সিএবি সভাপতির অনুরোধ শেষ পর্যন্ত মেনে নিল ভারতীয় বোর্ড। যার সুবাদে বরোদার বিরুদ্ধে এ মরসুমের প্রথম রঞ্জি ম্যাচ যাদবপুর বিশ্ববিদ্যালয় মাঠের পরিবর্তে ইডেনেই খেলবে বাংলা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৬ নভেম্বর থেকে শুরু হওয়া সচিনের ১৯৯ তম টেস্টের পনেরো দিন আগে ইডেনে যাতে কোনও প্রথম শ্রেণির ম্যাচ না হয় তার জন্য আগে থেকেই সক্রিয় ছিল বোর্ডের একটা বড় অংশ। তার জন্যই বাংলা-বরোদা রঞ্জি ম্যাচের জন্য তৈরি করা হচ্ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় মাঠ। কিন্তু সিএবি প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া এর পরেই বোর্ডকে চিঠি দিয়ে জানান, যেহেতু মরসুমের শুরুর দিকেই ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টেস্ট ম্যাচ। তাই নতুন পিচে একটা প্রথম শ্রেণির ম্যাচ খেললে সচিনের ১৯৯ তম টেস্টের আগে বাইশ গজের গতিপ্রকৃতি অনেকটাই পরিষ্কার হবে কিউরেটরদের কাছে। এর পরে সিএবি প্রেসিডেন্টের অনুরোধ মেনে নেয় বোর্ড। ফলে রবিবার থেকে বাংলা-বরোদা ম্যাচ ফিরছে ইডেনেই। তবে ইডেনে ম্যাচ ফিরলেও দক্ষিণবঙ্গের আকাশে তৈরি হওয়া আকষ্মিক নিম্নচাপ এবং বর্ষণের জন্য বাংলা অধিনায়ক লক্ষ্মীরতন শুক্লর কপালে চিন্তার ভাঁজ। বাংলা দলের আশঙ্কা বৃষ্টিতে প্রথম দু’দিন ধুয়ে না যায়। এ দিন সকালে ইন্ডোরেই তাই একপ্রস্ত অনুশীলন হয়েছে লক্ষ্মী-ঋদ্ধিমানদের। শনিবারও সেখানেই অনুশীলন হবে বলে খবর টিম সূত্রে। তবে রঞ্জি অভিযান শুরুর আগের দিন শনিবার সকালে দলকে মোটিভেশন যোগাতে উপস্থিত থাকবেন ১৯৮৯-৯০ মরসুমে রঞ্জিজয়ী বাংলা দলের সদস্য অরুণলাল। এ দিকে, শুক্রবার সকালে শহরে এসে বিকেলে ইন্ডোরেই জিম সেশন সারে বরোদাও। দলে ইউসুফ পাঠানের মতো সিনিয়ররা থাকলেও নেই ইরফান পাঠান এবং মুনাফ পটেল।
|
৪১৮ রানের বিশাল ঘাটতির বোঝা ঘাড়ে নিয়ে সিরিজ নিজেদের পকেটে ধরে রাখার যুদ্ধে নেমে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৩২ রান তুলতেই ইউনিস খান-সহ চার উইকেট খুইয়ে বসেছে। দুবাই স্টেডিয়ামে এখনও দ্বিতীয় তথা শেষ টেস্টের তিন দিন বাকি। গ্রেম স্মিথদের সিরিজ ১-১ রাখা কোনও অলৌকিক কাণ্ড বাদে কার্যত নিশ্চিত। কিন্তু জয়ের গন্ধের মধ্যেই বিশ্বের এক নম্বর টেস্ট দলের গায়ে এ দিন লজ্জাও লেগেছে। ফিল্ডিংয়ের সময় বল বিকৃতি ঘটানোর অভিযোগে দক্ষিণ আফ্রিকার উপর পাঁচ পেনাল্টি রান ধার্য করেন আম্পায়াররা। বলটিও পাল্টে দেন। টিভি রিপ্লে-তে ধরা পড়ে যে, দক্ষিণ আফ্রিকার ফাফ দু প্লেসি নিজের ট্রাউজারের ঠিক যেখানে ধাতব ‘জিপ’ লাগানো সেখানে বল ঘসছেন! এটুকু বাদে দিনের পুরোটাই স্মিথদের। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এ দিন ২৩৪ রানে আউট হন। এবি ডে’ভিলিয়ার্স করেন ১৬৪ রান। সইদ আজমল ছ’উইকেট নিলেও ১৫১ রান খরচা করেন। পাকিস্তানের এখন শেষ ভরসা অধিনায়ক মিসবা উল হক (৪২ ব্যাটিং)।
