টুকরো খবর
দলত্যাগীদের তোপ শঙ্করের
সম্প্রতি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া পুরপ্রধান ও কাউন্সিলরদের ‘মীরজাফর’ বলে কটাক্ষ করলেন জেলা কংগ্রেস সভাপতি শঙ্কর সিংহ। শুক্রবার কৃষ্ণনগরে দলীয় কার্যালয়ে বৈঠক শেষে শঙ্করবাবু পুরপ্রধান অসীম সাহা ও তাঁর দলবলকে বিঁধলেন। তিনি বলেন, “মীরজাফররা দল ছাড়লেও রয়ে গিয়েছেন কর্মী ভোটাররা। আমরা ২৪টি আসনেই প্রার্থী দেব। আশা করি দল ভাল ফল করবে।” একই সুরে এআইসিসির সম্পাদক সাকিল আহমেদ খান বলেন, “কর্মী-ভোটাররা আমাদের সঙ্গেই আছে। আমরা জেতার জন্যই লড়ব।” দল বদল প্রসঙ্গে অসীমবাবু বলেছিলেন, “তৃণমূলের সন্ত্রাস নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতিকে জানিয়েও কোনও ফল মেলেনি। তাই এই দলত্যাগ।” সাকিল আহমেদের বক্তব্য, “প্রত্যন্ত গ্রামের কর্মীরা শাসকদলের অত্যাচার সহ্য করেও দলে রয়েছেন। উনি তো একটা পদে রয়েছেন। এ সব দল ছাড়ার বাহানা ছাড়া কিছু নয়।” এ দিন অসীমবাবু পাল্টা বলেন, “নেতারা নিরাপত্তা না দিলে কোনও বিকল্প থাকে না।” শঙ্করবাবু এ দিন দাবি করেন, দলত্যাগী এক কাউন্সিলর পুনরায় দলে ফিরে এসেছেন। জেলা তৃণমূল সভাপতি অবশ্য বিষয়টি উড়িয়ে দিয়েছেন।

অন্তর্বর্তী জামিন পেলেন অধীর
মুর্শিদাবাদের জেলাশাসকের বাংলো ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরিকে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত অন্তর্বর্তিকালীন আগাম জামিন দিল মুর্শিদাবাদ জেলা ও দায়রা আদালতের পুজাবকাশকালীন বিচারক পার্থপ্রতিম চট্টোপাধ্যায়। তৃণমূল কর্মী কামাল শেখ খুনের মামলায় অভিযুক্ত অধীর অবশ্য ইতিমধ্যে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তিকালীন জামিন পেয়েছেন। এ দিন জেলাশাসকের বাংলো ভাঙচুরের ঘটনাতেও জামিন পেলেন তিনি। এ দিনের মামলার চূড়ান্ত জামিনের শুনানির দিন ধার্য হয়েছে ১৮ নভেম্বর। রবিবার বহরমপুর এফইউসি ময়দানে প্রদেশ কংগ্রেসের ডাকা ‘বহরমপুর চলো’ সমাবেশে যোগ দিতে দিল্লি থেকে বহরমপুরে আসছেন অধীর। রেল প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ক্রমান্বয়ে মিথ্যা মামলা সাজাচ্ছে রাজ্য সরকার, এমনই অভিযোগ তুলে প্রদেশ কংগ্রেস ২৭ অক্টোবর ‘বহরমপুর চলো’ কর্মসূচি নিয়েছে। এ দিন দিল্লি থেকে অধীর বলেন, “বরাবর বিচার ব্যবস্থার উপরে আমার আস্থা ছিল। আজও আছে। বাম আমলে যে ভাবে বার বার মিথ্যে মামলায় জড়িয়ে দেওয়া হয়েছিল আমায়। পরিবর্তনের পরেও সেই ধারা অব্যাহত।” এ দিন অধীরের আইনজীবী কাঞ্চনলাল মুখোপাধ্যায় ও নীলাব্জ দত্ত শুনানির সময়ে বিচারককে বলেন, “গত ৭ ফেব্রয়ারি সাংসদ অধীর চৌধুরী ভাঙচুর করা দূরের কথা, তিনি নিজেই জনতাকে শান্ত করেছেন। ওই ঘটনায় পুলিশ গুরুতর আহত হয়েছে এমন কোনও মেডিক্যাল রিপোর্টও নেই। তা ছাড়া ওই মামলার অন্যতম দুই অভিযুক্ত, কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই আগাম জামিন পেয়েছেন।

