সচিন নিয়ে তালিবান বিতর্ক
মৃত জঙ্গিদের ‘শহিদ’ তকমা দেওয়ার চেষ্টায় পাকিস্তানি তালিবান গোষ্ঠী আচমকা সচিন তেন্ডুলকরকে টেনে আনায় বিতর্ক তৈরি হয়ে গেল! প্রথমে সংবাদ সংস্থা জানায়, নিষিদ্ধ তেহরিক-ই-তালিবান-এর পাকিস্তানি মুখপাত্র শাহিদুল্লা শাহিদ এক ভিডিও বার্তায় পাক মিডিয়াকে বলেছেন, “সচিনের খেলার মাঠ থেকে বিদায়ী মুহূর্ত নিয়ে প্রশংসা বন্ধ করো। সচিন এক জন ভারতীয় ক্রিকেটার। এটা দেখা দুর্ভাগ্যজনক যে, পাক মিডিয়া ওকে নিয়ে মাত্রাতিরিক্ত আদিখ্যেতা করছে।” পরে অবশ্য সংবাদ সংস্থা জানায়, সম্প্রতি নিহত জঙ্গি হাকিমুল্লা মেহসুদকে জামাত-ই-ইসলাম প্রধান মুনাওয়ার হাসান শহিদ আখ্যা দিয়েছিলেন। যা নিয়ে পাকিস্তানে প্রবল সমালোচনা হচ্ছে। এই সমালোচকদের একহাত নিয়ে ওই ভিডিও ক্লিপিংয়ে তালিবান মুখপাত্র শাহিদুল্লা উদাহরণ হিসাবে তেন্ডুলকরের নাম উল্লেখ করেছেন। প্রচারমাধ্যমই বরং প্রথমে ব্যাপারটার ভুল ব্যাখ্যা করেছিল।

ছবি: পিটিআই।
আসলে ওই ভিডিও বার্তায় তালিবান মুখপাত্র শাহিদুল্লা নাকি বলেছেন, “মুনাওয়ারের যারা সমালোচনা করছে তাদের ব্যাপারটা অনেকটা এ রকম পাক ক্রিকেট দলের অধিনায়ক মিসবা-উল-হকের সমালোচনা করে ভারতীয় ক্রিকেটার সচিন তেন্ডুলকরের বন্দনা করা। এমন অনেক লোক আছে যারা হয়তো বলবে সচিন বিরাট ক্রিকেটার হওয়া সত্ত্বেও ওকে প্রশংসা করো না কারণ ও পাকিস্তানি নয়। বরং মিসবা খারাপ ক্রিকেটার হলেও ওর প্রশংসা করো কারণ, ও পাকিস্তানের ক্রিকেটার।” মুখপাত্রটির দাবি, “মার্কিনদের জন্য যারা লড়ে মরছে সেই সব পাক সেনাদের শহিদ বলা হচ্ছে। অথচ, ইসলামের জন্য লড়ে যে তালিবানদের মৃত্যু ঘটছে তাদের একই সম্মান দেওয়া হচ্ছে না।” তাঁকে নিয়ে অনভিপ্রেত তালিবান-বিতর্কের দিনই সচিন তেন্ডুলকরের মাথায় উজ্জ্বল পালকও। সদ্য প্রাক্তন সচিনকেই তাদের দক্ষিণ এশিয়ার কর্মকাণ্ডের প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসাডর বাছল ইউনিসেফ। এশিয়ার ওই অঞ্চলের স্বাস্থ্যকর পরিবেশের প্রচারে সচিনের ভাবমূর্তিকে ব্যবহার করা হবে। মুগ্ধ সচিন বলেছেন, “আমার জীবনের এই অসাধারণ দ্বিতীয় ইনিংসের সুযোগ দেওয়ার জন্য ইউনিসেফ-কে ধন্যবাদ।”




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.