নতুন সুযোগের অপেক্ষায় নবীন-প্রবীণ
শামি আসায় বোলিংয়ে তেজ বেড়েছে, মানছেন জাহির
ভারতীয় দলে ফেরাটা তাঁর কাছে ছিল বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটা তো জেতা হয়েই গেল। এ বার আর একটা চ্যালেঞ্জ জেতার দৌড় শুরু করে দিয়েছেন জাহির খান। দক্ষিণ আফ্রিকায় সেই চেনা বিধ্বংসী পেসার জাহিরকে ফিরিয়ে আনার। এবং এটা আরও কঠিন বলে মনে করেন ভারতীয় দলের সবচেয়ে সিনিয়র পেসার। তবে তাঁর বিশ্বাস, এই চ্যালেঞ্জটাও জিতবেন তিনি।
ডেল স্টেইনদের বিরুদ্ধে ভারতীয় দলে তাঁকে রাখার সিদ্ধান্তটা সন্দীপ পাটিলরা জানানোর পরের দিন বলছিলেন ধোনিদের ‘জাক’। “জানতাম, ফেরার ডাক আসবে। গত এক বছর ধরে নিজেকে সে ভাবেই প্রস্তুত করেছি।”
এর আগের বারও যেখানে ‘কামব্যাক’ করেছিলেন, সেই দক্ষিণ আফ্রিকাতেই আবার সুযোগ এসেছে তাঁর। ফ্রান্সে ট্রেনিং শেষ করে এসে কয়েক মাস আগে ওই দেশটাতেই গিয়েছিলেন নিজের শরীরকে ঝরঝরে করে তুলতে, যাতে আর ফিটনেস নিয়ে কোনও সমস্যা না হয়। বললেন, “গত বছর যখন ভাবতে বসেছিলাম, কী ভাবে এ বার এগোবো, তখন নিজেকে প্রথমে প্রশ্ন করেছিলাম, ভারতীয় দলে ফিরতে চাই কি না। যখন মন বলল, হ্যাঁ, তখনই ঠিক করে ফেলি, ফেরার গেমপ্ল্যানটা কী হবে। এর জন্য আমাকে বেশ কয়েকজন ফিজিও এবং ট্রেনারের পরামর্শ নিতে হয়েছে।”
দক্ষিণ আফ্রিকায় ভারতীয় দলের একাধিক নতুন পেসারকে নেতৃত্ব দেবেন তিনি। এঁদের মধ্যে যে তাঁর মনে সবচেয়ে বেশি ছাপ ফেলেছেন বাংলার মহম্মদ শামি, তা জাহিরের কথাতেই স্পষ্ট। বললেন, “আমাদের বোলিং অ্যাটাক যথেষ্ট প্রতিশ্রুতিময়। বিশেষ করে শামি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যা বল করেছে, তা এক কথায় অসাধারণ। স্বপ্নের স্পেল করেছে ও। স্বপ্নের অভিষেক হয়েছে শামির। উপমহাদেশে উইকেট পাওয়া মোটেই সোজা নয়। আর ও যে শুধু উইকেট পেয়েছে বা নতুন বলে ভাল বল করেছে, তা নয়। পুরনো বলেও দুর্দান্ত বল করেছে। দক্ষিণ আফ্রিকায় ওদের প্রত্যেককেই আমি যথাসাধ্য সাহায্য করব।”
ফিটনেস বিশেষজ্ঞ এবং ভারতীয় দলের প্রাক্তন ট্রেনার আদ্রিয়ান লে রু-র তত্ত্বাবধানে দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে ট্রেনিং নিতে গিয়েছিলেন জাহির। সেটা যে তাঁর ‘কামব্যাক প্ল্যান’-এর মধ্যেই ছিল, তা জানিয়ে জাহির বলেন, “লে রু-র সঙ্গে আগেও কাজ করেছি বলে ওর সঙ্গে সম্পর্কটা বেশ ভাল। তবে ওর সঙ্গে ক্রিকেটকেন্দ্রিক ট্রেনিং-এর আগে ফ্রান্সে গিয়ে নিজের শারীরিক সক্ষমতা ফিরিয়ে আনার কাজটা করেছিলাম। এ সব ওই পরিকল্পনার মধ্যেই ছিল।”
ফ্রান্স এবং দক্ষিণ আফ্রিকায় প্রত্যাবর্তনের রাস্তায় অনেকটা হেঁটে এসে গত মাসে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিরুদ্ধে যখন বল করতে নামেন, তখনই জাহির বুঝতে পারেন, টিম ইন্ডিয়ার দিকে অনেকটাই এগিয়ে গিয়েছেন তিনি। এই নিয়ে মুম্বইয়ের তারকা বোলার বলেন, “ম্যাচ প্র্যাকটিসই আমার কাছে আসল প্রস্তুতি। ওই সিরিজে সেটাই দরকার ছিল আমার। ওখানে বল করে বুঝলাম, ধীর গতিতে হলেও নিজেকে অনেকটা তুলে আনতে পেরেছি আমি।” তবে জাহিরের ধারণা, আসল জায়গায় আসতে পারলেন রঞ্জি ট্রফির ম্যাচে। জাহির বলেন, “একটা স্পেল থেকে পরের স্পেলে যাওয়ার আগে নিজেকে ফের তৈরি করে নেওয়াটাই আসল ব্যাপার। রঞ্জি ম্যাচে আমি সেটাই করতে পারছিলাম। আর তাতেই বুঝলাম, আমি তৈরি।”

পুরনো খবর:




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.