ফি বছরের মতো এবারেও কার্তিকপুজোকে ঘিরে মেতে উঠেছিল বেলডাঙা। প্রায় আড়াইশো বছরের পুরোনো
এই উৎসবে যোগ দিতে দূরদুরান্ত থেকে বহু মানুষ এসেছিলেন। শনিবার ছিল কার্তিকপুজো। পরের দিন, রবিবার
ছিল কার্তিক লড়াই। ১৫ থেকে ১৬ ফুট উচ্চতার প্রতিমা কাঁধে করে শহর পরিক্রমা করে তারপরে বিসর্জন
দেওয়া হয়।
পরিক্রমার পথে বাদ্য যন্ত্র, প্রতিমার উচ্চতা, শোভাযাত্রার গতির প্রতিযোগিতা চলে। সেটাকেই
কার্তিক
লড়াই বলেন এলাকার মানুষ। তথ্য: সেবাব্রত মুখোপাধ্যায়। ছবি: গৌতম প্রামাণিক। |