সুস্থ হতে ঘরের পথে হাঁটলেন লিওনেল মেসি। হ্যামস্ট্রিং চোট সারিয়ে দ্রুত মাঠে ফিরতে দ্বিতীয় দফার চিকিৎসার জন্য শুক্রবার আর্জেন্তিনা উড়ে যাচ্ছেন বার্সেলোনার চোখের মণি।
ক্লাবের ওয়েবসাইটে সরকারি ভাবে জানানো হয়, “বার্সেলোনাতে মেসির প্রথম দফার চিকিৎসা শেষ। ক্লাব ডাক্তারদের পরামর্শে শুক্রবার মেসি আর্জেন্তিনা যাবে দ্বিতীয় দফার চিকিৎসার জন্য।” স্প্যানিশ প্রচারমাধ্যম জানাচ্ছে, শেষ কয়েক দিনে মেসির হ্যামস্ট্রিংয়ের চোট পরীক্ষা করে বার্সেলোনা মেডিক্যাল ইউনিট সন্তুষ্ট। ক্লাব ডাক্তার রিকার্ড প্রুনা এবং ফিজিও এলভিও পাওলোরসো মনে করেন, জানুয়ারি মাসে খুব তাড়াতাড়ি মাঠে ফিরবেন এলএম টেন। “চোট সারিয়ে ওঠার লড়াইয়ে মেসির চিকিৎসা সঠিক পথে এগোচ্ছে,” বলেন রিকার্ড। মেসির চিকিৎসার উপর নজর রাখার জন্য ডিসেম্বর মাসের মাঝে আর্জেন্তিনা উড়ে যাবেন এই দু’জন।
|
এ দিন আবার ক্লাব সতীর্থকে ‘গেট ওয়েল সুন’ বার্তা পাঠালেন নেইমার। বার্সেলোনার মহাতারকাকে চোট সারিয়ে ওঠার লড়াইয়ে আত্মবিশ্বাস যুগিয়ে নেইমার বলেন, “আমি আশা করছি মেসি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে। যাতে দলে ফিরে আমাদের সাহায্য করতে পারে।” সঙ্গে ব্রাজিলের ‘ওয়ান্ডারকিড’ যোগ করেন, “খুবই খারাপ যে মেসি দলে থাকতে পারছে না। বার্সেলোনায় মেসি এক অপরিহার্য অঙ্গ। যে কোনও সময় ম্যাচের ছবি পাল্টানোর ক্ষমতা রাখে ও।” বার্সেলোনার মহাতারকার সঙ্গে এক দলে খেলাই যে তাঁর স্বপ্ন ছিল, সে কথা জানিয়ে নেইমার বলেন, “আমার সব সময় স্বপ্ন ছিল মেসির মতো ফুটবলারের সঙ্গে এক দলে খেলা। যে স্বপ্ন পূর্ণ করতে পেরে নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে।” |