হেরেও নকআউট পর্বে চেলসি
মেসিহীন বার্সেলোনা বধ আয়াখসের
ত চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বার্সার রাজপুত্রের চোটের পরপরই কথাটা চালু হয়ে গিয়েছিল। ‘লিও মেসি না থাকলে বার্সেলোনার অর্ধেক শক্তি শেষ’। যে ধাক্কায় শেষ পর্যন্ত আর ফাইনালে যাওয়া হয়নি স্প্যানিশ ক্লাবের। ০-৭ হারতে হয়েছিল বায়ার্ন মিউনিখের কাছে। মঙ্গলবার নেদারল্যান্ডসে যেন সেই কথাটাই আবার প্রমাণ হল। ১-২ হেরে জোহান ক্রুয়েফের দেশে পয়েন্ট খোয়াল বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগে ডাচ কিংবদন্তির সামনেই তাঁর প্রাক্তন ক্লাব আয়াখসের বিরুদ্ধে মরসুমের প্রথম হার কাতালান ক্লাবের। আগেই নক আউট পর্বে যাওয়া নিশ্চিত হয়ে গেলেও শীর্ষে থাকা নিশ্চিত করতে হলে এখনও নেইমারদের গ্রুপের শেষ ম্যাচে সেল্টিকের বিরুদ্ধে অন্তত এক পয়েন্ট চাই।
চোটের জন্য মেসি-সহ প্রথম দলের পাঁচ ফুটবলারকে এই ম্যাচে পাননি বার্সা কোচ টাটা মার্টিনো। ফুল ব্যাক দানি আলভেস, আদ্রিয়ানো, ইয়র্দি আলবা আর টিমের এক নম্বর গোলকিপার ভিক্টর ভালদেস। তাতেই কি প্রথমার্ধে বার্সা প্রায় গুটিয়ে ছিল? পাসের ফুলঝুরি নেই, বল পজেশনে দাপট নেই। এর মধ্যেই পেড্রোর ক্রস থেকে নেইমার আর ফাব্রেগাসের গোলের সুযোগ নষ্ট করাটা আরও চাপে ফেলে দেয় স্প্যানিশ ক্লাবকে। যার খেসারত প্রথমার্ধেই নেইমারদের ০-২ পিছিয়ে পড়া। ১৮ মিনিটে রিকার্ডো ভ্যান রিনের ক্রস থেকে দুরন্ত গোল করে বার্সাকে প্রথম ধাক্কা দেন থুলানি সেরিরো। প্রথমার্ধের শেষ দিকে দ্বিতীয় ধাক্কা হোইসেনের।

গোলের জন্য প্রাণপাত। তবু ব্যর্থ নেইমার। ছবি: এএফপি।
দ্বিতীয়ার্ধে ছবি কিছুটা পাল্টায় নেইমারকে বক্সের মধ্যে ফাউল করে আয়াখসের ভেল্টম্যানের লাল কার্ড দেখার পর। পেনাল্টি থেকে ব্যবধান কমান জাভি। কিন্তু দশ জনের আয়াখসের বিরুদ্ধে বল পজেশন আর প্রচুর সুযোগ পেলেও গোল শোধ করতে ব্যর্থ কাতালান ক্লাব। ম্যাচের পর টাটা মার্টিনোর কথাতেও তাই হতাশা স্পষ্ট, “প্রথমার্ধে আমরা সঠিক মানসিকতা দেখাতে পারিনি। ব্যক্তিগত পর্যায়ে দেখলেও আয়াখসের থেকে আমরা পিছিয়ে ছিলাম।” পিকেও কোচের সঙ্গে একমত, “প্রথমার্ধটা আমরা ভয়ঙ্কর খারাপ খেলেছি। দ্বিতীয়ার্ধে ওরা দশজনে হয়ে যাওয়ায় আমরা দাপট দেখাতে শুরু করেছিলাম। কিন্তু সেটা কাজে এল না। দলের মানসিকতা আর পারফরম্যান্সে উন্নতি হয়েছে ঠিকই কিন্তু তার প্রতিফলন মাঠে দেখাতে হবে। এই হারের কোনও অজুহাত নেই।”
চ্যাম্পিয়ন্স লিগেই বাসেলের কাছে হারেরও কোনও অজুহাত খুঁজে পাচ্ছেন না হোসে মোরিনহো। ম্যাচ শেষের তিন মিনিট আগে বাসেলের বক্সের বাইরে থেকে প্রায় চেলসির বক্স পর্যন্ত ফাবিয়ান খারের লম্বা পাস থেকে মহম্মদ সালেহ যে ভাবে জয় এনে দেন, তার কোনও ব্যখ্যা নেই মোরিনহোর। চেলসি কোচ বলেই ফেললেন, “অদ্ভুত গোল। ওরা কী ঘুমোচ্ছিল? যদি না ঘুমোয় এই গোলটা কী ভাবে সম্ভব?” তবে বুখারেস্ট আর শালকের ম্যাচ গোলশূন্য ড্র হওয়ায় মোরিনহোর টিমের এই হারের পরও নক আউটে যাওয়া আটকাচ্ছে না।
মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের ফল
আয়াখস ২-১ বার্সেলোনা
বাসেল ১-০ চেলসি
আর্সেনাল ২-০ মার্সেই
মিলান ৩-০ সেল্টিক

জেনিথ ১-১ আটলেটিকো
শালকে ০-০ স্টুয়া
ডর্টমুন্ড ৩-১ নাপোলি
পোর্তো ১-১ উইয়েন




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.