টুকরো খবর
ডেম্পোর ড্র
পুণে এফসি-র বিরুদ্ধেও জয় অধরা থেকে গেল ডেম্পোর। গোয়ায় বুধবার ১-১ ড্র করলেন বেটোরা। আই লিগে দশটি খেলে ডেম্পো জিতেছে মাত্র দু’টি। মোহনবাগানের মতো। ওডাফাদের সঙ্গে সমান পয়েন্ট (১১) নিয়ে লিগ তালিকার ন’নম্বরে রয়েছে ডেম্পো। এ দিন বিরতির ঠিক পরেই ডেম্পোকে এগিয়ে দেন বেটো। সমতা ফেরাতে অবশ্য সময় নেয়নি পুণে। বেটোর গোলের ঠিক চার মিনিটের মাথায় মুস্তাফার গোলে এক পয়েন্ট নিশ্চিত করেন আরাতা ইজুমিরা। ৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পুণের দলটি এই মুহূর্তে রয়েছে তিনে। আই লিগের অন্য ম্যাচে পুণেতে রাঙ্গদাজিদের সঙ্গে ড্র করল মুম্বই এফসি। ম্যাচের প্রথমার্ধে মননদীপ সিংহের গোলে রাংদাজিদ এগিয়ে গেলেও বিরতির পর মুম্বই এফসি-র আশুতোষ মেহতা সমতা ফেরান।

সিএবি-র কর্মশালা
সিএবি-র পরিচালনায় ও বাঁকুড়া জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় তিন দিনের ‘ডিস্ট্রিক্ট আম্পায়ার ওয়ার্কশপ’ হয়ে গেল বাঁকুড়া স্টেডিয়ামে। শুক্রবার শুরু হওয়া এই কর্মশালায় বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের ৩০ জন যোগ দেন। বিসিসিআই প্যানেলভুক্ত প্রাক্তন আম্পায়ার অনিরুদ্ধ বন্দ্যোপাধ্যায় ও সুশান্ত পাঠক তাঁদের প্রশিক্ষণ দেন। বাঁকুড়া জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বলেন, “যাঁরা লিখিত পরীক্ষায় ভালো ফল করবেন, সিএবি তাঁদের কলকাতায় নিয়ে গিয়ে প্রশিক্ষণ দেবে।” গ্রামাঞ্চলে ক্রিকেটকে আরও জনপ্রিয় করতেই সিএবি-র এই উদ্যোগ।

আন্তঃকলেজ ফুটবল
বর্ধমান বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ফুটবলে বুধবার বাঁকুড়ার পণ্ডিত রঘুনাথ মুর্মু মহাবিদ্যালয় টাইব্রেকারে ৪-২ গোলে হুগলির চন্দননগর গর্ভমেন্ট কলেজকে হারিয়েছে। এর আগে তারকেশ্বর ডিগ্রি কলেজ ২-০ গোলে বাঁকুড়ার রামাই পণ্ডিত কলেজকে ও ধনেখালির সেন্টেনারি মহাবিদ্যালয় ৪-০ গোলে গলসি মহাবিদ্যালয়কে হারায়।

জুনিয়র এশিয়া কাপে বাংলার গণি
মালয়েশিয়ায় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতীয় দলে ডাক পেলেন বাংলার আমির গণি। বাংলার তরুণ এই অফস্পিনার ছাড়াও পূর্বাঞ্চল থেকে মালয়েশিয়াগামী ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন ঝাড়খণ্ডের পেসার মনু কুমারও। স্ট্যান্ড বাই হিসেবে রয়েছেন বাংলার আর এক ক্রিকেটার প্রীতম চক্রবর্তী। টুর্নামেন্ট শুরু আগামী ডিসেম্বর।

বিশ্বকাপ স্টেডিয়াম ভেঙে মৃত তিন

অভিশপ্ত স্টেডিয়ামের ভেঙে পড়া অংশ। সাও পাওলোয়।
২০১৪ বিশ্বকাপ ফুটবলের প্রথম ম্যাচ হবে যে স্টেডিয়ামে, বুধবার তার কিছুটা অংশ ভেঙে পড়ায় তিন জন মারা গেলেন। সাও পাওলোর এই স্টেডিয়াম ইতাকুয়েরাও-এর বেশ বড় অংশে ক্ষতি হয়েছে বলেও জানা গিয়েছে। আয়োজকদের আগামী মাসে যে ১২টি স্টেডিয়াম সংস্কারের পর ফিফার হাতে তুলে দেওয়ার কথা, তার মধ্যে এই স্টেডিয়ামটি অন্যতম। এই দুর্ঘটনায় সেই প্রক্রিয়া পিছিয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে নেপাল
বাছাই পর্বের ম্যাচে হংকং-কে পাঁচ উইকেটে হারিয়ে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল নেপাল। এর আগে আফগানিস্তান আর আয়ারল্যান্ডও আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। জয়ের জন্য ১৪৪ তাড়া করতে নেমে দুই ওপেনার সুভাষ খাকুরেল আর সাগর পান শুরুটা ভাল করলেও নিয়মিত উইকেট হারানোয় শেষ ওভারে কিছুটা চাপে পড়ে গিয়েছিল নেপাল। ছ’বলে তেরো রান করলেই জয় হাতের মুঠোয়, এই অবস্থায় নেপালের শরদ ভেসাওকর টিমকে জয় এনে দেন।

দুর্ঘটনা থেকে বাঁচলেন ফার্দিনান্দরা
বেয়ার লেভারকুসেনের বিরুদ্ধে খেলতে গিয়ে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ফুটবলাররা। মঙ্গলবার বিকেলে রিও ফার্দিনান্দদের চার্টার্ড বিমান জার্মানির কোলন বিমানবন্দরে নামার কথা ছিল। কিন্তু বিমানটি মাটি থেকে ৪০০ মিটার উপরে থাকার সময় আর একটি বিমান রানওয়ে লক্ষ্য করে নামায় আচমকা অবতরণ বাতিল করে দেন চার্টার্ড বিমানের চালক। পরে ম্যান ইউ টিমের কাছে ক্ষমা চান বিমানচালক। রুদ্ধশ্বাস অভিজ্ঞতা নিয়ে ফার্দিনান্দের টুইট, “ভয়ঙ্কর ল্যান্ডিংটার ধাক্কা সদ্য কাটিয়ে উঠেছি।”




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.