কানপুরে সিরিজ নির্ণায়ক ম্যাচে বুধবার মুখোমুখি হতে চলেছে ভারত আর ওয়েস্ট ইন্ডিজ। মনে হচ্ছে ম্যাচটা উত্তেজক হবে। দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ যে ভাবে পাল্টা লড়ে সিরিজটা বাঁচিয়ে রাখল, সেটা সত্যিই ভাল।
ভারত-অস্ট্রেলিয়ার চেয়ে এই সিরিজটা একদম আলাদা। ওই সিরিজে প্রতিটা ম্যাচে প্রচুর রান উঠেছিল। তিরিশ হজের বৃত্তের ভেতর পাঁচ ফিল্ডার রাখার নতুন নিয়ম সত্ত্বেও যে এ বার বোলাররা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে, দেখে ভাল লাগছে। আগের ম্যাচে নিজের দশ ওভারে যে সুনীল নারিন মাত্র ৩৯ রান দিয়েছে, সেটা থেকেই বোঝা যাচ্ছে যে নতুন নিয়ম সত্ত্বেও ভাল বল করা যায়। |
এই ওয়ান ডে সিরিজটা শুরুর আগেই লিখেছিলাম যে, অস্ট্রেলিয়ার চেয়ে ওয়েস্ট ইন্ডিজ বোলিংয়ে বেশি বৈচিত্র আছে। ওদের স্পিন আক্রমণও বেশি ভাল, তাই সিরিজটা আকর্ষণীয় হবে। এখন পর্যন্ত দুটো ম্যাচেই কিন্তু কোনও টিম তিনশো করতে পারেনি। যার মানে হাতে ভাল বোলার থাকলে রান নিয়ন্ত্রণে রাখার যথেষ্ট সম্ভাবনা থাকছে।
দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের খেলায় অনেক উন্নতি দেখলাম। নারিন, হোল্ডার আর রামপল ভাল বল করেছিল। শেষের দিকে ধোনি ও রকম ঝোড়ো ব্যাটিং না করলে ভারত অত রান তুলতে পারত না। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়েরও প্রশংসা করতে হয়। ডারেন ব্র্যাভো, লেন্ডল সিমন্স, পাওয়েল আর স্যামির ইনিংসে ভর করেই ওরা ম্যাচটা বের করে নিল। এর মধ্যে স্যামির ব্যাটিং অবদানই সবচেয়ে বেশি। তবে ব্র্যাভো, সিমন্স আর পাওয়েলদের বুঝতে হবে যে, কাঠখড় পুড়িয়ে টিমকে জয়ের দিকে নিয়ে গিয়ে নিজেদের উইকেটগুলো বিপক্ষকে উপহার দিয়ে আসা ওদের মনোভাবের ভাল বিজ্ঞাপন নয়। ওদের চেষ্টা করতে হবে শেষ পর্যন্ত থেকে দলকে জিতিয়ে ফেরার।
ভারতীয় ব্যাটিং ভাল ছন্দে আছে। রোহিত, শিখর আর কোহলি টপ অর্ডারের দায়িত্ব নিয়ে নিয়েছে। রায়না আর যুবরাজ এখন পর্যন্ত খুব ভাল ফর্মে নেই। তবে আমার মনে হয় ওরা যথেষ্ট রিল্যাক্সড, আর শেষ ম্যাচে দু’জনেই জ্বলে উঠবে। বিশেষ করে এখন, যখন দক্ষিণ আফ্রিকা সফরের দল নির্বাচন হয়ে গিয়েছে। বিশাখাপত্তনমের শিশির ভারতীয় বোলারদের কাজটা কঠিন করে দিয়েছিল। ওদের হাত থেকে অত ফুলটস বেরোতে দেখে সত্যিই কষ্ট হচ্ছিল।
অনেক দিন পরে কানপুরে আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে। ওখানকার পিচটা কেমন হয়, দেখতে বেশ আগ্রহ হচ্ছে। এমনিতে ওখানে লো-বাউন্স ট্র্যাক থাকে। কিন্তু এই ম্যাচেও টসটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। শীত পড়ে গিয়েছে দেশে। আর ম্যাচটা যেহেতু তাড়াতাড়ি শুরু হচ্ছে, উইকেট আর হাওয়ার স্যাঁতস্যাঁতে ভাব পেসারদের সাহায্য করবে। দুই ক্যাপ্টেনই চাইবে টস জিতে আগে বল করে নিতে। |