বার্সেলোনার রেকর্ড ভাঙল বায়ার্ন
রোনাল্ডো হয়ে উঠলেন বেল
হত ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অনুপস্থিতিতে সিআর সেভেন সদৃশ ফ্রিকিক গোল করলেন গ্যারেথ বেল! ভিআইপি বক্সে বসা স্যর অ্যালেক্স ফার্গুসনের সামনে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পাঁচটি গোলের মধ্যে চারটিই সাজিয়ে দিলেন ওয়েন রুনি! সিএসকেএ মস্কোকে তিন গোল মেরে গতবারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ টানা দশ ম্যাচ জিতে বার্সেলোনার রেকর্ড ভাঙল। সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগে বুধবারের রাত ব্যক্তিগতের পাশাপাশি দলগত শৌর্যেও ঝলমলে!
গালাতাসারের বিরুদ্ধে অন্তত এক পয়েন্ট দরকার ছিল রিয়াল মাদ্রিদের, গত রাতেই নক আউটে ওঠার টিকিট পেতে। কিন্তু একে চোটের জন্য রোনাল্ডো মাঠের বাইরে, তার উপর র্যামোস গোড়ার দিকেই লালকার্ড দেখায় ম্যাচের বেশির ভাগ সময় দশ জনে খেলা রিয়াল খানিকটা বেকায়দায় ছিল। এই অবস্থায় বিশ্বের সবচেয়ে দামী ট্রান্সফার ঘটিয়ে টটেনহ্যাম আগত বেল রিয়ালের গোলের ঘণ্টাধ্বনি বাজানো শুরু করেন। এবং সেটাও রোনাল্ডোর ভঙ্গিতে করা অসাধারণ ফ্রিকিক থেকে করা গোলে!

ফ্রিকিক থেকে বেলের গোল।
বর্ষীয়ান ইতালীয় কোচ কার্লো আন্সেলোত্তির রিয়াল টিমে ক্রমেই জমে উঠছেন বেল। ইংরেজ তরুণের ৩৭ মিনিটে করা গোল অবশ্য পরের মিনিটেই শোধ করে দিয়েছিলেন তুরস্কের ক্লাবের উমুট বুলুট। কিন্তু ঘরের মাঠ বের্নাবাওয়ে দ্বিতীয়ার্ধে অপ্রতিরোধ্য রিয়াল আরও তিন গোল করে ৪-১ জিতে শেষ ষোলোয় উঠে যায় গ্রুপ ‘বি’-র এক নম্বরে থাকা নিশ্চিত করে। ৫১ থেকে ৮১ মিনিটে পরপর গোলগুলি করেন আর্বেলোয়া, দি’মারিয়া আর ইস্কো।
রিয়াল কোচ আন্সেলোত্তি বলেন, “আমরা দশ জনেই মনে হয় বেশি ভাল খেলেছি। বিশেষ করে দ্বিতীয়ার্ধে।” এই গ্রুপেই চিলির ভিদালের হ্যাটট্রিকে (তিনটের মধ্যে দু’টি পেনাল্টি গোল) জুভেন্তাস ৩-১ কোপেনহাগেন-কে হারিয়ে নক আউটে ওঠার আশা জিইয়ে রেখেছে।
লেভারকুসেনের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ৫-০ জয়ে গোলগুলি করেন ভ্যালেন্সিয়া, ইভান্স, স্মলিং, নানি এবং অন্যটি বিপক্ষের স্পাহিকের আত্মঘাতী। রুনির দুর্দান্ত সাপোর্টিং প্লে-র পাশপাশি ম্যাচের দু’দিন পরেই চল্লিশে পা রাখতে চলা রায়ান গিগস-ও চমকে দিয়েছেন।

মুখোশে মুখোশে রোনাল্ডোময় বের্নাবাও।
পুরো নব্বই মিনিট খেলার পাশাপাশি একটি অনবদ্য পাসে সতীর্থকে দিয়ে গোল করান ইউনাইটেডের চিরসবুজ মিডফিল্ডার। মোয়েসের দল গ্রুপ ‘এ’-তে শীর্ষে থেকে নক আউটে উঠল। উচ্ছ্বসিত ইউনাইটেডের নতুন ‘বস’ বলেন, “সম্ভবত এ মরসুমের সেরা ম্যাচ খেললাম আমরা। জার্মানির মাটিতে জার্মান ক্লাবকে পাঁচ গোল মারাটা সত্যিই স্পেশ্যাল।”
বায়ার্ন টানা সবচেয়ে বেশি ম্যাচ জেতার ১১ বছরের পুরনো রেকর্ড (বার্সেলোনা ২০০২) ভাঙে মস্কোর মাঠে সিএসকেএ-কে ৩-১ হারিয়ে। ‘ডি’ গ্রুপে গুয়ার্দিওয়ালার বায়ার্নের গোলগুলি করেন রবেন, গোটজে আর পেনাল্টি থেকে টমাস মুলার।

ফেস্টুনে রোনাল্ডোময় বের্নাবাও।
বায়ার্নের ‘পারফেক্ট টেন’ প্রসঙ্গে রবেনের মন্তব্য, “আমরা সব সময় বলে আসছি রেকর্ডের জন্য আমরা খেলি না। আমরা খেলি ট্রফির জন্য। তবে আমাদের দলটা গ্রেট। যে জন্য কোনও না কোনও রেকর্ড করেই চলেছি। এমন একটা টিমের সদস্য হতে পেরে আমি গর্বিত।” এই গ্রুপেই বায়ার্নের মতো আগেই নক আউটে চলে যাওয়া ম্যাঞ্চেস্টার সিটি গত রাতে আগেরো, সমীর নাসরি, নেগ্রেদো আর জেকোর গোলে ৪-২ হারিয়েছে ভিক্টোরিয়া প্লাজেন-কে।
প্রি-কোয়ার্টারের অর্ধেক দল আপাতত চূড়ান্ত হল— রিয়াল, ম্যান ইউ, চেলসি, ম্যান সিটি, বার্সেলোনা, বায়ার্ন, প্যারিস সাঁ জাঁ আর আটলেটিকো।
বুধবার রাতের ফল
সিএসকেএ ১:৩ বায়ার্ন
শাখতার ৪:০ সোসিয়েদাদ
ম্যান সিটি ৪:২ প্লাজেন
লেভারকুসেন ০:৫ ম্যান ইউ
রিয়াল ৪:১ গালাতাসারে
জুভেন্তাস ৩:১ কোপেনহাগেন
প্যারিস সাঁ জাঁ ২:১ অলিম্পিয়াকোস
আন্ডারলেখট ২:৩ বেনফিকা

ছবি: এএফপি।

পুরনো খবর






First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.