বিশাখাপত্তনমে জিতে যে আত্মবিশ্বাস পেয়েছেন, সেই আত্মবিশ্বাস নিয়েই সিরিজের শেষ ওয়ান ডে-তে ঝাঁপিয়ে পড়তে চান ডোয়েন ব্র্যাভো ও তাঁর সতীর্থরা। বুধবার কানপুরে শেষ ম্যাচ খেলতে নামার চব্বিশ ঘণ্টা আগে এমনই হুঁশিয়ারি দিয়ে রাখলেন ক্যারিবিয়ান তারকা। বললেন, “গত ম্যাচের জয়ই আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। ভারতে এসে যে ভারতকে হারানো যায়, এই বিশ্বাসটা চলে এসেছে আমাদের মধ্যে।”
ভারতীয় শিবির অবশ্য মাঠে নামার আগেই এক ধাপ এগিয়ে। এই ম্যাচ জিতে তাঁরা যে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বাড়তি আত্মবিশ্বাস মজুত করে রাখতে চান, তা জানিয়ে রাখলেন দলের তরুণ পেসার ভুবনেশ্বর কুমার। একদিকে ব্র্যাভো যখন বলছেন আত্মবিশ্বাস নিয়ে ঝাঁপিয়ে পড়ার কথা, তখন ভুবি বলছেন, “এই সিরিজটা জিতে শেষ করতে পারলে দক্ষিণ আফ্রিকা সফরে আরও বেশি মানসিক শক্তি নিয়ে যেতে পারব আমরা।” |
ব্র্যাভো অবশ্য স্বীকার করে নিচ্ছেন, তাঁদের সিরিজ জেতাটা মোটেই সোজা হবে না। বলেন, “হারের পর ভারত এই ম্যাচে বেশ আক্রমণাত্মক ভাবেই ফিরে আসবে। তা ছাড়া ম্যাচটা যেহেতু দিনের, তাই যথেষ্ট গরম ও আর্দ্রতা থাকবে। কিন্তু বিশ্বের সেরা দলকে হারিয়ে সিরিজ জয়ের গুরুত্ব যে কতটা, সেটা সতীর্থদের বারবার মনে করিয়ে দিচ্ছে।”
দলের ব্যাটিংয়ের উন্নতিতে বেশ খুশি ব্র্যাভো বলেন, “ব্যাটসম্যানরা যে ভাল শুরু করতে পারছে, এটাই ভাল ব্যাপার। একটা সেঞ্চুরির চেয়ে কয়েকটা হাফ সেঞ্চুরি ও দু-তিনটে পার্টনারশিপ অনেক বেশি উপযোগী। আমরা চাই এটাই হোক। দলের বেশির ভাগ ব্যাটসম্যানই ভাল রান পাক। ব্যাটিংটা ভাল হলেই ভারতকে হারাতে পারব আমরা। টিম মিটিংয়ে এই নিয়ে আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি। দলের সবাই এই একটা ব্যাপারে একমত। শেষ ম্যাচে ব্যাটিংটা জমাট করার চেষ্টাটাই থাকবে আমাদের মধ্যে।” |