গ্রিন পার্কে ধবন-ধামাকা, পোর্ট এলিজাবেথে স্টেইনের গোলা
দক্ষিণ আফ্রিকার জন্য আমরা তৈরি বলছেন কোহলি
লতি বছরে ছ’টা আন্তর্জাতিক সেঞ্চুরি হয়ে গিয়েছে এক জনের। অন্য জন এক দিনের ক্রিকেটে দ্রুততম পাঁচ হাজার রান করে ছুঁয়ে ফেলেছেন ভিভ রিচার্ডসের রেকর্ড। বুধবার কানপুরে সেঞ্চুরি করে এক জন ম্যান অব দ্য ম্যাচ। অন্য জন তিন ম্যাচে দুশোর উপর রান করে ম্যান অব দ্য সিরিজ। তবু শিখর ধবন-বিরাট কোহলি সম্ভবত খুব একটা নিশ্চিন্তে দক্ষিণ আফ্রিকার বিমান ধরতে পারবেন না।
কারণ একই দিনে যে সাগর পাড়ের ওপারে তাঁদের সবচেয়ে বড় শত্রু বাইশ গজে আগুন ঝরিয়ে রাখলেন। পাকিস্তানের বিরুদ্ধে পোর্ট এলিজাবেথে ৩৯ রান দিয়ে ছ’টা উইকেট তুলে নিলেন ডেল স্টেইন। ওয়ান ডে-তে নিজের সেরা বোলিং করে। তবে ভারতের পক্ষে একটাই ভাল খবর। স্টেইনের বিধ্বংসী বোলিংয়ের পরেও ম্যাচ জিততে পারেনি দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের ২৬২ রান তাড়া করে এক রানে হেরে তিন ম্যাচের সিরিজ ০-২ হারল দক্ষিণ আফ্রিকা।
শিখরে ধবন
ওয়ান ডে-তে জীবনের সেরা ইনিংস।
ওয়ান ডে-তে নিজের দ্রুততম সেঞ্চুরি।
সবথেকে কম ওয়ান ডে ইনিংসে (২৮) পাঁচটা সেঞ্চুরি।
চলতি বছরে সব চেয়ে বেশি ছ’টা আন্তর্জাতিক সেঞ্চুরি।
৯৫ বলে ১১৯
সুনীল গাওস্কর বলছেন, দক্ষিণ আফ্রিকা সফরের জন্য এই সিরিজ জয়টা কাজে লাগবে। “এই সিরিজে ভারতীয় দলটা চারিত্রিক দৃঢ়তা দেখিয়েছে। যেটা দক্ষিণ আফ্রিকার মতো কঠিন সফরে কাজে আসবে।” ধবন-কোহলি বলে দিচ্ছেন, দক্ষিণ আফ্রিকার জন্য তৈরি। “আমরা প্রচুর রান করছি...তবে জানি আসল চ্যালেঞ্জ হল দক্ষিণ আফ্রিকা। আমাদের টিমটা চ্যালেঞ্জ নিতে ভালবাসে। আমরা দক্ষিণ আফ্রিকার জন্য তৈরি আর এও বলছি, সমর্থকেরা কিন্তু আমাদের পারফরম্যান্সে হতাশ হবেন না,” বলছেন সিরিজে ২০৪ রান করা কোহলি।
এ দিন ওয়ান ডে-তে নিজের সেরা ইনিংস এবং দ্রুততম সেঞ্চুরি করে এসে ধবনের প্রতিক্রিয়া, “ঈশ্বরকে ধন্যবাদ আমাকে এ রকম একটা বছর উপহার দেওয়ার জন্য। যে ভাবে সেঞ্চুরি করে চলেছি, তার চেয়ে ভাল কিছু হয় না। এই অভ্যাসটা ধরে রাখতে চাই দক্ষিণ আফ্রিকাতেও।”
যে রাস্তায় ভারতীয় ব্যাটসম্যানদের সামনে সবচেয়ে বড় বাধা হতে চলেছেন স্টেইন। পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে ৫০ উইকেট তুলে নিয়েছেন। দক্ষিণ আফ্রিকার প্রচার মাধ্যমও বলা শুরু করেছে, ভারতীয় ব্যাটিংকে আগুনে পরীক্ষার মুখে ফেলার জন্য তৈরি বিশ্বের সেরা ফাস্ট বোলার।
আগুনে স্টেইন
ওয়ান ডে-তে জীবনের সেরা বোলিং।
পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বের সেরা বোলিং স্পেল।
চলতি বছরে সব মিলিয়ে ৭৮ আন্তর্জাতিক উইকেট।
চলতি বছরে দ্বিতীয় বোলার হিসাবে কোনও
ওয়ান ডে ম্যাচে পাঁচ বা তার বেশি উইকেট নিলেন।
৯-০-৩৯-৬
দক্ষিণ আফ্রিকার পিচে খেলার জন্য অবশ্য এখন থেকেই মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছেন ধবন। কয়েক মাস আগে ভারতীয় ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকায় ২৪৮ রানের ইনিংস খেলে এসেছিলেন এই বাঁহাতি ওপেনার। সে কথা উঠতেই বলছেন, “শেষ দক্ষিণ আফ্রিকা সফরের ব্যাপারটা মাথায় আছে। দক্ষিণ আফ্রিকার পিচে রান পেয়েছি। ফলে এ বারও রান পাব, এই বিশ্বাসটা আমার আছে।” কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজটা কি দক্ষিণ আফ্রিকা সফরের জন্য উপযুক্ত প্রস্তুতি হল? ধবন পরিষ্কার বলছেন, “অবশ্যই এটা একটা ভাল জয়। আমরা পর পর বেশ কয়েকটা সিরিজ আর টুর্নামেন্ট জিতলাম। জয়ের এই অভ্যাসটা গড়ে তোলা খুব জরুরি।”

