|
|
|
|
হিন্দালকো-র ফাইল সিবিআইয়ের হাতে
সংবাদ সংস্থা • নয়াদিল্লি |
কুমারমঙ্গলম বিড়লার সংস্থা হিন্দালকোকে ওড়িশার তালাবিরা কয়লাখনি দেওয়া সংক্রান্ত ফাইল সিবিআইকে দিল প্রধানমন্ত্রীর দফতর (পিএমও)। কয়লা কেলেঙ্কারির তদন্তে সিবিআইয়ের জেরার জবাব দিতে তাঁর কোনও আপত্তি নেই বলে গত কালই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ।
হিন্দালকোকে খনি দেওয়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগে কুমারমঙ্গলম বিড়লা ও প্রাক্তন কয়লাসচিব পি সি পারেখের বিরুদ্ধে এফআইআর করে সিবিআই। পারেখ সাফ জানান, হিন্দালকোকে খনি দেওয়ার ক্ষেত্রে কোনও অনিয়ম নেই। সিবিআই
তাঁকে ষড়যন্ত্রী মনে করলে প্রধানমন্ত্রীকে অভিযুক্তের তালিকায় প্রথমে স্থান দিতে হবে। এর পরেই মনমোহনের ইস্তফা দাবি করতে শুরু করে বিজেপি।
পরে পিএমও বিবৃতি দিয়ে জানায়, বিড়লার সংস্থাকে জমি দেওয়ার ক্ষেত্রে কোনও অনিয়ম হয়নি। গত কাল প্রধানমন্ত্রীও জানিয়ে দেন, প্রয়োজনে সিবিআইয়ের জেরার জবাব দিতে তিনি রাজি। সুপ্রিম কোর্টের নজরদারিতে কয়লা কেলেঙ্কারির তদন্ত করছে সিবিআই। পিএমও-র বিবৃতির পরেও তারা জানায়, বিড়লা ও পারেখের বিরুদ্ধে সব অভিযোগের তদন্ত হবে। হিন্দালকোকে খনি দেওয়া সংক্রান্ত ফাইল পিএমও-র কাছ থেকে চেয়ে পাঠায় তারা।
পারেখের সমর্থনে আজ মুখ খুলেছেন প্রাক্তন ক্যাবিনেট সচিব ও যোজনা কমিশনের সদস্য বি কে চর্তুবেদী। সম্প্রতি সংবাদমাধ্যমে পারেখের একটি চিঠি প্রকাশিত হয়েছে। তাতে তিনি চর্তুবেদীকে সাফ জানিয়েছেন, কয়লা মাফিয়ার সদস্যরা সরকারের মধ্যেও রয়েছে। আজ চর্তুবেদী জানিয়েছেন, পারেখ এক জন সৎ অফিসার। তাঁকে সরাতে চেয়েছিলেন তৎকালীন কয়লামন্ত্রী শিবু সোরেন। সোরেনের অভিযোগের জবাবেই ওই চিঠিটি তাঁকে লিখেছিলেন পারেখ। তাঁরা তদন্ত করে বুঝতে পারেন, পারেখের বিরুদ্ধে সোরেনের অভিযোগের কোনও ভিত্তি নেই। তাই তাঁকে সরানো হয়নি। |
|
|
|
|
|