পরিমাপে কারচুপি করা হয়নি জানিয়ে মঙ্গলবার ফের খুলে বাঁকুড়ার মাচানতলা তেমাথা মোড়ের পেট্রোলপাম্প। রবিবার রাতে কম পেট্রোল দেওয়ার অভিযোগ তুলে এই পাম্পে বিক্ষোভ দেখান গ্রাহকরা। পুলিশ পাম্পের মালিককে আটক করে। পাম্প বন্ধ রাখার নির্দেশ দেয় প্রশাসন। এ দিন বাঁকুড়ার অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) মৌমিতা বসু বলেন, “পাম্পের মেশিন খতিয়ে দেখে কোনও কারচুপি ধরা পড়েনি। তাই ফের পাম্প চালু করতে বলা হয়েছে।” কারচুপির অভিযোগ ওঠার পরে সোমবার জেলা প্রশাসন ও ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তদন্তকারী দল ওই পাম্প পরিদর্শন করেন। পাম্পের নজেল খতিয়ে দেখা হয়। এ দিন আইওসি-র দুর্গাপুর ডিভিশনের পুরুলিয়া ও বাঁকুড়া এরিয়ার ডেপুটি ম্যানেজার (রিটেল সেল) রমেন্দ্রনাথ মণ্ডল বলেন, “ওই পাম্পের সবকটি নজেল খতিয়ে দেখে কোনও কারচুপি নজরে আসেনি।” পাম্পের কর্ণধার রাজেশ ড্রোলিয়া বলেন, “ট্যাঙ্কে তেল কমে যাওয়ায় হয়তো তেল কিছুটা কম উঠছিল। এটা নজরে ছিল না। আমি দুঃখিত।” রমেন্দ্রনাথবাবুও বলেন, “ওই পাম্পের ২০ হাজার লিটারের ট্যাঙ্কে মোটে ৩০০ লিটার তেল ছিল। এ কারণে গ্রাহক কিছুটা তেল কম পেয়ে থাকতে পারেন। ওদের সতর্ক করে দিয়েছি। এই ঘটনার পরে সব পেট্রোল পাম্পেই ট্যাঙ্কে ৮-১০ হাজার লিটার তেল সবসময় মজুত রাখার নির্দেশ দিচ্ছি।” পাম্প কর্তৃপক্ষের বিরুদ্ধে মূল অভিযোগকারী স্বদেশ মণ্ডল বলেন, “ট্যাঙ্কিতে তেল নেই, এটা গ্রাহকদের না বলাটাই অন্যায়। আমার মতো বহু মানুষ কম তেল পেয়ে ঠকেছেন। তাহলে প্রশাসন কেন ব্যবস্থা নিল না?”
|
রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার নতুন ডিভিশন হল রঘুনাথপুরে। মঙ্গলবার ডিভিশন অফিসের উদ্বোধন করেন মন্ত্রী শান্তিরাম মাহাতো। ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সৃষ্টিধর মাহাতো, বণ্টন সংস্থার মেদিনীপুরের জোনাল ম্যানেজার বিনয় সেন এবং বিদ্যুৎ দফতরের পদস্থ কর্তারা। এত দিন জেলায় বণ্টন সংস্থার একটি মাত্র ডিভিশন ছিল পুরুলিয়ায়। সেখান থেকেই জেলার প্রায় সাড়ে তিন লক্ষ গ্রাহকের পরিষেবা সংক্রান্ত কাজ পরিচালনা হত। শান্তিরামবাবু বলেন, “রঘুনাথপুরে বিশেষ নজর রয়েছে রাজ্য সরকারের। ফলে, বিদ্যুতের মত গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশাসনিক কাজের সুবিধা ও গ্রাহকদের উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যেই এখানে নতুন ডিভিশন গড়া হয়েছে।” রঘুনাথপুর ডিভিশনের আওতায় রয়েছে রঘুনাথপুর মহকুমার ছটি ব্লক, মানবাজার ১ ও ২, পুঞ্চা এবং হুড়া ব্লকের ১১টি গ্রাহক পরিষেবা কেন্দ্র (গ্রুপ সাপ্লাই