ধবনকে সার্টিফিকেট গাওস্করের
চলতি মরসুমে শিখর ধবনই ভারতীয় ক্রিকেটের ‘সবচেয়ে বড় আবিষ্কার’। ভারতের নতুন তারকা শিখর ধবনের প্রশংসায় পঞ্চমুখ স্বয়ং ‘লিটল মাস্টার’ সুনীল গাওস্কর। কানপুরে এ দিন ধবনের আর এক বিধ্বংসী ইনিংসের পরে গাওস্কর বলেন, “শিখর ধবন এ বছর ভারতীয় দলের সবচেয়ে বড় আবিষ্কার। ওয়ান ডে তে পাঁচটা সেঞ্চুরি করেছে। তা-ও আবার কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে।” গাওস্কর আরও মনে করছেন যে, বড় ম্যাচের প্লেয়ার হয়ে দাঁড়িয়েছেন ধবন। “ধবনের সেঞ্চুরিগুলো বড় ম্যাচে এসেছে। ও খুব ভাল ফর্মে আছে।” ২০১০ সালে ওয়ান ডে অভিষেকের পরে দল থেকে বাদ পড়াই উদ্বুদ্ধ করেছে ধবনকে আরও শক্তিশালী ক্রিকেটার হয়ে প্রত্যাবর্তন করতে, সেই কথা জানিয়ে গাওস্কার বলেন, “আমার মনে হয় শেষ দু’বছরে যখন ধবন দল থেকে বাদ পড়ে তখন ও বুঝতে পেরেছে যে কুড়ি বা তিরিশ রান করলে হবে না। সেই কারণেই আরও ভাল ক্রিকেটার হয়ে ফিরতে পেরেছে দলে।”

ওয়েস্ট ইন্ডিজ
চার্লস বো কুমার ১১
পাওয়েল ক ধবন বো অশ্বিন ৭০
স্যামুয়েলস বো অশ্বিন ৭১
ড্যারেন ব্রাভো নট. আউট ৫১
সিমন্স ক ধোনি বো জাডেজা ১৩
ডোয়েন ব্রাভো ক অশ্বিন বো সামি ৪
স্যামি নট. আউট ৩৭
অতিরিক্ত ৬।
মোট (৫০ ওভারে) ২৬৩/৫।
পতন: ২০, ১৩৭, ১৬৮, ১৮৭, ১৯৬।
বোলিং: ভুবনেশ্বর ৮-০-৪২-১, মোহিত ৭-০-৪৭-০, সামি ১০-১-৪৯-১
অশ্বিন ১০-০-৪৫-২ রায়না ৫-০-২৯-০, জাডেজা ১০-০-৪৯-১

ভারত
রোহিত শর্মা ক ডোয়েন ব্রাভো বো রামপাল ৪
শিখর ধবন ক ও বো ডোয়েন ব্রাভো ১১৯
বিরাট কোহলি ক চার্লস বো রামপাল ১৯
যুবরাজ সিংহ ক ডোয়েন ব্রাভো বো নারিন ৫৫
সুরেশ রায়না ক চার্লস বো ডোয়েন ব্রাভো ৩৪
মহেন্দ্র সিংহ ধোনি নট. আউট ২৩
রবীন্দ্র জাডেজা নট. আউট ২
অতিরিক্ত ১০।
মোট (৪৬.১ ওভারে) ২৬৬/৫।
পতন: ২৯, ৬১, ১৯০, ২১৮, ২৫৫।
বোলিং: রামপাল ১০-১-৫৫-২, হোল্ডার ৬-০-৪৭-০, ডোয়েন ব্রাভো ১০-০-৫৭-২
নারিন ১০-১-৩২-১, স্যামি ৩-০-২২-০, সিমন্স ৩-০-১৭-০, পেরমল ৪.১-০-৩১-০

পুরনো খবর:




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.