পুরনো খবর:

রাজনৈতিক সংঘর্ষ, জখম ৫
মাছ ধরাকে ঘিরে ছোটদের ঝগড়া। আর সামান্য সেই ঘটনা গিয়ে থামল দুই পরিবারের সিপিএম-তৃণমূল সমর্থকদের হাতাহাতিতে। বৃহস্পতিবার সন্ধ্যায় ভরতপুরের গড্ডা পঞ্চায়েতের চাঁদপুরের এই ঘটনায় জখম হয়েছেন পাঁচ তৃণমূল সমর্থক। গুরুতর জখম অবস্থায় তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার সূত্রপাত, দুই পরিবারের ছোট সদস্যদের মাছ ধরাকে ঘিরে। পরে এ নিয়ে প্রথমে বাকবিতণ্ডা ও পরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন ওই দুই পরিবারের সদস্যরা। অভিযোগ, এর মধ্যে পরিবারের একদল সিপিএম সমর্থক আচমকাই হামলা চালায় তৃণমূল সমর্থকদের উপর। ধারাল অস্ত্রের আঘাতে তৃণমূলের পাঁচজন জখম হন। ভরতপুরের গড্ডা পঞ্চায়েতে বর্তমানে তৃণমূল ক্ষমতায় রয়েছে। আগে এই এলাকা বামফ্রন্টের ছিল। তৃণমূলের ভরতপুর ব্লকের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম বলেন, “সিপিএমের দুষ্কৃতীরা আমাদের কর্মীদের উপর হামলা চালাচ্ছে।” সিপিএমের ভরতপুর সালার জোনাল কমিটির সম্পাদক কার্তিক মণ্ডল বলেন, “আমাদের কর্মীরা কোনও হামলা করেনি।” কান্দির এসডিপিও সন্দীপ সেন বলেন, “তদন্ত শুরু হয়েছে।”

শ্লীলতাহানির অভিযোগে ধৃত
শ্লীলতাহানির অভিযোগে বেসরকারি এক প্যাথোলজির কর্মীকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার বহরমপুরের এই ঘটনায় অভিযুক্ত চন্দন দাসকে ধরেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, এ দিন ওই মহিলা স্বামীর সঙ্গে গিয়েছিলেন এক্স-রে করাতে। লালদিঘি পাড়ের ওই বেসরকারি পরীক্ষাকেন্দ্রে এক্স-রে করার সময় ওই কর্মী মহিলার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। এক্স-রে করার সময় ঘরে কোনও মহিলা কর্মীও ছিলেন না। সংস্থার তরফে টি কে চৌধুরী বলেন, “মিথ্যা অভিযোগ। এক্স-রে করার সময়ে এক জন মহিলা কর্মী উপস্থিত ছিলেন। ওই মহিলার স্বামীও ভেতরে ছিলেন। কিন্তু তিনি ফোন ধরার জন্য বাইরে আসেন।” আইসি মোহায়মেনুল হক বলেন, “শ্লীলতাহানির অভিযোগে ওই কর্মীকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।”

গাড়ির ধাক্কায় মৃত্যু
যাত্রীবাহী একটি ছোট গাড়ির ধাক্কায় শুক্রবার দুপুরে শ্রীমতি সাহা (৭০) নামে এক বৃদ্ধার ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি রঘুনাথগঞ্জের রাজপুত তেঘরী গ্রামে। বাড়ি থেকে বার হওয়ার পথে গ্রামের উপর দিয়ে বিস্তৃত লালগোলা-জঙ্গিপুর রাজ্য সড়কে ওই বিপত্তি ঘটে।

কলেজের শিলান্যাস
সমশেরগঞ্জের তিন পাকুড়িয়ায় শুক্রবার বিকেলে একটি আইটিআই কলেজের শিলান্যাস করেন রাজ্যের কারিগরি শিক্ষামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। মন্ত্রী বলেন, “এই জেলার রানিনগর ও রঘুনাথগঞ্জ-২ ব্লকে সরকারি জমিতে শীঘ্রই দু’টি আইটিআই কলেজ গড়ে উঠবে।’’



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.