিয়ানো।’ প্রাথমিক ভাবে ঠিক ছিল, মাঠে একজন রোনাল্ডো থাকবেন, গ্যালারিতে ৪৫ হাজার! কিন্তু চোটের জন্য গালাতাসারের বিরুদ্ধে বুধবার রাতে খেলা হচ্ছে না রোনাল্ডোর। তা সত্ত্বেও ক্লাবকর্তাদের সঙ্গে কথা বলে মুখোশ বিলি করার ব্যবস্থা করে ফেলেছে দুটো ফ্যান ক্লাব। |
|
ইডেনে সে দিন এ ভাবেই ভক্তদের মাঝে হাজির ছিলেন ‘সচিন’।
বের্নাবাওয়ে বুধবার এই মুখোশেই ঢাকা পড়বে রোনাল্ডো-ভক্তদের মুখ। |
চলতি বছরে ৬৭ গোল করে ‘ব্যালন ডি’অর জেতার ক্ষেত্রে এক রকম ফেভারিট হয়ে দাঁড়িয়েছেন রিয়ালের সিআর সেভেন। তবুও বিশ্বের সেরা ফুটবলারের খেতাব জেতার লড়াইয়ে মেসি ও রোনাল্ডো, দুই কিংবদন্তিকেই টেক্কা দেবেন, সেই আত্মবিশ্বাস রাখছেন বায়ার্ন মিউনিখ তারকা ফ্র্যাঙ্ক রিবেরি। ইউরোপের সেরা ফুটবলার নির্বাচিত হওয়া ফরাসি তারকা নিজের টুপিতে যে আরও একটা পালক জুড়তে পারবেন, সেই বিশ্বাসটা রিবেরির আছে। বলছেন, “মেসি ও রোনাল্ডো আমার থেকে বেশি গোল করতে পারে। কিন্তু সব মিলিয়ে আমার পারফরম্যান্স ওদের থেকে ভাল। এর সঙ্গে আমি চ্যাম্পিয়ন্স লিগও জিতেছি।” সঙ্গে বায়ার্ন তারকা যোগ করেন, “আমি ব্যালন ডি’অর জিততে চাই। এরপর এই খেতাব জেতার সৌভাগ্য হবে কি না জানি না।” |
|
সেই দৃশ্য। চোট পেয়ে মাঠ ছাড়ছেন সিআর সেভেন। |
ব্যালন ডি’অরে ভোট কম পড়ায়, সেরা ফুটবলার নির্বাচনের তারিখ শুক্রবার পর্যন্ত বাড়িয়েছে ফিফা। ব্রিটিশ প্রচারমাধ্যম মনে করছে, ব্যক্তিগত পারফরম্যান্সে এগিয়ে রোনাল্ডোই। পাশাপাশি একক দক্ষতায় পর্তুগালকে বিশ্বকাপের মূলপর্বে তোলায় রোনাল্ডোর সুযোগ আরও বেড়েছে। কিন্তু ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স লিগ-সহ জার্মান ত্রিমুকুট জিতেছেন রিবেরি। এ ছাড়াও সব মিলিয়ে রিবেরির পরিসংখ্যান রোনাল্ডো এবং মেসির থেকে ভাল। বায়ার্ন মিউনিখ তারকার বিশ্বসেরা ফুটবলার হওয়ার দাবিকে সমর্থন করে উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনি আগে বলেছিলেন, “রিবেরি কিন্তু ব্যালন ডি’অর জেতার ক্ষমতা রাখে। ও ইউরোপের সেরা ফুটবলার হয়েছে। খুব ভাল খেলেছে গত মরসুম। তাই মেসি-রোনাল্ডোর জন্য প্রধান চ্যালেঞ্জ রিবেরি।” এখন দেখা যাক, ভোট কোন দিকে পড়ে।
|
পুরনো খবর: চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে হয়তো নেই রোনাল্ডো |
|