টুকরো খবর |
কর্পোরেট শত্রুতার জেরেই ফাঁস রাডিয়া টেপ: টাটা
সংবাদ সংস্থা • নয়াদিল্লি |
কর্পোরেট জগতের অভ্যন্তরীণ শত্রুতার জেরেই নীরা রাডিয়ার কথোপকথনের টেপ প্রকাশ করা হয়েছিল বলে সুপ্রিম কোর্টে জানালেন রতন টাটা। প্রাক্তন কর্পোরেট লবিস্ট নীরা রাডিয়ার সঙ্গে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির কথোপকথনের টেপ সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ায় চাঞ্চল্য দেখা দেয়। কর ফাঁকি দেওয়ার অভিযোগ ওঠায় রাডিয়ার ফোনে আড়ি পেতেছিল আয়কর দফতর। ব্যক্তিগত কথোপকথন ফাঁস হয়ে যাওয়ায় সুপ্রিম কোর্টে মামলা করেন টাটা। শুক্রবার সেই মামলার শুনানিতে টাটার কৌঁসুলি হরিশ সালভে বলেন, “কর্পোরেট লড়াই না হলে ওই টেপ ফাঁস করা হত না।”
পুরনো খবর: দুর্নীতি নিয়ে কড়া মন্তব্য আদালতের
|
বধূর দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • ধুবুরি |
বধূর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে ধুবুরির চাপর থানা এলাকার চাপর কলোনিতে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম রিঙ্কু দাস (২৫)। মৃতা বধু ওই গ্রামেরই বাসিন্দা। এদিন সকালে শোওয়ার ঘর থেকে বধূর দেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, ঘটনাটি আত্মহত্যার।
|
জখম ১৫ ছাত্রছাত্রী
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
শিশু বিজ্ঞান মেলা দেখে ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় জখম ১৫ জন ছাত্রছাত্রী। পুলিশ জানায়, ধেমাজি জেলায় রাষ্ট্রীয় ‘শিশু বিজ্ঞান সমারোহ’ শুরু হয়েছে। সেখানে রাজ্যের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নেয়।
|
তেজপুরে আটক মায়ানমার থেকে আগত শরণার্থী |
দালালের মাধ্যমে অসম হয়ে কাশ্মীর যাওয়ার পথে, তেজপুরে গ্রেফতার হলেন মায়ানমারের আট অনুপ্রবেশকারী। পুলিশ ধৃতদের জেরা করে জেনেছে, মায়ানমারে সংখ্যাগুরু বৌদ্ধদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মায়ানমারের বহু মুসলমান নাগরিক ভারতে ঢুকে পড়ছেন। মায়ানমারের নং বুচিদং এলাকা থেকে আটজনের ওই পরিবারটি ইমাম হুসেন নামে এক ব্যক্তির নেতৃত্বে ভারত রওনা হয়। তারা মিজারাম সীমান্তে দালালকে ৪৮ হাজার টাকা দিয়েছিল। সেখান থেকে শিলচর হয়ে তারা তেজপুর পৌঁছয়। অসমীন, হিন্দি বা বাংলা ভাষা বলতে বা বুঝতে না পারায়, পাড়ার নতুন অতিথিদের নিয়ে পড়শিদের সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ চার মহিলা, এক শিশু-সহ পুরো দলটিকেই আটক করেছে।
|
জগন্নাথ মিশ্রর জামিন মঞ্জুর |
ঝাড়খণ্ড হাইকোর্টের নির্দেশে দু’মাসের অন্তবর্তীকালীন জামিনে ছাড়া পেলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্র। পশুখাদ্য কেলেঙ্কারির চাইবাসা ট্রেজারি মামলায় রাঁচির বিশেষ সিবিআই আদালত তাঁকে দোষী সাব্যস্ত করেছিল। মিশ্রের শারীরিক অসুস্থতার কারণে আজ তাঁর অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেছে রাজ্য হাইকোর্ট। সিবিআই আদালতে দোষী সাব্যস্ত হওয়া বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবও জামিনের জন্য ঝাড়খণ্ড উচ্চ আদালতে আবেদন করেছেন। তাঁর জামিনের বিষয়টি নিয়ে শুনানি হবে ৩০ অক্টোবর।
পুরনো খবর: করজোড়, তবু ভোট-দরজা বন্ধ এক দশক
|
ধর্ষণে অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী ধৃত |
ধর্ষণে অভিযুক্ত কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী বাবুলাল নাগরকে শুক্রবার গ্রেফতার করল সিবিআই। ১১ সেপ্টেম্বর তাঁর বাংলোয় নাগর ওই মহিলাকে ধর্ষণ করেন বলে অভিযোগ। তখন রাজস্থানের কংগ্রেস সরকারের মন্ত্রী ছিলেন তিনি। রাজস্থান পুলিশ তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনার পরে ইস্তফা দেন নাগর। তাঁকে দল থেকেও সাসপেন্ড করা হয়। ৯ অক্টোবর এই মামলার তদন্তের ভার নেয় সিবিআই। ইতিমধ্যেই কয়েক বার তাঁকে জেরা করেছে।
|
উড়ান বিভ্রাট |
যান্ত্রিক ত্রুটির জেরে ব্যাঘাত ঘটল ড্রিমলাইনারের উড়ানে। শুক্রবার বেলা আড়াইটেয় দিল্লি বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার একটি ড্রিমলাইনারের কলকাতার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু যান্ত্রিক গোলযোগে তা পাঁচ ঘণ্টা দেরিতে রওনা দেয়। বিলম্বের কারণে যাত্রীরা দিল্লি বিমানবন্দরে বিক্ষোভ দেখান। রাত পৌনে দশটা নাগাদ বিমানটি কলকাতায় পৌঁছয়।
|
এক মঞ্চে |
এ বার একই মঞ্চে দেখা যাবে মনমোহন সিংহ ও আসন্ন লোকসভা ভোটে বিজেপি-র প্রধানমন্ত্রী পদপ্রার্থী মোদীকে। ২৯ অক্টোবর সর্দার বল্লভভাই পটেলের সংগ্রহশালা উদ্বোধন উপলক্ষে ওই অনুষ্ঠান। নিমন্ত্রণ পত্রে উল্লেখ করা হয়েছে, অনুষ্ঠানে প্রধান অতিথি মনমোহন সিংহ, মোদী বিশেষ অতিথি। |
|