পুরনো খবর: ডনকে ছুঁলেন গ্রেম স্মিথ |
সুপ্রিম কোর্টের নির্দেশে বোর্ডের সর্বোচ্চ পদাধিকারী হিসেবে কাজকর্ম করার আইনত অধিকার পাওয়ার পর শনিবারই নারায়ণস্বামী শ্রীনিবাসনের ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রথম কার্যকরী কমিটির বৈঠক। শ্রীনি-র নিজের শহরেই। যেখানে রঞ্জিব বিসওয়ালের নেতৃত্বাধীন আইপিএল গভর্নিং কাউন্সিলের সমস্ত সদস্যকেও আমন্ত্রণ জানানো হয়েছে বোর্ডের তরফে। যেহেতু শনিবারের বৈঠকের আলোচ্য সূচির মধ্যে অন্যতম থাকছে আইপিএলে পুণে ওয়ারিয়র্স দলের চূড়ান্ত ভাগ্যনির্ধারণ। পুণে ফ্র্যাঞ্চাইজির প্রধান সহারা গ্রুপ ইতিমধ্যেই আইপিএল থেকে সরে দাঁড়ানোয় এমনিতেই পরের বছর এই দলকে টুর্নামেন্টে দেখা যাবে না। কিন্তু বোর্ড সূত্রের খবর, বিসিসিআই-এর বারংবার অনুরোধ সত্ত্বেও সহারা গ্রুপ তাদের এই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত সরকারি ভাবে বোর্ডকে এখনও জানায়নি। সম্ভবত, শনিবারের বৈঠকে পুণে ফ্র্যাঞ্চাইজিকে আগামী তিরিশ দিনের মধ্যে আইপিএল থেকে বাতিল করার নোটিশ ধরাতে চলেছে বোর্ড। এবং তার পর আনুষ্ঠানিক ভাবে বিদায় পর্ব সম্পন্ন হবে।
পুরনো খবর: শ্রীনির বিরুদ্ধে পুলিশের কাছে |
জাতীয় ব্যাডমিন্টন সংস্থার (বাই) সিদ্ধান্ত নাকচ করে তারকা প্লেয়ার জ্বালা গাট্টাকে আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলার সম্মতি দিলেও আজ দিল্লি হাইকোর্ট হায়দরাবাদি কন্যার বিরুদ্ধে ফেডারেশনের চলা তদন্তের বিরুদ্ধে স্থগিতাদেশ দিলেন না। বিচারপতি বি কে জৈন বলেন, যেহেতু আদালত ইতিমধ্যেই মধ্যবর্তী নির্দেশে জ্বালাকে এক মাসের জন্য আর্ন্তজাতিক ম্যাচ খেলার অনুমতি দিয়েছিল তাই আর নতুন করে দিল্লি হাইকোর্ট কোনও রকম স্থগিতাদেশ দিতে অক্ষম। পাশাপাশি বিচারপতি বাইয়ের তিন সদস্যের কমিটিকে জ্বালার বিরুদ্ধে চলা তদন্তকে চালিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। তবে জ্বালাকে বলে দেন, তদন্ত কমিটির সিদ্ধান্তে জ্বালা খুশি না হলে তিনি আবার আদালতের দ্বারস্থ হতে পারেন। তার জন্য জ্বালাকে কমিটির রায় বেরনোর ১৪ দিনের মধ্যে আদালতে আবেদন করতে হবে।
পুরনো খবর: জ্বালা গেলেন হাইকোর্টে |