পুরুলিয়া-বাঁকুড়া |
চেক নিন, ডিভিসি নিয়ে আবেদন কমিটির |
|
শুভ্রপ্রকাশ মণ্ডল, নিতুড়িয়া: রঘুনাথপুরে ডিভিসি-র তাপবিদ্যুৎ প্রকল্পকে ঘিরে ফের জট কাটার লক্ষ্মণ দেখা যাচ্ছে। এক দিকে, প্রকল্পের অনিচ্ছুক জমি-মালিকদের বোঝাতে মঙ্গলবার নিতুড়িয়া ব্লকের রায়বাঁধে সভা করল তৃণমূলের উদ্যোগে সদ্য গড়ে ওঠা ‘শিল্প উন্নয়ন কমিটি’। অন্য দিকে, অনিচ্ছুক জমি মালিকদের জন্য ফের চেক বিলি করার সিদ্ধান্ত নিল পুরুলিয়া জেলা প্রশাসন। |
|
অবৈধ মদ বিক্রি আটকাতে থানায় অবস্থান মহিলাদের |
নিজস্ব সংবাদদাতা, কোটশিলা: হুড়ার পরে ঝালদা-২ ব্লক। এলাকা থেকে বেআইনি মদের ঠেক অবিলম্বে উচ্ছেদ করার দাবিতে ফের পথে নামলেন মহিলারা। মঙ্গলবার এই ব্লকের হাজারেরও বেশি মহিলা এই দাবিতে কোটশিলা থানার সামনে অবস্থান করেন। পরে তাঁরা ওসি-র হাতে এই দাবিতে স্মারকলিপিও দেন। তাঁদের ক্ষোভ, এলাকায় দিনে দিনে বাড়ছে মদ্যপদের উপদ্রব। |
|
|
টুকরো খবর |
|
বীরভূম |
জেলা প্রশাসনের কাজে খুশি, মিলল আরও উন্নয়নের আশ্বাস |
|
অর্ঘ্য ঘোষ ও মহেন্দ্র জেনা, ইলামবাজার: সবে মঞ্চ থেকে মাটিতে পা পড়েছে। কিন্তু তখনও চোখেমুখে রোমাঞ্চ। হবেই বা না কেন! স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত থেকে ওঁরা চেক নিয়েছেন। ওঁরা মানে, দুবরাজপুরের চাঁদনিহার খাতুন, রামপুরহাটের শেখ রেজাউলরা। এক জন ‘কন্যাশ্রী’, অন্য জন ‘যুবশ্রী’ প্রকল্পে অনুদান পেলেন। উচ্ছ্বসিত হয়ে দু’জনেই বললেন, “আবেদন করেছিলাম। কিন্তু কখনও ভাবিনি দিদির হাত থেকেই ওই চেক পাব। দিদির জন্যই স্বপ্ন বাস্তব হল!” |
|
কাজই শেষ হয়নি, জলপ্রকল্পের উদ্বোধন ঘিরে প্রশ্ন রামপুরহাটে |
অপূর্ব চট্টোপাধ্যায়, রামপুরহাট: সকলের জন্য জল। পুরসভা এলাকায় পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে, মঙ্গলবার রামপুরহাটে জল প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর জন্য তাঁকে অবশ্য রামপুরহাটে আসতে হয়নি। ইলামবাজারে জনসভা থেকেই তিনি ওই প্রকল্পের উদ্বোধন করেন। তবে এখনই যে জল মিলবে তা নয়। কেন না, রামপুরহাট পুরসভার সব ওয়ার্ডে পাইপ লাইন বসানোর কাজ এখনও শেষ হয়নি। |
|
|
চিত্র সংবাদ |
|
|