অফিস)। তবে, পরিষেবা দেওয়ার সঙ্গে যুক্ত ঠিকাদার সংগঠনের পার্থ মুখোপাধ্যায় ও তৃণমূল প্রভাবিত কর্মী সংগঠনের সম্পাদক অমর মাহাতোর বক্তব্য, “মানবাজার ও পুঞ্চা পুরুলিয়ার কাছে। ফলে বিদ্যুৎ সরবরাহে সমস্যা হলে রঘুনাথপুর থেকে পরিষেবা দিতে সমস্যা হবে। তাই ওই তিনটি ব্লককে পুরুলিয়া ডিভিশনের মধ্যে রাখার দাবি ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।” রঘুনাথপুর বাসস্ট্যান্ড লাগোয়া এলাকায় আপাতত ভাড়া বাড়িতে ডিভিশনাল অফিসের শুরু হলেও দ্রুত পাশেই বিদ্যুতের সাবস্টেশনের মধ্যে থাকা বণ্টন সংস্থার জমিতে নতুন কার্যালয় গড়া হবে বলে জানা গিয়েছে। সংস্থার কর্তাদের দাবি, ইতিমধ্যেই ওই বিষয়ে কাজের বরাত দেওয়া হয়েছে।
|
ভুয়ো চালান নিয়ে আলু পাচার করার অভিযোগে পুলিশ আলু ভর্তি চারটি ট্রাক আটক করল। মঙ্গলবার সকালে বান্দোয়ানের বাইপাস রাস্তায় আলুর গাড়িগুলি পুলিশের নজরদারিতে ধরা পড়ে। গত সপ্তাহে এই এলাকা থেকেই পুলিশ একই অভিযোগে ১৯ ট্রাক আলু আটক করেছিল। পুলিশ জানিয়েছে, পশ্চিম মেদিনীপুর থেকে বরাবাজার, বলরামপুরে গাড়িগুলি নিয়ে যাওয়া হচ্ছিল বলে চালানে উল্লেখ করা ছিল। কিন্তু সেই চালানের তথ্য ভুয়ো বলে পুলিশের দাবি। জেলা পুলিশের এক কর্তা বলেন, “বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর থেকে ভায়া বান্দোয়ান হয়ে পুরুলিয়ার অন্য থানা এলাকায় যেতে হলে ঝাড়খণ্ডের কিছুটা রাস্তা পেরোতে হয়। অসাধু ব্যবসায়ীরা এই সুযোগকে কাজে লাগান। তাই ওই রাস্তায় নজরদারি বাড়ান হয়েছে।” পুরুলিয়ার ডিএসপি (ডিইবি) মহম্মদ শেখ আজম জানান, ওই চার গাড়ি আলুর কোনও বৈধ নথি ছিল না। তাই ট্রাকগুলি আটক করা হয়েছে। তিনি জানান, ওই আলু কৃষি বিপণন দফতরকে দেওয়া হবে।
|
গঙ্গাজলঘাটির কেশিয়াড়া শিবদুর্গা ক্লাব পরিচালিত নক আউট ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল তলঝিতকা রাধাকৃষ্ণ ইয়ুথ ক্লাব। রবিবার কেশিয়াড়া গোবিন্দপ্রসাদ হাইস্কুলে ফাইনালে তারা শময়িতা স্পোর্টস অ্যাকাডেমিকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারায়। ‘ম্যান অব দ্য ম্যাচ’ হন তলঝিতকার রানাপ্রতাপ সিংহ। শময়িতার সৌম্যজিৎ দাস ‘ম্যান অব দ্য সিরিজ’ হন। এলাকার ৮টি দল যোগ দিয়েছিল।
|
পথ দুর্ঘটনায় এক মোটরবাইক চালকের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন তাঁর সঙ্গী। পুরুলিয়া সদর থানা এলাকায় পুরুলিয়া-বরাকর রাস্তায় সোমবার রাতে দুর্ঘটনাটি ঘটে। মৃত প্রদীপ কুণ্ডু (৫১) সদর থানার ন’ডিহা এলাকার বাসিন্দা। তিনি রাজ্য সরকারের খনি ও খনিজ দফতরের কর্মী ছিলেন। তাঁর সঙ্গীকে আহত অবস্থায় রাঁচিতে নিয়ে যাওয়া হয়। |